দর্শক টানার দিক থেকে পল্লাইওদের মুরগির খাঁচায় বন্দি দেবদূতের চেয়ে শহরে আসা একটি মেয়ের ভ্রাম্যমাণ প্রদর্শনীর আকর্ষণ বেশি কেন , তুলনামূলক আলােচনা করাে ।
উত্তর : পেলাইওদের মুরগির খাঁচায় বন্দি দেবদূত আর শহরে আসা ভ্রাম্যমাণ প্রদর্শনীর ভাগ্যবিড়ম্বিত মেয়েটির মাকড়সা -আকৃতি দুই-ই অস্বাভাবিক ও কৌতূহল - উদ্দীপক ঘটনা ,যা দর্শক আকর্ষণের সহায়ক । দুই- ই দর্শক আকর্ষণ করেছে , কিন্তু শেষাবধি দেবদূত হয়ে পড়েছে দর্শকশূন্য । কারণ —
এক । দেবদূত দর্শনির চেয়ে মাকড়সারূপী মেয়েটির দশনি বাবদ পয়সা কম ।
দুই । দেবদূত নিয়ে দর্শকের প্রশ্ন করার অবকাশ নেই , কিন্তু মেয়েটিকে নিয়ে দর্শক তার খুশিমতাে প্রশ্ন করার সুযােগ পেয়েছে ।
তিন । মুরগির খাঁচার তারের জালের বাইরে থেকে দর্শক দেবদূতকে দেখে তার কৌতূহল মিটিয়েছে , কিন্তু মাকড়সারূপী মেয়েটিকে খুঁটিয়ে দেখার সুযােগ পেয়েছে ।
চার । দেবদূত প্রাসঙ্গিক সত্য -মিথ্যা যাচাইয়ের আদৌ সুযােগ নেই , কিন্তু তা আছে মেয়েটির ব্যাপারে ।
পাঁচ । করুণ কণ্ঠে মেয়েটি তার বিড়ম্বিত মাকড়সায় পরিণত হওয়ার কাহিনি প্রকাশ করে দর্শককে বিমােহিত করে । অনেকে তার প্রতি দয়ায়,করুণায় তার মুখে মাংসের বড়া ছুড়ে দেয় । দেবদূতের ক্ষেত্রে সে সুযােগ আদৌ নেই । সে কেবল দর্শকের দিকে প্রাচীন চোখ মেলে তাকিয়ে থাকে নীরবে ।
ছয় । মেয়েটির মাকড়সায় বদলে যাওয়া দৃশ্যে এতই মানবিক সত্য আর এমন ভয়ংকর শিক্ষা আছে যা সহজে দেবদূতের প্রদর্শনীকে নস্যাৎ করে দিতে পারে , যে দেবদূত মর্তবাসীর দিকে নাক সিঁটকে তাকায় । তা ছাড়া দেবদূতের ওপর আরােপিত আলৌকিকত্ব এমন কিছু জম্পেশ ছিল না , যা ভক্তিনভ্রো দর্শক ধরে রাখতে পারে । ফলে মাকড়সা মেয়েটির জনপ্রিয়তা ও দর্শকটানার ক্ষেত্রে দেবদূত পিছু হটে পড়ে । দেবদূতের মানসম্ভ্রমের খ্যাতি ধুলােয় লুটিয়ে যায় ।
কোন মন্তব্য নেই