রবিবার, ৩ এপ্রিল, ২০২২

রাজা রাজহংসের মন্ত্রীও তৎপুত্রদের পরিচয়

একাদশ শ্রেণী সংস্কৃত প্রশ্নোত্তর সাজেশন class 11 Sanskrit question answer class xi class eleventh রাজা রাজহংসের মন্ত্রীও তৎপুত্রদের পরিচয় raj hongser montri o totputroder porichoy


উত্তর : কবি দণ্ডী বিরচিত ‘ দশকুমারচরিতম্ রাজা ‘ গদ্যাংশে রাজা রাজহংসের ধর্মপাল পদ্মেদ্ভব এবং সিতবর্মা নামে তিনজন মন্ত্রী ছিলেন । সকলেই ছিলেন রাজার একান্ত অনুগত এবং ধীশক্তিসম্পন্ন । তাঁদের মধ্যে সিতবর্মার সুমতি ও সত্যবর্মা নামে দুই পুত্র জন্মে । সত্যবর্মা ছিলেন ধর্মপরায়ণ । তিনি সংসারের অসারতা এবং অনিত্যতার কথা চিন্তা করে সংসারত্যাগী হয়ে তীর্থে তীর্থে পরিভ্রমণ করতে থাকেন । ধর্মপালের তিন পুত্র — সুমিত্র , সুমন্ত্র , এবং কামপাল । পুত্রদের মধ্যে কামপাল ছিলেন দুর্বিনীত এবং বিপথগামী । তিনি কখনও লম্পটের সঙ্গে মিশে , কখনও নাটকের দলে অভিনেতা রূপে প্রবেশ করে কখনও বা বেশ্যাতে আসক্ত হয়ে নানা স্থানে ঘুরে বেড়াতে লাগলেন । পদ্মেদ্ভবের দুই পুত্র — সুশ্রুত এবং রত্নেদ্ভব । তন্মধ্যে রত্নেদ্ভব ব্যাবসা বাণিজ্যের উদ্দেশ্যে সমুদ্রযাত্রা করেন । সাত মন্ত্রীপুত্রের মধ্যে অবশিষ্ট চারজন - সুমতি , সুমন্ত্র , সুমিত্র এবং সুশ্রুত তাঁদের পিতৃগণের মৃত্যুর পর রাজা রাজহংসের মন্ত্রিত্ব গ্রহণ করেন ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন