Breaking News

‘বেহুঁশ যারা তারাই পবিত্র , হুঁশিয়ার যারা তারাই অশুচি , অতএব হুঁশিয়ারদের প্রতি উদাসীন থেকে , ....'— উদ্ধৃতির প্রসঙ্গ আলােচনা করাে । সেই সূত্রে উদ্ধৃতির সঙ্গে যুক্ত কাহিনিটির তাৎপর্য বিশ্লেষণ ।

একাদশ শ্রেণী বাংলা প্রশ্নোত্তর xi class 11 eleventh bengali questions answers বেহুঁশ যারা তারাই পবিত্র হুঁশিয়ার যারা তারাই অশুচি অতএব হুঁশিয়ারদের প্রতি উদাসীন থেকে উদ্ধৃতির প্রসঙ্গ আলােচনা করাে সেই সূত্রে উদ্ধৃতির সঙ্গে যুক্ত কাহিনিটির তাৎপর্য বিশ্লেষণ behush jara tarai pobitra hushiyar jara tarai asuchi atoab hushiyarder proti udasin theke udhritir prosongo alochona koro sei sutre udhritir songe jukto kahinir tatporjo bishleshon


উত্তর : প্রসঙ্গ : এদেশ জুড়ে ঘুমপাড়ানি গানের রেওয়াজ । ফলে এদেশবাসী যুগ যুগ ধরে নিশ্চেতন ও নিশ্চেষ্ট । সেই সুযােগে বর্গির মতাে বিদেশি লুঠেরা এসেছে এদেশে যুগে যুগে —ইতিহাস তার সাক্ষী । তাদের শােষক পেয়াদার দল তথা ভূত ও অভূতের আদায়কারী প্রকাশ্যে- অপ্রকাশ্যে বা সদরে - খিড়কিতে খাজনা দেওয়ার তাগিদ দিয়ে গৃহস্থ মানুষের জীবন অতিষ্ঠ করে তুলেছে ।

বুলবুলির কাহিনি : যুগে যুগে বহিরাগত আক্রমণকারীর ঢল নেমেছে । চারিদিক থেকে ধেয়ে আসা এসব বুলবুলি রূপকার্থে লুঠেরা বিদেশি । এই সব বুলবুলির ঝাঁক গৃহস্থের বেহুঁশ ঘুমের অচৈতন্য অবস্থার সুযােগ নিয়ে সব ধান লুটেপুটে খেয়ে নিঃস্ব ও নিঃসম্বল করেছে গৃহস্থকে । অসহায় নিঃস্ব গৃহস্থের জবাব হল , সে কী করে খাজনা দেবে । বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব । ‘ বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কীসে ?’ 


কাহিনির তাৎপর্য :  দুঃখের কথা দেশবাসীরা তাতেও সজাগ নয় , সচেতন নয় । কারও হুঁশও নেই । অথচ খাজনা দিতে হবে । তাহলে কি আব্লু, ইজ্জত , ইমান আর বুকের রক্ত দিয়ে খাজনা মেটাবে ? এ প্রশ্ন উঠলে একটা কথা এসে পড়ে হুঁশ বা চৈতন্য বা চেতনার কথা । দেখা গেছে জগতে হুঁশিয়ার যারা, যারা নিজেদের সম্পদ ও সম্মান রক্ষায় সজাগ ও সচেষ্ট, বুলবুলির দল তাদের কাছে ঘেঁষে না । সেজন্য তত্ত্বজ্ঞানী শিরােমণি — চূড়ামণির দল পুথি ঘেঁটে বলল যে , বেহুঁশ বা অচেতন যারা, তারাই পবিত্র । হুঁশিয়াররা অর্থাৎ , সজাগ সচেতন সচেষ্টরা অশুচি । কাজেই সজাগ -সচেতনদের প্রতি মনােযােগী না হয়ে উদাসীন থাকা দরকার । জেগে ঘুমানােই শ্রেয় ।

কোন মন্তব্য নেই