Breaking News

‘ এ বিষম জ্বালা, দেব , ভুলিব সত্বরে ।’ — বক্তা কে ? তার ‘বিষম’ জ্বালাটি কী ? কীভাবে তিনি এই জ্বালা ভুলতে পারবেন ?

একাদশ শ্রেণী বাংলা প্রশ্নোত্তর xi class 11 eleventh bengali questions answers এ বিষম জ্বালা দেব ভুলিব সত্বরে বক্তা কে তার বিষম জ্বালাটি কী কীভাবে তিনি এই জ্বালা ভুলতে পারবেন a bishom jala debo bhulibo sottore bokta ke tar bishom jalati ki kivabe tini ai jala vulte parben


উত্তর : উক্ত উদ্ধৃতির বক্তা হলেন মাহেশ্বরী পুরীর রাজা নীলধ্বজের মহিষী বীরাঙ্গনা জনা ।

তৃতীয় পাণ্ডব অর্জুনের বয়সের তুলনায় বীরঙ্গনা জনার পুত্র প্রবীর বালক । ক্ষত্রিয় বীরধর্মের প্রথাই হল অস্ত্রহীন কিংবা অসমবয়সি কারও বিরুদ্ধে অস্ত্রধারণ করেন না । কাজেই অসমবয়সি প্রবীরের বিরুদ্ধে অস্ত্রধারণ করে তাঁকে বধ করে অর্জুন অন্যায় করেছেন । ক্ষত্রিয় রমণী জনার কাছে পুত্রশােক বিষম জ্বালাময় । 

পুত্রশােকাতুর জনার মনের ইচ্ছা হল তাঁর স্বামী যুদ্ধে অর্জুনকে হত্যা করে তাঁর খণ্ডমুণ্ড শূলদণ্ডে ধারণ করে রাজালয়ে ফিরে আসুন । কারণ অর্জুন অন্যায় যুদ্ধে প্রবীরকে হত্যা করেছেন । ওই অন্যায় হত্যার যন্ত্রণা জননী জনা ভুলতে পারছেন না ।



কোন মন্তব্য নেই