Breaking News

“কেন না ভবিষ্যৎকে মানলেই তার জন্যে যত ভাবনা , ভূতকে মানলে কোনাে ভাবনা নেই ।” কোন প্রসঙ্গে এই কথাটি বলা হয়েছে ? ভূতকে মানলে ভাবনা নেই কেন ? উদ্ধৃতিটির অন্তর্নিহিত তাৎপর্য ব্যাখ্যা করাে ।

একাদশ শ্রেণী বাংলা প্রশ্নোত্তর xi class 11 eleventh bengali questions answers কেন না ভবিষ্যৎকে মানলেই তার জন্যে যত ভাবনা ভূতকে মানলে কোনাে ভাবনা নেই  কোন প্রসঙ্গে এই কথাটি বলা হয়েছে ভূতকে মানলে ভাবনা নেই কেন উদ্ধৃতিটির অন্তর্নিহিত তাৎপর্য ব্যাখ্যা করাে keno na bhobishotke manlei tar jonno joto vabna bhutke manle kono vabna nei kon prosonge ai kothati bola hoyeche bhutke manle vabna nei keno udhritir antonihito tatporjo bankha koro


উত্তর : বুড়াে কর্তা ভূত হয়ে দেশের লােকের ঘাড়ে চেপে রয়েছে , এ কথা জানতে পেরে দেশের লােক ভারি নিশ্চিত , সেই প্রসঙ্গে এই উক্তি করা হয়েছে । ভূত হল অতীত । অতীতকে মানার ক্ষেত্রে কোনাে দুশ্চিন্তা থাকে না । সেজন্য অতীত নিয়ে ভাবনা থাকে না । লােকাচার আর সংস্কার নিয়ে ধর্মতন্ত্র । প্রাচীন ধর্মতন্ত্রের ওপর অন্ধভাবে নির্ভর করা যায় । তাতে প্রশ্ন ওঠে না । তর্ক বিতর্কের অবকাশ থাকে না । কিন্তু ভবিষ্যৎ নিয়ে যত ভাবনা । কারণ ভবিষ্যৎ নিয়ে যত যুক্তি-তর্ক । যুক্তি-তর্ক নিয়ে যত ঝুট - ঝামেলা , যত অশান্তি । বিপরীতে অতীতকে মেনে নিলে নির্ভাবনায় নিশ্চিন্তে থেকে কথােপকথন করা যায় ।


কোন মন্তব্য নেই