রবিবার, ১৪ আগস্ট, ২০২২

দেবদূত সম্পর্কে পাদ্রে গোনসাগার ভূমিকা সংক্ষেপে বর্ণনা করাে ।


একাদশ শ্রেণী বাংলা প্রশ্নোত্তর xi class 11 Bengali Question answer দেবদূত সম্পর্কে পাদ্রে গোনসাগার ভূমিকা সংক্ষেপে বর্ণনা করাে debdut somporke padre gonosagar bhumika songkhepe bornona koro


উত্তর : সকাল সাতটার আগেই পাদ্রে গােনসাগা ছুটে এলেন হন্তদন্ত হয়ে দেবদূতকে দেখার জন্যে । পাদ্রে গােনসাগা সােজা বেড়ার ধারে এসে দাঁড়িয়ে দেবদূতকে জেরা করবার জন্যে কী কী প্রশ্নোত্তর করা হবে তা ভেবে তৈরি হলেন । তারপর দরজাটা খুলে দিতে বললেন । যাতে কাছ থেকে দেবদূতকে খুঁটিয়ে দেখে নিতে পারেন । ভিতরে গিয়ে পাদ্রে গােনসাগা লাতিনে সুপ্রভাত জানালেন দেবদূতকে ।দেবদূতের কাছে জগতের ধৃষ্টতা ও ঔদ্ধত্য অচেনা । কাজেই সে তার প্রাচীন চোখ তুলে গুনগুন করে তার ভাষায় কী যেন বলল । তাতেই পাদ্রে মশায়ের ক্ষোভের শেষ নেই । তিনি তাকে জোচ্চোর ফেরেববাজ বলে সন্দেহ প্রকাশ করলেন । ঈশ্বরের ভাষা যে বােঝে না, ঈশ্বরের উজির - নজিরদের সম্ভাষণ করতে যে জানে না, সে ঈশ্বরের দূত হয় কী করে ? কাছ থেকে দেখে তাঁর মনে হল চেহারায় বড্ড মানুষ মানুষ দেখতে । ডানা দুটির হতশ্রী অবস্থা দেবদূতের পরিচয় দিচ্ছে না । তিনি তারপর মুরগির খাঁচা থেকে বেরিয়ে এলেন । দেবদূত সম্পর্কে সমবেত দর্শকদের সতর্কবাণী শােনালেন । এ কথাও বললেন যে, ছলাকলাহীন সাদাসিধে ভালাে মানুষ হওয়ার ঝুঁকি কতটা । শয়তানের বিষম বদভ্যেস আছে রােমান ক্যাথলিকদের হুল্লোড়ে উৎসবে এসে আচমকা ল্যাং মেরে ফায়দা লােটার । তিনি যুক্তি দিয়ে বােঝানাের চেষ্টা করলেন যে, ডানার দিক থেকে বাজপাখি ও উড়ােজাহাজের তফাত বােঝার ক্ষমতা না থাকলে দেবদূতকে শনাক্ত করা তাদের । পক্ষে সহজ ব্যাপার নয় । তিনি এ কথাও দিলেন যে,বিশপকে এ মর্মে চিঠি দেবেন যে আর্চবিশপ লেখেন । আর্চবিশপকে লিখবেন সর্বোচ্চ মােহান্তকে ,যাতে উচ্চতম আদালত থেকে দেবদূত  সম্পর্কে সর্বাধিনায়কের চূড়ান্ত রায়টি পাওয়া যায় ।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন