Breaking News

‘তেলেনাপােতা আবিস্কার’ একটি সার্থক ছােটোগল্প - বিশ্লেষণ করে বুঝিয়ে দাও ।

একাদশ শ্রেণী বাংলা প্রশ্নোত্তর xi class 11 eleventh bengali questions answers তেলেনাপােতা আবিস্কার একটি সার্থক ছােটোগল্প বিশ্লেষণ করে বুঝিয়ে দাও telenapota abishkar akti sarthok chotogolpo bishleshon kore bujhiye dao


উত্তর : উপস্থাপনা : ‘তেলেনাপােতা আবিষ্কার ’ গল্পটি লিখেছেন বিখ্যাত গল্পকার প্রেমেন্দ্র মিত্র ।গল্পটি ছােটোগল্প কিনা তা বিচার্য বিষয় ।

ছােটো চেহারার :  ছােটোগল্পের প্রথম বৈশিষ্ট্য হল ছােটোগল্প হয় আকারে ছােটো । ‘ তেলেনাপােতা আবিষ্কার ’ গল্পটি চেহারার দিক থেকে ছােটোই । পাঠক একাসনে বসে অনায়াসে পড়ে শেষ করতে পারেন । 

সরল ও সাধারণ ঘটনা , কাহিনির একমুখীনতা : ছােটোগল্পে ঘটনার ঘনঘটা থাকে না । ‘তেলেনাপােতা আবিষ্কার’ গল্পের ঘটনা বাংলার গ্রামীণ সংসারের সাধারণ ঘটনা । এতে ঘটনার বাহুল্য নেই , জটিলতাও নেই । তা ছাড়া ছােটোগল্পে থাকে কাহিনির একমুখীনতা । ‘তেলেনাপােতা আবিষ্কার ’ গল্পের কাহিনি একই অভিমুখে এগিয়ে চলেছে । শহুরে নায়ক তার দু-বন্ধুকে নিয়ে তেলেনাপােতার অভিযাত্রী হয়ে তেলেনাপােতায় হাজির । সেখানে রাত কাটানাে , যামিনী ও তার মায়ের সঙ্গে পরিচয় , তাদের দারিদ্র্য , অবিবাহিতা যামিনীর বিয়ের সমস্যা , মায়ের আর্তি ও কান্না, পরিশেষে বিয়ের আশ্বাস দিয়ে ঘরে ফেরা —আগাগােড়া কাহিনির একমুখীনতা স্পষ্ট ।

চরম মুহুর্ত বা ক্লাইমেক্স :  ক্লাইমেক্স বা চরম মুহূর্তের মােচড় ছােটোগল্পের ভিতরকার সত্যকে পাঠকের কাছে স্পষ্ট করে তােলে । ‘ তেলেনাপােতা আবিষ্কার ' গল্পে যামিনী ও তার মা নিরঞ্জনের মিথ্যা আশ্বাসে প্রবঞ্চিত হয়েছে । নিরঞ্জনের ভূমিকায় হাজির গল্পের নায়কের ‘কথার নড়চড় হবে না’ এই আশ্বাসে যামিনীর মা পেয়েছেন স্বস্তি, আর আশ্বস্ত হয়েছে যামিনী । আসলে নায়কের মহত্ত্ব গল্পের মর্মর্সত্যটিকে উদঘাটিত করেছে । এখানেই গল্পের চরম মুহুর্তবা ক্লাইমেক্স । 

শেষ হয়েও শেষ না হওয়া : গল্পের আর - একটি উল্লেখযােগ্য বৈশিষ্ট্য হল —গল্প শেষ হয়েও শেষ হবে না । তার পরিচয় হল তেলেনাপােতা ক্ষণিকের জন্য আবিষ্কৃত হয়েও ফের চিরন্তন রাত্রির অতলতায় ডুবে গেছে । এখানেই গল্পের অপূর্ণতা ও পাঠকের মনের অতৃপ্তি । কাজেই ‘তেলেনাপােতা আবিষ্কার’ ছােটোগল্প হিসেবে সার্থক ।

কোন মন্তব্য নেই