‘ তারা ভয়ংকর সজাগ আছে ।’- কাদের ‘ভয়ংকর সজাগ’ থাকার কথা বলা হয়েছে ? তারা এমন ‘ ভয়ংকর সজাগ ’ কেন ?
উত্তর : পৃথিবীর অন্য দেশগুলির ‘ভয়ংকর সজাগ’ থাকার কথা বলা হয়েছে ।
পৃথিবীর অন্য দেশগুলি ভূতগ্রস্ত নয় । কাজেই সেখানে জেলের কর্তা ভূতের নায়েব নয় । সেখানে ঘানি ঘােরে । তা থেকে তেল বেরােয় । সে -তেল বুকের রক্ত পিষে বেরােয় না । ভূতের খপরে ঢেলে দেওয়ার জন্য নিংড়ানাে হয় না । ঘানি চালিয়ে তৈলবীজ থেকে তৈরি তেল দেশের ভবিষ্যতের রথের চাকা ঘােরানাের জন্য , সচল রাখবার জন্য ব্যবহার করা হয় । সেখানকার মানুষ এদেশের ভূতগ্রস্ত মানুষের মতাে নিষ্কর্মা, চেতনাহীন ও সজাগহীন নিশ্চেষ্ট নয় । তারা খুবই সচেতন , খুবই সজাগ । তারা সচেতন ও সজাগ বলেই পরাধীন ভূতগ্রস্ততা তাদের গ্রাস করতে পারেনি । তাদের অন্ন হােক , বস্ত্রহােক , স্বাস্থ্য হােক ঘাটতি নেই । শাসকের দয়া ও করুণার ওপর তা নির্ভর করে না । সেখানে ভূতের বাড়াবাড়ি তথা শাসকের আধিপত্য বাড়লেও মানুষ অস্থির হয়ে ওঠে । ভূত ছাড়ানাের ওঝার খোঁজাখুজি শুরু করে — এমনই সজাগ ও সচেতন । কিন্তু অমন ঘটনা সেখানে ঘটে না । যেহেতু তারা ভয়ংকর সজাগ ।
কোন মন্তব্য নেই