Breaking News

‘ওঝাকেই আগেভাগে ভূতে পেয়ে বসেছে’ —ওঝা কে ? তার স্বরূপ পরিস্ফুট করাে ।

একাদশ শ্রেণী বাংলা প্রশ্নোত্তর xi class 11 eleventh bengali questions answers ওঝাকেই আগেভাগে ভূতে পেয়ে বসেছে ওঝা কে তার স্বরূপ পরিস্ফুট করাে ojhakei agebhage bhute peye boseche ojha ke tar swarup porisphut koro


উত্তর : ‘ওঝা ' শব্দ এসেছে সংস্কৃত ‘উপাধ্যায়’ শব্দ থেকে । ওঝা চিকিৎসক হলেও সাধারণ চিকিৎসক নন । মূলত সাপেকাটা রােগী ,ভূতে পাওয়া রােগীর চিকিৎসা করেন ।
ওঝার স্বরূপ বিশ্লেষণ : রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘ কর্তার ভূত ' একটি রূপক রচনা । ওঝারা যখন উপাধ্যায় ছিলেন , তখন ছিলেন তত্ত্বজ্ঞানী, যুক্তিবাদী দার্শনিক । জ্ঞানীগুণী মানুষ । ওঝারা ঝাড় - ফুঁক, তুক -তাকে বিশ্বাসী, অনেকটাই কুসংস্কারাচ্ছন্ন । তাদের দাওয়াই জড়ি- বুটি,গাছগাছড়া । লেখক বলেছেন ভূতগ্রস্ত দেশে ওঝারা নিজেরাই ভূতগ্রস্ত । তারা ভূতে পাওয়া মানুষের কী চিকিৎসা করবে । ভূতে পাওয়া মানুষকে ভূতমুক্তির কী পথ দেখাবে ? পরাধীনতার ফলে দেশের মানুষ পরনির্ভর ও  পরমুখাপেক্ষী হয়ে যে নিশ্চেষ্ট ও নিশ্চেতন অবস্থায় নিষ্কর্মা হয়ে জড়জীবন যাপন করছে , সেই ভূতগ্রস্ত দুরবস্থা থেকে কীভাবে রক্ষা করবে ? 


 

কোন মন্তব্য নেই