Breaking News

তেলেনাপোতার অভিযাত্রীরা যে ঘরে রাত কাটায় তার বর্ণনাসহ কীভাবে রাত কাটাল লেখাে ।

একাদশ শ্রেণী বাংলা প্রশ্নোত্তর xi class 11 eleventh bengali questions answers তেলেনাপোতার অভিযাত্রীরা যে ঘরে রাত কাটায় তার বর্ণনাসহ কীভাবে রাত কাটাল লেখাে telenapotar abhijatrira je ghore rat katai tar bornonasoho kivabe rat katal lekho


উত্তর : অপেক্ষাকৃত বাসযােগ্য ঘরে আশ্রয় : তেলেনাপােতার ধ্বংসস্তুপের মধ্যে একটি ভাঙাচোরা অট্টালিকার অপেক্ষাকৃত বাসযােগ্য ঘরে তেলেনাপােতার তিন যাত্রীর থাকার ব্যবস্থা হল । তাদের জন্য একটি ভাঙা লণ্ঠন, এক কলশি জল গাড়ােয়ান রেখে গেল ।

আশ্রিত স্থানের পরিবেশ : ভাঙাচোরা বাড়িটি বেশ বড়ােসড়াে । তার ভাঙা ছাদ , ধসে -পড়া দেয়াল , মণিহীন চোখের কোটরের মতাে পাল্লাহীন জানালা । সবে আশ্রয় -পাওয়া অভিযাত্রীরা বুঝতে পারল বহুযুগ পরে তারাই মনুষ্যজাতির প্রতিনিধি হয়ে আশ্রিত । ঘরে ঝল , জঞ্জাল ও ধুলাে হয়তাে কেউ আগে পরিষ্কার করার ব্যর্থ চেষ্টা করেছে । একটা অস্পষ্ট ভ্যাপসা গন্ধ ঘরময় ছড়িয়ে আছে । সামান্য চলাফেরা করলেই ছাদ ও দেয়াল থেকে পলেস্তারা ঝরে পড়ে অভিশাপের মতাে । ঘরের আধিপত্য নিয়ে দু-তিনটে চামচিকা রাতভর অভিযাত্রীদের সঙ্গে বিবাদে রত । 

পানাসক্ত ও নিদ্রাগত বন্ধু, অন্ধ লণ্ঠন ও মশকের দল : অভিযাত্রী নায়কের দুই সঙ্গী বন্ধুর একজন পানরসিক , অপরজন নিদ্রাবিলাসী । নিদ্রাবিলাসী বন্ধুটি মেঝেতে শতরঞ্জি পাতার সঙ্গে সঙ্গে শরীরটা ফেলে নাসিকা গর্জন শুরু করে । আর পারসিক বন্ধুটি পানপাত্রে নিজেকে সঁপে দেয় । ভাঙা লণ্ঠনটি কালিমালিপ্ত হতে হতে অন্ধ হয়ে যায় । আর মশকের দল হয়তাে বেতার সংকেতে নবাগতদের আগমনের সুসংবাদ পেয়ে ঝাঁকে ঝাঁকে এসে পড়ে । ম্যালেরিয়া দেবীর অদ্বিতীয় বাহন অ্যানােফিলিসও এসে যায় ।

ছাদের অভিজ্ঞতা , বাকি রাত ঘুমিয়ে কাটানাে : নায়ক ইট বা টালি ভেঙে পড়ার আশঙ্কায় ভয় না পেয়ে ছাদে উঠে যায় । নায়কের চোখে হঠাৎ পড়ে জানালায় ক্ষীণ আলাের রেখা আড়াল করে কোনাে রহস্যময়ী ছায়ামূর্তি দাঁড়িয়ে । এসব বিস্ময় নিয়ে নায়ক সন্তর্পণে নীচে নেমে দুই বন্ধুর পাশে শুয়ে ঘুমিয়ে রাত কাটিয়ে দেয় ।


কোন মন্তব্য নেই