Breaking News

সুয়েজ বন্দরে জাহাজের অবস্থানের কারণ এবং ওই সম্পর্কে স্বামী বিবেকানন্দের অভিজ্ঞতার বর্ণনা দাও ।

একাদশ শ্রেণী বাংলা প্রশ্নোত্তর xi class 11 eleventh bengali questions answers সুয়েজ বন্দরে জাহাজের অবস্থানের কারণ এবং ওই সম্পর্কে স্বামী বিবেকানন্দের অভিজ্ঞতার বর্ণনা দাও suyej bondore jahajer obosthaner karon abong oi somporke swami vivekanander abhigottar bornona dao


উত্তর :  ১৪ জুলাই । রেড - সি পার হয়ে জাহাজ হাজির হয় সুয়েজে । সুয়েজ বন্দরে নামাবার মাল আছে জাহাজে । কাজেই জাহাজ অবস্থান করে সুয়েজ বন্দরে । সে -সময় সংক্রামক ও ছোঁয়াচে ব্যাধি প্লেগের প্রাদুর্ভাব চলছে মিশরে । ভারতেও প্লেগের উপদ্রব চলছে । সেজন্য দু-পক্ষ থেকেই প্লেগের ছোঁয়াছুঁয়ির ভয় আছে । অবশ্য ভারত থেকে জাহাজে সুয়েজে আসতে দশ দিন আগেই কেটেছে । প্লেগের বিষ শরীরে ঢুকলে দশ দিনের মধ্যে তার প্রকাশ ঘটে । সেদিক থেকে জাহাজে ভারতীয় যাত্রীদের ফাঁড়া কেটে গেছে । কারণ কোনাে ভারতীয় যাত্রীর শরীরে প্লেগের লক্ষণ ফুটে ওঠেনি । মিশরীয় কুলিদের নিয়ে আশঙ্কা । তাদের জাহাজ ছুঁতে দেওয়া হচ্ছে না । কাজেই জাহাজ - খালাসিদের কাজ গেছে বেড়ে । তারা কুলি হয়ে ক্রেনে করে নৌকোয় মাল নামাচ্ছে আলটপকা । কোম্পানির এজেন্ট ছােটো লঞ্চে চড়ে এসে জাহাজের নৌকোয় কাপ্তেনের সঙ্গে কথা বলছে । সুয়েজ হল ইউরােপের প্রবেশদ্বার । সেখানে ইঁদুরবাহিত প্লেগের উপস্থিতি না ঘটে সেজন্য এত সতর্কতা । মিশরীয়দের সঙ্গে ছোঁয়াছুঁয়ি হলেই জাহাজ সুয়েজ বন্দরে দশ দিন আটকে যাবে রােগের পরীক্ষার জন্যে । তাহলে নেপসে লােক নামানাে হবে না । মার্সাইতেও লােক নামানাে অসম্ভব হবে । সেজন্য মাল নামাবার কাজ চলছে ছোঁয়াছুঁয়ি এড়িয়ে আলগােছে । কাজের গতিও ঢিলেঢালা , ধীর লয়ে । মাল নামাতে সারাদিন লাগবে । রাতেরবেলা জাহাজ যে সুয়েজ পার হয়ে যাবে তারও উপায় নেই । কারণ জাহাজে বিজলি আলাে লাগাবার জন্য মিশরীয়দের দরকার । প্লেগের ভয়ে তাদের দিয়ে লাগানাে যাচ্ছে না । কাজেই চব্বিশ ঘণ্টা পড়ে থাকো সুয়েজ বন্দরে ।

কোন মন্তব্য নেই