শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২

কবি জয় গােস্বামী ‘নুন’ কবিতায় সমাজের শ্রমজীবী নিম্নবিত্ত মানুষের জীবনযাত্রার যে ছবি এঁকেছেন , তা বর্ণনা করাে ।

একাদশ শ্রেণী বাংলা প্রশ্নোত্তর xi class 11 Bengali Question answer কবি জয় গােস্বামী নুন কবিতায় সমাজের শ্রমজীবী নিম্নবিত্ত মানুষের জীবনযাত্রার যে ছবি এঁকেছেন তা বর্ণনা করাে kobi joy goswami nun kobitai somajer shromjibi nimnobitto manusher jibonjatrar je chobi akechen ta bornona koro


উত্তর : কবি জয় গােস্বামী ‘নুন' কবিতায় সমাজের অতিসাধারণ শ্রমজীবী নিম্নবিত্ত মানুষের জীবনযাত্রার ছবি এঁকেছেন । তারা শ্রমজীবী , ‘দিন আনে দিন খায়’ এমনি হতদরিদ্র বটে , কিন্তু তারা  অল্পে খুশি । তারা জানে দুঃখ করে দুঃখকষ্টের সুরাহা হয় না । দুঃখ কার কাছেই বা করবে ? দুঃখ জানিয়ে দুঃখের সুরাহা হবে এমন দরদি সমাজ -সংসার এদেশে নেই । কাজেই সাধারণ ভাতকাপড়ে তাদের দিন চলে । তাদের দিন চলে অসুখেবিসুখে ধারদেনা করে । কিন্তু দুঃখদারিদ্র, অসুখবিসুখ , দুশ্চিন্তা-দুর্ভাবনা সবকিছু ভুলে থাকার জন্য রাতে দু-ভাই মিলে গাঁজার কলকেতে টান দেয় । অভাবের সংসারে সবদিন বাজার করা হয় না । যেদিন হয় সেদিন বেহিসেবিপনা মাত্রা ছাড়িয়ে যায় । কারণ গরিবের সংসারে অপ্রয়ােজনীয় গােলাপের চারা কিনে বাড়ি ফেরে  গােলাপচারা পুঁতে বাগান বানাবে , তেমন জায়গাটুকু তাে নেই । কষ্ট ভােলার জন্য তারা যথারীতি গাঁজাতে টান দেয় । নেশাভাঙেই তাদের আনন্দ তাতেই তারা খুশি । এভাবে হেসেখেলে কষ্ট করে তাদের দিন চলে যায় । মাঝে মাঝে অভাব - অনটনে সংসার অচল হয়ে যায় । সেদিন মাঝরাতে তারা বাড়ি ফেরে । ভাত তখন ঠান্ডা । সামান্য নুনের জোগাড়টুকুও হয়নি । ফলে খেতে বসে মাথায় রাগ চড়ে । রাগ চড়ে গিয়ে এমন হয় যেন রাগের চড়ে বসে । ফলে বাপব্যাটায় কিংবা দু-ভাইয়ে মিলে মারামারি ও চেঁচামেচি  করে সারাপাড়া মাথায় করে । অবশ্য তাদের রাগারাগি ও আত্মকলহে কাদের কী এসে যায় ? তারা খেটে -খাওয়া অতি নগণ্য মানুষ । তাদের চাওয়া বলতে ‘আমাদের শুকনাে ভাতে লবণের ব্যবস্থা হােক ।’ সমাজের কাছে , রাষ্ট্ৰচালকদের কাছে এটুকুই তাদের আর্জি ।






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন