Breaking News

‘আমি গেলে এদের ঠাণ্ডা রাখবে কে ?’ —এরকম ভাবনার অন্তর্নিহিত অর্থ আলােচনা প্রসঙ্গে ‘মানুষের মৃত্যু আছে , ভূতের তাে মৃত্যু নেই ।'— এ কথার তাৎপর্য বিশ্লেষণ করাে ।

একাদশ শ্রেণী বাংলা প্রশ্নোত্তর xi class 11 eleventh bengali questions answers আমি গেলে এদের ঠাণ্ডা রাখবে কে এরকম ভাবনার অন্তর্নিহিত অর্থ আলােচনা প্রসঙ্গে মানুষের মৃত্যু আছে ভূতের তাে মৃত্যু নেই এ  কথার তাৎপর্য বিশ্লেষণ করাে ami gele ader thanda rakhbe ke arokom vabnar onyonihito ortho alochona prosonge manusher mritto ache bhuter to mritto nei a kothar tatporjo bishleshon koro


উত্তর : অন্তর্নিহিত অর্থে : বুড়াের মরার সময় হয়েছে । দেশের সবাই বুড়ােকে জানাল যে, সে মারা গেলে তাদের কী দশা হবে । প্রসঙ্গত জানা দরকার , ‘কর্তার ভূত ' একটি রূপক রচনা । বুড়াে বলতে সাম্রাজ্যবাদী শাসক শক্তি । দীর্ঘকাল সাম্রাজ্যবাদী শাসনের মধ্যে থাকার ফলে এদেশবাসী হয়েছে নিশ্চেষ্ট ও পরনির্ভরশীল । শাসকের প্রভুত্বের প্রতি তাদের সীমাহীন আনুগত্য । কাজেই তাদের ভাবনা হল ঔপনিবেশিক শাসনের অবসান হলে দেশের তথা দেশবাসীর কী দশা হবে । বুড়াে ভাবল সত্যিই তাে । এদের দুর্গতির শেষ থাকবে না । দেশের শাসক শক্তির বিরুদ্ধে আন্দোলন , বিক্ষোভ ও বিদ্রোহকে কে ঠান্ডা করবে । ‘ঠান্ডা' অর্থে ল অ্যান্ড অর্ডারের মাধ্যমে শান্তি রক্ষা । কাজেই বুড়াে মরেও ভূত হয়ে দেশবাসীর ঘাড়ে চেপে রইল । 


তাৎপর্য ব্যাখ্যা : আর ভূতের মৃত্যু সম্পর্কে লেখক বললেন যে , মানুষ জন্ম ও মৃত্যুর অধীন । জন্ম হলে মৃত্যু অবধারিত । একটির সঙ্গে আর - একটির যেন গাঁটছড়া বাঁধা । জন্মতে জীবনের সূচনা , মৃত্যুতে সমাপ্তি । কিন্তু ভূতের ক্ষেত্রে তা প্রযােজ্য নয় । ভূতের মৃত্যু নেই । ‘ ভূত’- এর দুটি অর্থ হয় । এক ‘ ভূত ’ অর্থে মৃত আত্মা ’ । দুই ‘ভূত’ অর্থে ‘অতীত’ । যে অর্থই ধরা হােক না কেন , ভূতের মৃত্যু নেই ।
 



 


কোন মন্তব্য নেই