বুধবার, ৩ আগস্ট, ২০২২

ও আজ যেখানে বসেছে সেখানে তােমাদের তলােয়ার পৌছায় না কার সম্পর্কে কে একথা বলেছেন এ বক্তব্যের তাৎপর্য কী

একাদশ শ্রেণী বাংলা প্রশ্নোত্তর xi class 11 Bengali Question answer ও আজ যেখানে বসেছে সেখানে তােমাদের তলােয়ার পৌছায় না কার সম্পর্কে কে একথা বলেছেন এ বক্তব্যের তাৎপর্য কী o aaj jekhane boseche sekhane tomader toloyar pouchay na kar somporke ke akotha bolechen a boktboer tatporjo ki


উত্তর : রবীন্দ্রনাথের ‘গুরু’ নাটকের শেষ দৃশ্যে মহাপঞ্চক সম্পর্কে এ কথা বলেছেন দাদাঠাকুর ।

[        ] মহাপঞক নিষ্ঠাবান ও মহাজ্ঞানী অচলায়তনিক । তিনি শৃঙ্খলাপরায়ণ । সনাতন ধর্ম, আচার - অনুষ্ঠান, মন্ত্র ও জপতপের প্রতি তিনি গভীর বিশ্বাসী । অচল , অটল ও অনড় । কঠিন জ্ঞানচর্চায় নিষ্ঠাবান তাপস । ঈশ্বরের প্রতি তাঁর বিশ্বাস এমন স্থির ও দৃঢ় যে , তাঁর মধ্যে দ্বিধা-দ্বন্দ্ব নেই । সামান্যতম দোলাচল মনােভাব নেই । নিষ্ঠা,দৃঢ়তা, সংযম ও জিতেন্দ্রিয় শক্তি তাঁকে এমনই মনােবল দিয়েছে যে, তিনি বলেছেন , ‘আমি আমার ইন্দ্রিয়ের সমস্ত দ্বার রােধ করে এই যে বসলুম — যদি প্রায়ােপবেশনে মরি তবু তােমাদের হাওয়া তােমাদের আলাে লেশমাত্র আমাকে স্পর্শ করতে দেব না ।’ যূনকদের অস্ত্র যে তাঁকে স্পর্শ করতে পারবে না , সেই ব্যাপারে দাদাঠাকুর বলেছেন , ‘ও আজ যেখানে বসেছে সেখানে তােমাদের তলােয়ার পৌছায় না ।’ এমনই মহাজ্ঞানী , মহাতাপস । 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন