Breaking News

“ওরে অবােধ , আমার ধরাও নেই , ছাড়াও নেই , তোরা ছাড়লেই আমার ছাড়া । ” — এখানে কে , কাদের অবােধ বলেছেন ? উক্তিটির তাৎপর্য আলােচনা করাে ।

একাদশ শ্রেণী বাংলা প্রশ্নোত্তর xi class 11 eleventh bengali questions answers ওরে অবােধ আমার ধরাও নেই ছাড়াও নেই তোরা ছাড়লেই আমার ছাড়া এখানে কে কাদের অবােধ বলেছেন উক্তিটির তাৎপর্য  আলােচনা করাে ore obodh amar dhorao nei charao nei tora charlei amar chara akhane ke kader obodh bolechen uktitir tatporjo alochona koro


উত্তর : কর্তার ভূত তাদের ‘অবােধ’ বলেছেন  , যারা দেশের দু - একটা মানুষ, দিনেরবেলা নায়েবের  ভয়ে কথা বলে না ।

দেশবাসীর ঘাড়ে ভর করে থাকা কর্তার ভূতের অবস্থান আর কতকাল চলবে । তার ছাড়ার সময় কি এখনও হয়নি ? দেশের দু - একজনের প্রশ্নের জবাবে কর্তা বলেছেন যে , তিনি তাে ধরে নেই , কাজেই ছাড়ার প্রশ্নও নেই । ভূতগ্রস্ত দেশবাসী ছাড়লেই সে ছেড়ে যাবে । প্রকৃতপক্ষে দেশবাসী নিদ্রা আলস্য ছেড়ে সজাগ ও সচেতন হলে ,সচেষ্ট ও সক্রিয় হলে , ভয়ভীতি পরিহার করে আত্মনির্ভরশীল হলে ভূতরূপী পরাধীন শাসনের অবশ্যই অবসান হবে ।


কোন মন্তব্য নেই