‘১৬০৯ সালে ঘটল এক নতুন ব্যাপার’ কী নতুন ব্যাপার ঘটল লেখাে এবং ওই প্রসঙ্গে ওই নতুন ব্যাপার কীভাবে গালিলিওর বিশ্বসমীক্ষার সহায়ক যন্ত্র হয়ে উঠল আলােচনা করাে ।
১৬০৯ খ্রিস্টাব্দ । হল্যান্ডে একটি লােক একটি নলের দু-পাশে কাচের লেন্স রেখে দেখেন দূরের জিনিস কাছে এসেছে এবং বড় দেখায় । গালিলিওর কাছে খবর পৌছানাের পরে আলাের রেখাপথের পর্যালােচনার মাধ্যমে দূরবিন তৈরি করে ফেললেন ।
এই হল সংঘটিত নতুন ব্যাপার । তখন সমুদ্রপথে ভেনিসের নৌবাহিনী ঘুরে বেড়ায় আর নানা পণ্য সংগ্রহ করে আনে । ভেনিস শহর তখন সম্পদে সমৃদ্ধ যেন রূপকথার স্বপ্নপুরী । মাঝে মাঝে নৌবহর শত্রুপক্ষের আক্রমণের কবলে পড়ত । দূরবিনের সাহায্যে দূর থেকে তাদের অবস্থান বুঝতে পারা ও সহজে মােকাবিলা করা যেতে পারে ভেবে প্রত্যেক জাহাজে দূরবিন বসানাের পরিকল্পনা নেওয়া হয় । দূরবিন সরবরাহের অর্ডার পান গালিলিও । তাঁর বাড়ি যেন ফ্যাক্টরিতে পরিণত হয় । ক্রমে উন্নতমানের দূরবিন তৈরি হতে লাগল । গালিলিও হাতের কাছে পেলেন বিশ্বসমীক্ষার যন্ত্র । মহাকাশের নতুন নতুন রহস্য তাঁর চোখে ধরা পড়ল । ছায়াপথ , তারামণ্ডল , নতুন নতুন উপগ্রহ দেখতে পেলেন । পৃথিবীকে প্রদক্ষিণ করে একটিমাত্র উপগ্রহ চন্দ্র । বৃহস্পতির চারটি উপগ্রহকে ঘুরতে দেখলেন । ওই যন্ত্রের সাহায্যে পৃথিবীসহ অন্যান্য গ্রহ যে সূর্য প্রদক্ষিণ করছে তার প্রমাণ পেলেন । পৃথিবীর আহ্নিকগতি ও বার্ষিক গতির প্রমাণও মিলল ।
কোন মন্তব্য নেই