Breaking News

‘ সেই তেজ বেরিয়ে গেলে মানুষ ঠান্ডা হয়ে যায় ।’ — কী প্রসঙ্গে এই উক্তি ? উক্তিটির তাৎপর্য বুঝিয়ে দাও ।

একাদশ শ্রেণী বাংলা প্রশ্নোত্তর xi class 11 eleventh bengali questions answers সেই তেজ বেরিয়ে গেলে মানুষ ঠান্ডা হয়ে  যায়  কী প্রসঙ্গে এই উক্তি উক্তিটির তাৎপর্য বুঝিয়ে দাও sei tej beriye gele manush thanda hoye jai ki prosonge ai ukti uktitir tatporjo bujhiye dao


উত্তর : প্রসঙ্গ : ভূতুড়ে জেলখানার দারােগা হল ভূতের নায়েব । এই জেলখানার বিচিত্র দেয়াল । তা চোখে দেখা যায় না । সেজন্য দেয়াল ফুটো করে বেরিয়ে আসার উপায় নেই । জেলখানার ঘানি সবসময় ঘােরাতে হয় । তাতে এক ছটাক তেল বেরােয় না , যা হাটে বিকোতে পারে । ঘানিতে পেষাই করার ফলে জেলখানার কয়েদির তেজ বেরােয় ।এই আলােচনা প্রসঙ্গে উপরােক্ত উক্তির উপস্থাপনা ।

ভূতশাসনতন্ত্রের বৈশিষ্ট্য : ভূতুড়ে জেলখানায় বন্দি স্বাধীনতাকামী কয়েদিকে ঘানি চালাতে হয় নিরন্তর । ফলে তাদের বিপুল পরিমাণ শক্তিক্ষয় হয় । ঘানি থেকে তেল বেরােয় না । বেরিয়ে যায় স্বাধীনতাকামী বন্দি মানুষের তেজ । তেজ বা শক্তিই হল মানুষের কর্মক্ষমতা, উৎসাহ - উদ্দীপনার উৎস । তেজহীন মানুষ জড়বৎ । তার দ্বারা অন্ন -বস্ত্র অর্জিত হয় না । তেজহীন মানুষ তাপহীন বস্তুর মতাে ঠান্ডা হয়ে যায় । প্রতিবাদ করার , আন্দোলন করার শক্তি হারায় । স্বাধীনতা অর্জনের জন্য যে কঠিন সংগ্রাম সেই  মনােবল হারায় । নিশ্চেষ্ট ও নিস্তেজ হয়ে বেঁচেও মরে থাকে । প্রকৃতপক্ষে ভারতের বিদেশি শাসকের সেটাই ছিল কাম্য ।


 

কোন মন্তব্য নেই