“ওরে অবােধ , আমার ধরাও নেই , ছাড়াও নেই , তোরা ছাড়লেই আমার ছাড়া । ” — এখানে কে , কাদের অবােধ বলেছেন ? উক্তিটির তাৎপর্য আলােচনা করাে ।
উত্তর : কর্তার ভূত তাদের ‘অবােধ’ বলেছেন , যারা দেশের দু - একটা মানুষ, দিনেরবেলা নায়েবের ভয়ে কথা বলে না ।
দেশবাসীর ঘাড়ে ভর করে থাকা কর্তার ভূতের অবস্থান আর কতকাল চলবে । তার ছাড়ার সময় কি এখনও হয়নি ? দেশের দু - একজনের প্রশ্নের জবাবে কর্তা বলেছেন যে , তিনি তাে ধরে নেই , কাজেই ছাড়ার প্রশ্নও নেই । ভূতগ্রস্ত দেশবাসী ছাড়লেই সে ছেড়ে যাবে । প্রকৃতপক্ষে দেশবাসী নিদ্রা আলস্য ছেড়ে সজাগ ও সচেতন হলে ,সচেষ্ট ও সক্রিয় হলে , ভয়ভীতি পরিহার করে আত্মনির্ভরশীল হলে ভূতরূপী পরাধীন শাসনের অবশ্যই অবসান হবে ।
কোন মন্তব্য নেই