Breaking News

‘ তারা ভয়ংকর সজাগ আছে ।’- কাদের ‘ভয়ংকর সজাগ’ থাকার কথা বলা হয়েছে ? তারা এমন ‘ ভয়ংকর সজাগ ’ কেন ?

একাদশ শ্রেণী বাংলা প্রশ্নোত্তর xi class 11 eleventh bengali questions answers তারা ভয়ংকর সজাগ আছে কাদের ভয়ংকর সজাগ থাকার কথা বলা হয়েছে তারা এমন  ভয়ংকর সজাগ কেন tara bhoyongkor sojag ache kader bhoyongkor sojag thakar kotha bola hoyeche tara amon bhoyongkor sojag


উত্তর : পৃথিবীর অন্য দেশগুলির ‘ভয়ংকর সজাগ’ থাকার কথা বলা হয়েছে ।
পৃথিবীর অন্য দেশগুলি ভূতগ্রস্ত নয় । কাজেই সেখানে জেলের কর্তা ভূতের নায়েব নয় । সেখানে ঘানি ঘােরে । তা থেকে তেল বেরােয় । সে -তেল বুকের রক্ত পিষে বেরােয় না । ভূতের খপরে ঢেলে দেওয়ার জন্য নিংড়ানাে হয় না । ঘানি চালিয়ে তৈলবীজ থেকে তৈরি তেল দেশের ভবিষ্যতের রথের চাকা ঘােরানাের জন্য , সচল রাখবার জন্য ব্যবহার করা হয় । সেখানকার মানুষ এদেশের ভূতগ্রস্ত মানুষের মতাে নিষ্কর্মা, চেতনাহীন ও সজাগহীন নিশ্চেষ্ট  নয় । তারা খুবই সচেতন , খুবই সজাগ । তারা সচেতন ও সজাগ বলেই পরাধীন ভূতগ্রস্ততা তাদের গ্রাস করতে পারেনি ।  তাদের অন্ন হােক , বস্ত্রহােক , স্বাস্থ্য হােক ঘাটতি নেই । শাসকের দয়া ও করুণার ওপর তা নির্ভর করে না । সেখানে ভূতের বাড়াবাড়ি তথা শাসকের আধিপত্য বাড়লেও মানুষ অস্থির হয়ে ওঠে । ভূত ছাড়ানাের ওঝার খোঁজাখুজি শুরু করে — এমনই সজাগ ও সচেতন । কিন্তু অমন ঘটনা সেখানে ঘটে না । যেহেতু তারা ভয়ংকর সজাগ ।


 

কোন মন্তব্য নেই