Breaking News

তেলেনাপােতা যাওয়ার কারণ কী ? একে লেখক ‘ আবিষ্কার ’ বলেছেন কেন ?

একাদশ শ্রেণী বাংলা প্রশ্নোত্তর xi class 11 eleventh bengali questions answers তেলেনাপােতা যাওয়ার কারণ কী একে লেখক  আবিষ্কার বলেছেন কেন telenapotha jaoyar karon ki ake lekhok abishkar bolechen keno


উত্তর : তেলেনাপােতা যাওয়ার কারণ : লেখক প্রেমেন্দ্র মিত্র ‘ তেলেনাপােতা আবিস্কার ’ গল্পের শুরুতে তেলেনাপােতার সরলস্বভাবা যামিনীর আভাস দিয়েছেন । তেলেনাপােতা যেন এক আশ্চর্য সরােবর । সরলস্বভাবা যামিনী যেন এক মৎস্যকন্যা । তেলেনাপােতার শহুরে অভিযাত্রী যেন মৎস্য শিকারি । তার বড়শিতে হৃদয়বিদ্ধ করার জন্য মৎস্যকন্যারূপী যামিনী ব্যগ্র । তেলেনাপােতার মৎস্য শিকারিরূপী শহুরে অভিযাত্রী,  যার ভাগ্যে  পুঁটির মতাে অতি সাধারণ ও তুচ্ছ মাছ শিকার করা হয়ে ওঠেনি , সে হঠাৎ একদিন তেলেনাপােতা আবিষ্কার করতেও পারে । এই কারণে বন্ধুসহ শহুরে অভিযাত্রীটির তেলেনাপােতা যাওয়া ।

নামকরণের সার্থকতা : ‘ আবিষ্কৃত’ কথার দুটি ইংরেজি : প্রতিশব্দ হয়— ‘ Discovery ’ ও ‘ Invention ' । যা আছে অথচ আবিষ্কৃত হয়নি , তার আবিষ্কার হল Discovery । আর যা নেই , তার আবিষ্কার হল Invention । ‘ তেলেনাপােতা আবিস্কার ’ গল্পে তেলেনাপােতা গ্রাম সত্যই নেই — অথচ তার আবিষ্কার —এই অর্থে ব্যঞ্জনায় একটি অর্থ পায় । আবার তা না থাকলেও সমস্ত গ্রামই তেলেনাপােতার মতাে । এই অর্থে আর -একটি আবিষ্কারের অর্থ দ্যোতিত হয় । দুই অর্থের ব্যঞ্জনায় ‘তেলেনাপােতা আবিষ্কার’ বড়াে অর্থ পেয়ে যায় । কাজেই গল্পের নামকরণ ‘তেলেনাপােতা আবিষ্কার’ যথাযথ ও সার্থক ।

কোন মন্তব্য নেই