বুধবার, ২৩ মার্চ, ২০২২

শ্রীভগবানের কল্কি অবতাররূপে আবির্ভাবের কাহিনি বর্ণনা করাে

একাদশ শ্রেণী সংস্কৃত প্রশ্নোত্তর সাজেশন class 11 Sanskrit question answer class xi class eleventh শ্রীভগবানের কল্কি অবতাররূপে আবির্ভাবের কাহিনি বর্ণনা করাে shreebhagbaner kolki abotarrupe abirvaber kahini bornona koro


উত্তর : কবি জয়দেব তাঁর ‘ গীতগােবিন্দম ’ কাব্যারম্ভে যে-দশজন অবতারের প্রশস্তি করেছেন , তন্মধ্যে কল্কিই হলেন দশম অবতার । কিন্তু পুরাণমতে কল্কিদেবের আবির্ভাব এখনও ঘটেনি । ঋষিরা মানসচক্ষে তাঁর ভাবী আবির্ভাবের কথা জানতে পেরে পুরাণে তা বিবৃত করেছেন । তাঁরা অন্তদৃষ্টির দ্বারা যা দেখেছেন , তা হল 

[       ]  কলিকালে আয়ু , বীরত্ব, বল ও তেজ ক্রমেই হ্রাসপ্রাপ্ত হবে । মানুষ কপটাচারী হবে । সত্য পৃথিবী থেকে তিরােহিত হবে । সত্যের হানিতে আয়ুর অল্পতা , আয়ুর অল্পতাবশত বিদ্যার্জনে অক্ষমতা , বিদ্যার অল্পতাহেতু অজ্ঞান , অজ্ঞান থেকে লােভ , লােভ থেকে ক্রোধ, ক্রোধ থেকে মােহ জন্মাবে । মানুষ লােভ , ক্রোধ, মােহ ও কামের বশবর্তী হয়ে পরস্পর পরস্পরের প্রতি জিঘাংসু হয়ে উঠবে । সমস্ত জগৎ হয়ে উঠবে ম্লেচ্ছ । যাগযজ্ঞাদি ক্রিয়া বন্ধ হয়ে যাবে । মানুষ নিরানন্দ ও নিরুৎসাহ হয়ে উঠবে । জাতিবৈষম্য একেবারে দূরীভূত হবে এবং সকল মানুষ একজাতি হয়ে যাবে । সর্ব বিষয়ে নৈরাজ্য দেখা যাবে । 


[       ]  সমগ্র পৃথিবীতে যখন এরূপ বিপর্যয় দেখা যাবে তখন শম্ভল গ্রামে বিষ্ণুযশ নামে এক ব্রাত্মণ জন্মগ্রহণ করবেন । সেই বংশেই কল্কিদেবের আবির্ভাব হবে । তিনি ভার্গবের সকল শাস্ত্র শিক্ষা করে তপস্যার দ্বারা মহাদেবের নিকট সর্বগ অশ্ব ও সর্বজ্ঞ শুক লাভ করবেন । অতঃপর সেই দেবদত্ত অশ্বে আরােহণ করে এবং দেবদত্ত অসি ধারণ করে ম্লেচ্ছদিগকে সমূলে নির্মূল করবেন । তিনি অশ্বমেধ যজ্ঞের অনুষ্ঠান করে দক্ষিণস্বরূপ ব্রাত্মণদিগকে সমগ্র পৃথিবী দান করবেন । তারপর

মহাপ্রলয়ে পৃথিবী লয়প্রাপ্ত হলে কল্কিদেবও অন্তর্হিত হবেন । পরিশেষে পুনরায় সত্যযুগের আবির্ভাব হবে । 


 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন