যামিনী নামের মেয়েটিকে দেখার পর তার সম্পর্কে নায়কের ধারণার পরিচয় দাও ।
উত্তর : ধ্বংসপের এক শ্রীহীন ঘৱর দুপুরের খাওয়ার আয়ােজন : পুকুরঘাটে যে মেয়েটির শান্ত করুণ মুখে চকিত মুহূর্তে দীপ্ত হাসির আভাস দেখেছিল তেলেনাপােতা অভিযানের নায়ক , সেই হল যামিনী নামের মেয়েটি । পানরসিক বন্ধুর কাছে তার পরিচয় জানার জন্য নায়ক কৌতূহলী হয়ে ওঠে । তখন সে জানতে পারে যামিনী তার পানরসিক বন্ধুটির জ্ঞাতিস্থানীয়া । সেই সঙ্গে আরও জানতে পারে তাদের দুপুরের খাওয়ার ব্যবস্থা তাদের ওখানেই হয়েছে । গত রাতে যে ভগ্নস্তূপের মাঝে ক্ষণিকের জন্য যে ছায়ামূর্তি নায়কের বিস্ময়ের কারণ হয়েছিল দিনের আলােয় তার শ্রীহীন জীর্ণতা নায়ককে বড়াে বেশি পীড়িত করে তােলে । সেটাই যামিনীদের বাড়ি, আর সেখানকার একটি ঘরে তাদের খাওয়ার আয়ােজন । আয়ােজন সামান্যই । পরিবেশন যামিনীর নিজের হাতেই ।
তার মুখের আয়নায় তার স্বভাবের প্রতিফলন : মেয়েটির অনাবশ্যক লজ্জা বা আড়ষ্টতা নেই । তা নায়ক লক্ষ করে । কাছ থেকে তার মুখের করুণ গাম্ভীর্য আরও বেশি করে নায়কের নজরে আসে । সে আরও দেখে ওই পরিত্যক্ত বিস্মৃত জনহীন লােকালয়ের সমস্ত মৌন বেদনা যেন তার মুখে ছায়া ফেলেছে ।
চঞ্চল ও উদবিগ্ন হয়ে ওঠা মুখে বেদনার ছায়া ঘনীভূত হওয়া : পরিবেশনের ফাঁকেও নায়ক তাকে দু চার বার চঞ্চল ও উদবিগ্ন হতে দেখে । স্পষ্ট শুনতে পায় ওপরতলার ঘর থেকে কার ক্ষীণকণ্ঠ যেন তাকে ডাকতে থাকে । তখনই যামিনী ব্যাস্ত হয়ে বাইরে চলে যায় । প্রতি বারে ফিরে আসার পরে তার মুখে বেদনার ছায়া আরও গভীর হয়ে ওঠে । সেই সঙ্গে দেখা যায় একটা অসহায় অস্থিরতা । এভাবেই যামিনী সম্পর্কে নায়কের মনে ধারণা গড়ে ওঠে ।
কোন মন্তব্য নেই