Breaking News

‘তার বিরূদ্ধে ষড়যন্ত্র গােপনে কাজ আরম্ভ । করল।’ কারা তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলেন ? কেন ষড়যন্ত্র করেছিলেন ?

একাদশ শ্রেণী বাংলা প্রশ্নোত্তর xi class 11 eleventh bengali questions answers তার বিরূদ্ধে ষড়যন্ত্র গােপনে কাজ আরম্ভ করল কারা তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলেন কেন ষড়যন্ত্র করেছিলেন tar biruddhe shorojontro gopone kaj aromvo korlo kara tar biruddhe shorojontro korechilen keno shorojontro korechilen


উত্তর : ফ্লোরেন্সের ডােমেনিকান সম্প্রদায়ের সনাতনপথী সন্ন্যাসী ও বিদ্যালয়ের নানা অধ্যাপক ও ছাত্র গালিলিওর বিরুদ্ধে গােপনে ষড়যন্ত্র করেছিলেন ।  

নিজের তৈরি যন্ত্র দূরবিন হল গালিলিওর বিশ্বসমীক্ষার প্রধান হাতিয়ার । আকাশের দিকে দূরবিন ফিরিয়ে গালিলিও অনেক নতুন দৃশ্য দেখলেন । ওসব দৃশ্য মানুষের কল্পনার অতীত ছিল । চাঁদের পাহাড় , ছায়াপথের মধ্যে লক্ষ লক্ষ তারার সমাবেশ , নতুন নতুন উপগ্রহের খবর । পৃথিবীকে প্রদক্ষিণ করছে একটিমাত্র চাঁদ । বৃহস্পতির চারটি উপগ্রহ । আর বললেন কোপারনিকাসের মতবাদ অভ্রান্ত। তা ছাড়া তাঁর আবিষ্কৃত সত্য সর্বসাধারণের মধ্যে প্রচারের জন্য তিনি বই লিখলেন । সনাতনপন্থীরা তা মেনে নিতে পারলেন না । তাঁদের ধারণা ও বিশ্বাস গালিলিওর আবিষ্কৃত সত্য অযৌক্তিক ও ধর্মমতের পরিপন্থী । গালিলিওর মত বাইবেলের অনেক লেখার সঙ্গে মেলে না । যা এতকাল ধার্মিকযাজক ও পণ্ডিতেরা শিক্ষা দিয়ে এসেছেন তার সম্পূর্ণ বিরােধী । গালিলিওর পৃথিবীর  আহ্নিক ও বার্ষিক গতির ধারণা প্রকৃত ধর্মবিশ্বাসের বিরােধী । এই কারণে গালিলিওর বিরুদ্ধে গােপন ষড়যন্ত্র ।

 

কোন মন্তব্য নেই