“কেন না ভবিষ্যৎকে মানলেই তার জন্যে যত ভাবনা , ভূতকে মানলে কোনাে ভাবনা নেই ।” কোন প্রসঙ্গে এই কথাটি বলা হয়েছে ? ভূতকে মানলে ভাবনা নেই কেন ? উদ্ধৃতিটির অন্তর্নিহিত তাৎপর্য ব্যাখ্যা করাে ।
উত্তর : বুড়াে কর্তা ভূত হয়ে দেশের লােকের ঘাড়ে চেপে রয়েছে , এ কথা জানতে পেরে দেশের লােক ভারি নিশ্চিত , সেই প্রসঙ্গে এই উক্তি করা হয়েছে । ভূত হল অতীত । অতীতকে মানার ক্ষেত্রে কোনাে দুশ্চিন্তা থাকে না । সেজন্য অতীত নিয়ে ভাবনা থাকে না । লােকাচার আর সংস্কার নিয়ে ধর্মতন্ত্র । প্রাচীন ধর্মতন্ত্রের ওপর অন্ধভাবে নির্ভর করা যায় । তাতে প্রশ্ন ওঠে না । তর্ক বিতর্কের অবকাশ থাকে না । কিন্তু ভবিষ্যৎ নিয়ে যত ভাবনা । কারণ ভবিষ্যৎ নিয়ে যত যুক্তি-তর্ক । যুক্তি-তর্ক নিয়ে যত ঝুট - ঝামেলা , যত অশান্তি । বিপরীতে অতীতকে মেনে নিলে নির্ভাবনায় নিশ্চিন্তে থেকে কথােপকথন করা যায় ।
কোন মন্তব্য নেই