‘দারােগা - পুলিশ দেখে বুড়ির বুক কেঁপে ওঠে ’ - বুড়ি কে ? দারােগা - পুলিশ দেখে তার বুক কেঁপে ওঠার কারণ কী — আলােচনা করাে ।
উত্তর : বুড়ি হল সৌখীর মা ।
বুড়ির বুক কেঁপে ওঠার কারণ : ডাকাত ছেলে সৌখী অনেক দিন পরে জেল থেকে বাড়ি ফিরেছে । সৌখী আলু -চচ্চড়ি খেতে কী ভালােই বাসে !
জেলে কতকালই হয়তাে আলু -চচ্চড়ি খেতে পায়নি ! আলু , চাল ,সরষের তেল সবই কিনতে হবে । অত পয়সা তার কাছে নেই । ভােরে উঠেই ছেলেকে কি পয়সার কথা বলা যায় ? বুড়ি মুড়ি বেচতে গিয়ে মাতাদিন পেশকারের বাড়িতে বারান্দায় লােটা দেখে এসেছিল । বুড়ি মাতাদিন পেশকারের বাড়ির লােটা চুরি করে । বাসন দোকানে সেই লােটা বেচে আলু , চাল ,তেল ইত্যাদি কিনে এনে বুড়ি রান্না করতে বসেছে । কড়ায় আলু -চচ্চড়ি তুলেছে , মাতাদিন পেশকার বাসন -দোকানদার ও দারােগা - পুলিশ নিয়ে বুড়ির বাড়িতে হাজির । দারােগা - পুলিশ দেখে বুড়ির বুক কেঁপে ওঠে । অথচ পুলিশ দেখে ভয় পাওয়ার মেয়েই সে নয়। ডাকাতের বউ আর ডাকাতের মা হিসেবে তার গর্ব । সে মনে করে এ তাদের হকের পেশা । এ তাদের মরদের কাজ । জেলে যাওয়া মন্দ অদৃষ্ট ছাড়া তার বেশি কিছু সে মনে করে না । কিন্তু ছিঁচকে চোরের কাজ যে বড়ােই নিন্দার । শেষকালে সে ছিঁচকে চোরের কাজ করেছে এ নিন্দা , এ দুঃখ, এ পরিতাপ রাখার জায়গা যে তার নেই । তাই তার বুক কেঁপে উঠেছে ।
কোন মন্তব্য নেই