Breaking News

তেলেনাপােতা থেকে তিন অভিযাত্রীর বিদায় পর্ব ও তার পরবর্তী ঘটনা সংক্ষেপে বিবৃত করাে ।

একাদশ শ্রেণী বাংলা প্রশ্নোত্তর xi class 11 eleventh bengali questions answers তেলেনাপােতা থেকে তিন অভিযাত্রীর বিদায় পর্ব ও তার পরবর্তী ঘটনা সংক্ষেপে বিবৃত করাে telenapota theke tin obhijatrir biday porbo o tar poroborti ghotona songkhepe bibroto koro


উত্তর : বিদায় পর্ব : বিদায়ের আগের মুহূর্তে গােরুর গাড়ি দরজায় এসে দাঁড়ায় । তেলেনাপােতার তিন অভিযাত্রী একে একে গােরুর গাড়িতে চড়ে বসে । সেই সময়ে নায়কের দিকে করুণ চোখ তুলে যামিনী ছিপের কথা পাড়লে নায়ক বলে যে , এবার মাছ ধরতে না পারলেও পরের বারে মাছ আর ফাঁকি দিতে পারবে না । যামিনী মুখ ফিরিয়ে নেয় না । তার ঠোঁট থেকে নয় চোখের ভিতর থেকে মধুর একটি সকৃতজ্ঞ হাসি শরতের শুভ্র মেঘের মতাে নায়কের হৃদয়ের দিগন্ত স্নিগ্ধ করে ভেসে যায় ।

তেলেনাপােতা বিস্মৃতির অতলে তলিয়ে যাওয়ার কারণ : অতীতে একশাে কিংবা দেড়শাে বছর আগে ম্যালেরিয়ার প্রকোপ মড়ক হয়ে ঝাঁপিয়ে পড়েছিল তেলেনাপােতায় । মড়কের বন্যায় তেলেনাপােতা শ্মশানে পরিণত হয়েছিল । চলমান জীবন্ত জগৎ থেকে বিস্মৃতির অতলে হারিয়ে গিয়েছিল তেলেনাপােতা ।

তেলেনাপােতা আবিষ্কৃত হয়েও বিস্মৃতির অতলে নিমজ্জিত : কলকাতায় ফিরে এসে নায়ক ফের তেলেনাপােতা যাওয়ার ইচ্ছা পােষণ করলেও ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দীর্ঘদিন ঘরবন্দি হয়ে পড়ে । সময়ের ব্যবধান বিস্মৃতির কুয়াশায় তেলেনাপােতা যাওয়ার বাসনাকে ঢেকে ফেলে । তেলেনাপােতা ক্ষণিকের জন্য আবিষ্কৃত হয়েও ফের বিস্মৃতির অতলতায় চিরদিনের মতাে হারিয়ে যায় ।

 

কোন মন্তব্য নেই