‘সকাল সাতটার আগেই পাদ্রে গােনসাগা এসে হাজির ।’ – পাদ্রে গােনসাগা কে ? তিনি কেন এসেছিলেন ? ‘বন্দীর ভবিষ্যৎ নিয়ে’ জড়াে হওয়া দর্শকরার কী ভেবেছিল ?
উত্তর : পাদ্রে গােনসাগা হলেন একজন যাজক ।যাজক হওয়ার আগে ছিলেন এক হট্টাকট্টা কাঠুরে । তিনি এসেছিলেন মুরগির খাঁচায় বন্দি বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ােকে দেখতে । পরীক্ষা করে বুঝে নিতে বিশাল ডানাওয়ালা বুড়াে সত্যিকারের মানুষ না দেবদূত । পাদ্রে গােনসাগা আসার আগে মুরগির খাচার কাছে নতুন দর্শকেরা ভিড় জমিয়েছে । তারা বন্দির ভবিষ্যৎ নিয়ে জল্পনাকল্পনা করছে । তাদের মধ্যে সরলতম লােকটি ভেবে ফেলে যে বিশাল ডানাওয়ালা থুরথুরে বুড়ােকে সারা জগতের পুরপিতা নাম দেওয়া হােক । অপেক্ষাকৃত কঠিন হৃদয়ের লােকদের মধ্যে একজন মনে করে বুড়ােকে এক পাঁচতারা সেনাপতির পদে উন্নীত করা হােক , যাতে সে সব যুদ্ধই জিতিয়ে দিতে পারে । কিছু কিছু দূরদর্শী মনে করে ওকে দিয়ে যদি পৃথিবীতে কোনাে ডানাওয়ালা জাতির জন্ম দেওয়া যায়,তাহলে সে জাতি জ্ঞানে গুণে সেরা হবে । তারাই নেবে বিশ্বব্ৰত্মাণ্ডের দায়িত্ব।
কোন মন্তব্য নেই