Breaking News

‘ নইলে ছন্দ মেলে না, ইতিহাসের খোঁড়া হয়েই থাকে ।’ কার লেখা , কোন রচনা থেকে উদ্ধৃত ? প্রসঙ্গ নির্দেশ করাে । উদ্ধৃতাংশের তাৎপর্য বুঝিয়ে দাও ।

একাদশ শ্রেণী বাংলা প্রশ্নোত্তর xi class 11 eleventh bengali questions answers  নইলে ছন্দ মেলে না ইতিহাসের খোঁড়া হয়েই থাকে কার লেখা কোন রচনা থেকে উদ্ধৃত প্রসঙ্গ নির্দেশ করাে উদ্ধৃতাংশের তাৎপর্য বুঝিয়ে দাও noile chondho mele na itihaser khora hoyei thake kar lekha kon rochona theke udhritto prosongo nirdesh koro udhangsher tatporjo bujhiye dao


উত্তর : উৎস : আলােচ্য উদ্ধৃতিটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা  ‘ লিপিকা ' গ্রন্থের রূপক রচনা ‘ কর্তার ভূত ’ থেকে নেওয়া হয়েছে ।

প্রসঙ্গ : ব্রিটিশ সরকারের ল অ্যান্ড অর্ডারের কড়াকড়িতে সবরকম প্রতিবাদী আন্দোলনের উত্তাপ জুড়িয়ে ঠান্ডা । কাজেই ভূতের রাজ্য জুড়ে ‘ খােকা ঘুমােল , পাড়া জুড়ােল ’- র মতাে ঠান্ডার পরিবেশ । অর্থাৎ , দেশবাসীর মধ্যে নিশ্চেতনা ও নিশ্চেষ্টতার আবহ । এখানে ‘খােকা’ হল রূপকার্থে তখনকার পরাধীন ভারতবাসী । আর ‘পাড়া' হল রূপকার্থে দেশ । দেশবাসী , অভিভাবক সবাই ঘুমের শান্তিতে থাকলে দেশে শান্তি বা নিশ্চেতনা ও নিশ্চেষ্টতার আবহ তাে থাকবেই । 
 

তাৎপর্য বিশ্লেষণ : ‘ খােকা ঘুমােললা , পাড়া জুড়ালাে ’ একটি ঘুমপাড়ানাে বহুল প্রচলিত ছড়া । এটি ছড়ার প্রথম পদ বা চরণ । পরের পদটি হল ‘ বর্গি এল দেশে ’ । ছড়ার বিষয়গত দিক থেকে হােক , কিংবা পদ পূরণের জন্যে হােক , ‘বর্গি এল দেশে ’ পদটি একান্ত অপরিহার্য । ইতিহাসের ঘটনার সঙ্গে যােগ থাকায় এই পদটির উল্লেখ অবশ্যই প্রয়ােজন । বর্গিরা ছিল মারাঠি অশ্বারােহী লুঠেরা বাহিনী । নবাব আলিবর্দি খাঁর শাসনকালে বাংলায় বর্গিরা হামলা ও হাঙ্গামা চালিয়ে ভয়াবহ ভয়ভীতি ও সন্ত্রাসের আবহ তৈরি করেছিল । ইতিহাসের ওই ঘটনার প্রভাব পড়েছে এই ছড়ায় । কবি তাই রসিকতা করে বলেছেন যে, ছন্দ মিলের জন্য ‘ বর্গি এল দেশে ’ চরণ বা পদটির উল্লেখ যেমন দরকার , তেমনি আবশ্যক ইতিহাসের ঘটনার উল্লেখ , ‘ নইলে ইতিহাসের পদটা খোড়া হয়েই থাকে ।’ তা ছাড়া বর্গির সন্ত্রাসের কারণটা শিশুর ঘুমপাড়ানি গানে ভয়ের শিহরণের একটা বিশেষ ভূমিকাও নিয়েছে । তবে লক্ষণীয় যে , এখানে ‘বর্গি’ হল রূপকার্থে সাম্রাজ্যবাদী আক্রমণকারী ।

 


কোন মন্তব্য নেই