Breaking News

‘১৬০৯ সালে ঘটল এক নতুন ব্যাপার’ কী নতুন ব্যাপার ঘটল লেখাে এবং ওই প্রসঙ্গে ওই নতুন ব্যাপার কীভাবে গালিলিওর বিশ্বসমীক্ষার সহায়ক যন্ত্র হয়ে উঠল আলােচনা করাে ।

একাদশ শ্রেণী বাংলা প্রশ্নোত্তর xi class 11 eleventh bengali questions answers ১৬০৯ সালে ঘটল এক নতুন ব্যাপার কী নতুন ব্যাপার ঘটল লেখাে এবং ওই প্রসঙ্গে ওই নতুন ব্যাপার কীভাবে গালিলিওর বিশ্বসমীক্ষার সহায়ক যন্ত্র হয়ে উঠল আলােচনা করাে ১৬০৯ sale ghotlo ak notun bappar ki notun bappar ghotlo lekho abong oi prosonge oi notun bappar kivabe galileor biswasomikhar sohayok jontro hoye uthlo alochona koro

১৬০৯ খ্রিস্টাব্দ । হল্যান্ডে একটি লােক একটি নলের দু-পাশে কাচের লেন্স রেখে দেখেন দূরের জিনিস কাছে এসেছে এবং বড় দেখায় । গালিলিওর কাছে খবর পৌছানাের পরে আলাের রেখাপথের পর্যালােচনার মাধ্যমে দূরবিন তৈরি করে ফেললেন । এই হল সংঘটিত নতুন ব্যাপার । তখন সমুদ্রপথে ভেনিসের নৌবাহিনী ঘুরে বেড়ায় আর নানা পণ্য সংগ্রহ করে আনে । ভেনিস শহর তখন সম্পদে সমৃদ্ধ যেন রূপকথার স্বপ্নপুরী । মাঝে মাঝে নৌবহর শত্রুপক্ষের আক্রমণের কবলে পড়ত । দূরবিনের সাহায্যে দূর থেকে তাদের অবস্থান বুঝতে পারা ও সহজে মােকাবিলা করা যেতে পারে ভেবে প্রত্যেক জাহাজে দূরবিন বসানাের পরিকল্পনা নেওয়া হয় । দূরবিন সরবরাহের অর্ডার পান গালিলিও । তাঁর বাড়ি যেন ফ্যাক্টরিতে পরিণত হয় । ক্রমে উন্নতমানের দূরবিন তৈরি হতে লাগল । গালিলিও হাতের কাছে পেলেন বিশ্বসমীক্ষার যন্ত্র । মহাকাশের নতুন নতুন রহস্য তাঁর চোখে ধরা পড়ল । ছায়াপথ , তারামণ্ডল , নতুন নতুন উপগ্রহ দেখতে পেলেন । পৃথিবীকে প্রদক্ষিণ করে একটিমাত্র উপগ্রহ চন্দ্র । বৃহস্পতির চারটি উপগ্রহকে ঘুরতে দেখলেন । ওই যন্ত্রের সাহায্যে পৃথিবীসহ অন্যান্য গ্রহ যে সূর্য প্রদক্ষিণ করছে তার প্রমাণ পেলেন । পৃথিবীর আহ্নিকগতি ও বার্ষিক গতির প্রমাণও মিলল । 



কোন মন্তব্য নেই