Breaking News

‘ব্যাপারটা কী এবার আপনারা হয়তাে জানতে চাইবেন ।’ — মণির বলা ব্যাপারটি তােমার ভাষায় লেখো ।

একাদশ শ্রেণী বাংলা প্রশ্নোত্তর xi class 11 eleventh bengali questions answers ব্যাপারটা কী এবার আপনারা হয়তাে জানতে চাইবেন মণির বলা ব্যাপারটি তােমার ভাষায় লেখো baparta ki abar apnara hoyto jante chaiben monir bola baparti tomar bhasai lekho


উত্তর : মণিদার কথায় ব্যাপারটার বর্ণনা : যামিনীর জ্ঞাতি সম্পর্কের মণিদার কথাতে ব্যাপারটা পরিষ্কার হয়ে যায় । যামিনীর মা দৃষ্টিশক্তিহীন বৃদ্ধা । পক্ষাঘাতে হাত - পা অচল । বুড়ি এই আশায় প্রাণশক্তিটুকু ধরে রেখেছে যে, তাঁর দূর সম্পর্কের এক ভাইপাে , নাম নিরঞ্জন , তার সঙ্গে যামিনীর বিয়ের কথা হয়েছিল যামিনীর ছেলেবেলায় । তারপর বছর চারেক আগে নিরঞ্জন এসে কথা দিয়েছিল বিদেশ থেকে ফিরে এসে যামিনীকে সে বিয়ে করবে । নিরঞ্জনের প্রতিশ্রুতির নড়চড় হবে না ভেবে বুড়ি আশায় আশায় দিন গুনে চলেছে । মণি বলেছে , ‘আরে , সে বিদেশে গিয়েছিল কবে যে ফিরবে ! নেহাত বুড়ি নাছােড়বান্দা বলে তাকে এই ধাপ্পা দিয়ে গিয়েছিল । এমন খুঁটে-কুড়ুনির মেয়েকে উদ্ধার করতে তার দায় পড়েছে । সে কবে বিয়ে- থা করে দিব্যি সংসার করছে ।’ বুড়িকে এ সত্য কথাটা বলা যায় না । কথাটা বলবেই বা কে ? ‘বললে বিশ্বাসই করবেন না, আর বিশ্বাস যদি করেন তা হলে’ বুড়িঅক্কা পাবে । বুড়ির ধারণা , মণিদের সঙ্গে নিরঞ্জন এসেছে তার মেয়েকে উদ্ধার করতে । সেজন্য মণিদার ডাক । মণির কাছ থেকে এ কথাও জানা যায় যে , যামিনী নিরঞ্জনের সব কথা জানে । মাকে তা জানিয়ে মায়ের মৃত্যুর কারণ হতে চায় না ।

 

কোন মন্তব্য নেই