Breaking News

“ তবু লক্ষ যােজন ফাঁক রে । ” — কার সঙ্গে এই ব্যবধান ? একত্র থেকেও এই ব্যবধানের । তাৎপর্য কী ?

একাদশ শ্রেণী বাংলা প্রশ্নোত্তর xi class 11 eleventh bengali questions answers তবু লক্ষ যােজন ফাঁক রে কার সঙ্গে এই ব্যবধান একত্র থেকেও এই ব্যবধানের তাৎপর্য কী tobu lokkho jojon fak re kar prosonge ai babodhan akotro thekeo ai babodhaner tatporjo ki


উত্তর : পড়শি আর লালন উভয়ের মধ্যে লক্ষ যােজন ব্যবধান । 
 
লালনের পড়শি হলেন তাঁর ‘ মনের মানুষ ’। লালন হৃদয় উজাড় করে তাঁকে ভালােবাসেন । হাসিকান্নার খেলাও চলে তাঁর সঙ্গে । কখনও বা ‘দেখা দিয়ে ওহে রসুল ছেড়ে যেও না’ বলে ব্যাকুল হয়ে ওঠেন লালন । ভক্ত ভগবানের এই যে পরস্পরের ভালােবাসা , তার মধ্য দিয়ে যে প্রেম ভাব, তাতে কবি লালন পড়শিকে দেখতে না পেলে উতলা হয়ে বলেন , ‘আমি একদিনও না দেখিলাম তারে’ অথচ পড়শি  বা লালনের ‘মনের মানুষ’ তাঁর কাছাকাছি আরশিনগরে অর্থাৎ, তাঁর বােধবুদ্ধির মধ্যে ‘চিৎ’ বা আত্মা রূপে বিরাজ করছেন । এভাবে পড়শি আর লালন একত্রে থাকেন । সেই অর্থে ভক্ত ও ভগবান একাত্ম । তবু তাঁদের উভয়ের মধ্যে আছে লক্ষ যােজন ব্যবধান । আসলে দেহ ও চেতনা ( পড়শি ) একত্রে থাকে বটে, কিন্তু দেহকে সাধনায় পৃথক দেখা যায় । যার নাম স্বরূপদর্শন । প্রকৃতপক্ষে ভাবাধিক্যে দেহ আর চেতনার মধ্যে সৃষ্টি হয় লক্ষ যােজন ব্যবধান । 

কোন মন্তব্য নেই