‘তার বিরূদ্ধে ষড়যন্ত্র গােপনে কাজ আরম্ভ । করল।’ কারা তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলেন ? কেন ষড়যন্ত্র করেছিলেন ?
উত্তর : ফ্লোরেন্সের ডােমেনিকান সম্প্রদায়ের সনাতনপথী সন্ন্যাসী ও বিদ্যালয়ের নানা অধ্যাপক ও ছাত্র গালিলিওর বিরুদ্ধে গােপনে ষড়যন্ত্র করেছিলেন ।
নিজের তৈরি যন্ত্র দূরবিন হল গালিলিওর বিশ্বসমীক্ষার প্রধান হাতিয়ার । আকাশের দিকে দূরবিন ফিরিয়ে গালিলিও অনেক নতুন দৃশ্য দেখলেন । ওসব দৃশ্য মানুষের কল্পনার অতীত ছিল । চাঁদের পাহাড় , ছায়াপথের মধ্যে লক্ষ লক্ষ তারার সমাবেশ , নতুন নতুন উপগ্রহের খবর । পৃথিবীকে প্রদক্ষিণ করছে একটিমাত্র চাঁদ । বৃহস্পতির চারটি উপগ্রহ । আর বললেন কোপারনিকাসের মতবাদ অভ্রান্ত। তা ছাড়া তাঁর আবিষ্কৃত সত্য সর্বসাধারণের মধ্যে প্রচারের জন্য তিনি বই লিখলেন । সনাতনপন্থীরা তা মেনে নিতে পারলেন না । তাঁদের ধারণা ও বিশ্বাস গালিলিওর আবিষ্কৃত সত্য অযৌক্তিক ও ধর্মমতের পরিপন্থী । গালিলিওর মত বাইবেলের অনেক লেখার সঙ্গে মেলে না । যা এতকাল ধার্মিকযাজক ও পণ্ডিতেরা শিক্ষা দিয়ে এসেছেন তার সম্পূর্ণ বিরােধী । গালিলিওর পৃথিবীর আহ্নিক ও বার্ষিক গতির ধারণা প্রকৃত ধর্মবিশ্বাসের বিরােধী । এই কারণে গালিলিওর বিরুদ্ধে গােপন ষড়যন্ত্র ।
কোন মন্তব্য নেই