Breaking News

সতীনাথ ভাদুড়ীর লেখা গল্পের ‘ডাকাতের মা ’নামকরণের সার্থকতা আলােচনা করাে ।

একাদশ শ্রেণী বাংলা প্রশ্নোত্তর xi class 11 eleventh bengali questions answers সতীনাথ ভাদুড়ীর লেখা গল্পের ডাকাতের মা নামকরণের সার্থকতা আলােচনা করাে sotinath bhadurir lekha golper dakater ma namkoroner sarthokota alochona koro

উত্তর : গল্পের নামকরণ নানাভাবে হয় । গল্পের বিষয়বস্তুকে লক্ষ করে , গল্পের অন্তর্নিহিত অর্থ বা ভাববস্তুর দিকে তাকিয়ে , গল্পের কেন্দ্রীয় ঘটনার ওপর আলােকপাত করে , গল্পের প্রধান চরিত্রের নাম অনুযায়ী ইত্যাদি । কথাসাহিত্যিক সতীনাথ ভাদুড়ীর আলােচ্য ‘ডাকাতের মা’ গল্পের নামকরণ গল্পের প্রধান চরিত্র অনুযায়ী হয়েছে । এখন বিচার্য বিষয় হল নামকরণ যথাযথ ও সার্থক হয়েছে কিনা ।

সংক্ষিপ্ত কাহিনি : ডাকাতের বউ ও ডাকাতের মা বলে সৌখীর বুড়ি মা নিজেকে কখনও ছােটো ভাবেনি । বরং তার গর্ব স্বামী ও পুত্রের ডাকাত পরিচয় নিয়ে । জেলের মেয়াদ শেষ হওয়ার বছরখানেক আগে এক রাত্রিতে ছেলে বাড়ি ফিরবে বুড়ি ভাবতেই পারেনি । চরম অভাব - অনটনের মাঝে বুড়ির দিন কাটছে । বাড়ি ফিরে আসা ছেলেকে রাতে খই খেতে দেয় । সকালে কী খেতে দেবে তার উপায় ভাবতে গিয়ে মাতাদিন পেশকারের বাড়ি থেকে লােটা চুরি করে । চুরির ঘটনাকে ঘিরে দারােগার কাছে বুড়ি যখন ভয়ে ও লজ্জায় সেঁটিয়ে চুপ করে থাকে , সৌখী তখন ঘুম থেকে জেগে উঠে সব বুঝতে পেরে অপরাধ নিজের ঘাড়ে তুলে নেয় । দারােগা সৌখীকে ধরে নিয়ে যায় । বুড়ি মেঝেয় পড়ে ডুকরে ডুকরে কাঁদতে থাকে । 


নামকরণের সার্থকতা : কাজেই ডাকাতের মা বুড়ি হল গল্পের কেন্দ্রবিন্দু । প্রধান চরিত্র । তার ওপরে আলােকপাত করাই গল্পকারের লক্ষ্য । কাজেই নাম ‘ডাকাতের মা’ হওয়া যুক্তিযুক্ত, যথাযথ ও সংগত । 

কোন মন্তব্য নেই