Breaking News

যামিনী নামের মেয়েটিকে দেখার পর তার সম্পর্কে নায়কের ধারণার পরিচয় দাও ।

একাদশ শ্রেণী বাংলা প্রশ্নোত্তর xi class 11 eleventh bengali questions answers যামিনী নামের মেয়েটিকে দেখার পর তার সম্পর্কে নায়কের ধারণার পরিচয় দাও jamini namer meyetike dekhar por tar somporke nayaker dharonar porichoy dao


উত্তর : ধ্বংসপের এক শ্রীহীন ঘৱর দুপুরের খাওয়ার আয়ােজন : পুকুরঘাটে যে মেয়েটির শান্ত করুণ মুখে চকিত মুহূর্তে দীপ্ত হাসির আভাস দেখেছিল তেলেনাপােতা অভিযানের নায়ক , সেই হল যামিনী নামের মেয়েটি । পানরসিক বন্ধুর কাছে তার পরিচয় জানার জন্য নায়ক কৌতূহলী হয়ে ওঠে । তখন সে জানতে পারে যামিনী তার পানরসিক বন্ধুটির জ্ঞাতিস্থানীয়া । সেই সঙ্গে আরও জানতে পারে তাদের দুপুরের খাওয়ার ব্যবস্থা তাদের ওখানেই হয়েছে । গত রাতে যে ভগ্নস্তূপের মাঝে ক্ষণিকের জন্য যে ছায়ামূর্তি নায়কের বিস্ময়ের কারণ হয়েছিল দিনের আলােয় তার শ্রীহীন জীর্ণতা নায়ককে বড়াে বেশি পীড়িত করে তােলে । সেটাই যামিনীদের বাড়ি, আর সেখানকার একটি ঘরে তাদের খাওয়ার আয়ােজন । আয়ােজন সামান্যই । পরিবেশন যামিনীর নিজের হাতেই ।
 

তার মুখের আয়নায় তার স্বভাবের প্রতিফলন : মেয়েটির অনাবশ্যক লজ্জা বা আড়ষ্টতা নেই । তা নায়ক লক্ষ করে । কাছ থেকে তার মুখের করুণ গাম্ভীর্য আরও বেশি করে নায়কের নজরে আসে । সে আরও দেখে ওই পরিত্যক্ত বিস্মৃত জনহীন লােকালয়ের সমস্ত মৌন বেদনা যেন তার মুখে ছায়া ফেলেছে । 

চঞ্চল ও উদবিগ্ন হয়ে ওঠা মুখে বেদনার ছায়া ঘনীভূত হওয়া : পরিবেশনের ফাঁকেও নায়ক তাকে দু চার বার চঞ্চল ও উদবিগ্ন হতে দেখে । স্পষ্ট শুনতে পায় ওপরতলার ঘর থেকে কার ক্ষীণকণ্ঠ যেন তাকে ডাকতে থাকে । তখনই যামিনী ব্যাস্ত  হয়ে বাইরে চলে যায় । প্রতি বারে ফিরে আসার পরে তার মুখে বেদনার ছায়া আরও গভীর হয়ে ওঠে । সেই সঙ্গে দেখা যায় একটা অসহায় অস্থিরতা । এভাবেই যামিনী সম্পর্কে নায়কের মনে ধারণা গড়ে ওঠে । 
 

কোন মন্তব্য নেই