Breaking News

‘দারােগা - পুলিশ দেখে বুড়ির বুক কেঁপে ওঠে ’ - বুড়ি কে ? দারােগা - পুলিশ দেখে তার বুক কেঁপে ওঠার কারণ কী — আলােচনা করাে ।

একাদশ শ্রেণী বাংলা প্রশ্নোত্তর xi class 11 eleventh bengali questions answers দারােগা পুলিশ দেখে বুড়ির বুক কেঁপে ওঠে  বুড়ি কে দারােগা পুলিশ দেখে তার বুক কেঁপে ওঠার কারণ কী আলােচনা করাে daroga pulish dekhe burir buk kepe othe buri ke daroga pulish dekhe tar buk kepe othar karon ki alochona koro


উত্তর : বুড়ি হল সৌখীর মা । 

বুড়ির বুক কেঁপে ওঠার কারণ : ডাকাত ছেলে সৌখী অনেক দিন পরে জেল থেকে বাড়ি ফিরেছে । সৌখী আলু -চচ্চড়ি খেতে কী ভালােই বাসে ! জেলে কতকালই হয়তাে আলু -চচ্চড়ি খেতে পায়নি ! আলু , চাল ,সরষের তেল সবই কিনতে হবে । অত পয়সা তার কাছে নেই । ভােরে উঠেই ছেলেকে কি পয়সার কথা বলা যায় ? বুড়ি মুড়ি বেচতে গিয়ে মাতাদিন পেশকারের বাড়িতে বারান্দায় লােটা দেখে এসেছিল । বুড়ি মাতাদিন পেশকারের বাড়ির লােটা চুরি করে । বাসন দোকানে সেই লােটা বেচে আলু , চাল ,তেল ইত্যাদি কিনে এনে বুড়ি রান্না করতে বসেছে । কড়ায় আলু -চচ্চড়ি তুলেছে , মাতাদিন পেশকার বাসন -দোকানদার ও দারােগা - পুলিশ নিয়ে বুড়ির বাড়িতে হাজির । দারােগা - পুলিশ দেখে বুড়ির বুক কেঁপে ওঠে । অথচ পুলিশ দেখে ভয় পাওয়ার মেয়েই সে নয়। ডাকাতের বউ আর ডাকাতের মা হিসেবে তার গর্ব । সে মনে করে এ তাদের হকের পেশা । এ তাদের মরদের কাজ । জেলে যাওয়া মন্দ অদৃষ্ট ছাড়া তার বেশি কিছু সে মনে করে না । কিন্তু ছিঁচকে চোরের কাজ যে বড়ােই নিন্দার । শেষকালে সে ছিঁচকে চোরের কাজ করেছে এ নিন্দা , এ দুঃখ, এ পরিতাপ রাখার জায়গা যে তার নেই । তাই তার বুক কেঁপে উঠেছে । 



কোন মন্তব্য নেই