‘ নইলে ছন্দ মেলে না, ইতিহাসের খোঁড়া হয়েই থাকে ।’ কার লেখা , কোন রচনা থেকে উদ্ধৃত ? প্রসঙ্গ নির্দেশ করাে । উদ্ধৃতাংশের তাৎপর্য বুঝিয়ে দাও ।
উত্তর : উৎস : আলােচ্য উদ্ধৃতিটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘ লিপিকা ' গ্রন্থের রূপক রচনা ‘ কর্তার ভূত ’ থেকে নেওয়া হয়েছে ।
প্রসঙ্গ : ব্রিটিশ সরকারের ল অ্যান্ড অর্ডারের কড়াকড়িতে সবরকম প্রতিবাদী আন্দোলনের উত্তাপ জুড়িয়ে ঠান্ডা । কাজেই ভূতের রাজ্য জুড়ে ‘ খােকা ঘুমােল , পাড়া জুড়ােল ’- র মতাে ঠান্ডার পরিবেশ । অর্থাৎ , দেশবাসীর মধ্যে নিশ্চেতনা ও নিশ্চেষ্টতার আবহ । এখানে ‘খােকা’ হল রূপকার্থে তখনকার পরাধীন ভারতবাসী । আর ‘পাড়া' হল রূপকার্থে দেশ । দেশবাসী , অভিভাবক সবাই ঘুমের শান্তিতে থাকলে দেশে শান্তি বা নিশ্চেতনা ও নিশ্চেষ্টতার আবহ তাে থাকবেই ।
তাৎপর্য বিশ্লেষণ : ‘ খােকা ঘুমােললা , পাড়া জুড়ালাে ’ একটি ঘুমপাড়ানাে বহুল প্রচলিত ছড়া । এটি ছড়ার প্রথম পদ বা চরণ । পরের পদটি হল ‘ বর্গি এল দেশে ’ । ছড়ার বিষয়গত দিক থেকে হােক , কিংবা পদ পূরণের জন্যে হােক , ‘বর্গি এল দেশে ’ পদটি একান্ত অপরিহার্য । ইতিহাসের ঘটনার সঙ্গে যােগ থাকায় এই পদটির উল্লেখ অবশ্যই প্রয়ােজন । বর্গিরা ছিল মারাঠি অশ্বারােহী লুঠেরা বাহিনী । নবাব আলিবর্দি খাঁর শাসনকালে বাংলায় বর্গিরা হামলা ও হাঙ্গামা চালিয়ে ভয়াবহ ভয়ভীতি ও সন্ত্রাসের আবহ তৈরি করেছিল । ইতিহাসের ওই ঘটনার প্রভাব পড়েছে এই ছড়ায় । কবি তাই রসিকতা করে বলেছেন যে, ছন্দ মিলের জন্য ‘ বর্গি এল দেশে ’ চরণ বা পদটির উল্লেখ যেমন দরকার , তেমনি আবশ্যক ইতিহাসের ঘটনার উল্লেখ , ‘ নইলে ইতিহাসের পদটা খোড়া হয়েই থাকে ।’ তা ছাড়া বর্গির সন্ত্রাসের কারণটা শিশুর ঘুমপাড়ানি গানে ভয়ের শিহরণের একটা বিশেষ ভূমিকাও নিয়েছে । তবে লক্ষণীয় যে , এখানে ‘বর্গি’ হল রূপকার্থে সাম্রাজ্যবাদী আক্রমণকারী ।
কোন মন্তব্য নেই