Breaking News

“ বলব কি সেই পড়শির কথা ” — ‘পড়শি’ কে ? উক্তিটির আলােকে ‘পড়াশি’র স্বরুপ সম্পর্কে আলােচনা করাে ।

একাদশ শ্রেণী বাংলা প্রশ্নোত্তর xi class 11 eleventh bengali questions answers বলব কি সেই পড়শির কথা পড়শি কে উক্তিটির আলােকে পড়াশির স্বরুপ সম্পর্কে আলােচনা করাে bolob ki sei poroshir kotha poroshi ke uktitir aloke porashir swarup somporke alochona koro


উত্তর : পড়শি হলেন বাউল লালনের ‘মনের মানুষ’ ।


মনের মানুষকে দেখার বাসনা ভক্তসাধক বাউল  লালনের । কিন্তু কেমন করে তিনি সে গাঁয়ে যাবেন । ভক্ত বাউলের নিরুপায় অসহায়তা প্রকাশিত । তবে তাঁর মনের মানুষ তাে তাঁর নিকটতম পড়শি । সেই পড়শির কথা তিনি কী আর বলবেন । তাঁর হাত - পা -কাঁধ- মাথা কিছুই নেই । তিনি মুহূর্তের জন্য শূন্যে থাকেন , আবার মুহূর্তের জন্য জলে ভাসেন ।  

‘ শূন্য’ শব্দের আক্ষরিক অর্থ ‘ খালি ’ , ‘ ফাঁকা ’। লালনের বাউলগানে  ব্যবহৃত হয়েছে ‘ আকাশ ’ বা ‘গগন ’ অর্থে । লালন তাঁর মনের মানুষকে মুহূর্তের জন্য দেখেছেন নিঃসীম শূন্যে অর্থাৎ গগনে । ‘ নীর’-এর আক্ষরিক অর্থ ‘জল’ । লালন যে পড়শির কথা বলেছেন তিনি পঞ্চভূতে অর্থাৎ মাটি, জল , বাতাস , আগুন ও আকাশ সর্বত্র বিরাজমান । সেজন্য মুহূর্তের জন্য তাঁকে লালন দেখেন জলে ভাসমান অবস্থায় । 
 

 সাধক লালনের পড়শিই হলেন তাঁর আরাধ্য মনের মানুষ । তিনি তাঁর কী বা ব্যাখ্যা করবেন । হাত পা -কাঁধ -মাথা -দেহের এসব অঙ্গপ্রত্যঙ্গ নিয়েই তাে শরীর । এসবের কিছুই তার নেই । তিনি বিদেহী । নিরাকার । পড়শি যদি ‘ চিৎ ’ বা ‘আত্মা’ হন , তাহলে তাে নিরাকার বটেই । তবে মনের মতাে পড়শিকে পেয়ে লালন তাঁর সঙ্গে খেলছেন লুকোচুরি । তারই ফাঁকে ভাবতন্ময় অবস্থায় তিনি সাধকের চোখে দৃশ্যমান হচ্ছেন চকিতে । ফলে সাধক তাঁকে কখনও দেখছেন শূন্যে, আবার কখনও দেখছেন জলে ভাসমান অবস্থায় । কিন্তু সবই ক্ষণকালের চকিত দর্শন ।

কোন মন্তব্য নেই