Breaking News

রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত ‘ কর্তার ভূত ’ রূপক কাহিনির রূপকাৰ্থ বিশ্লেষণ করাে ।

একাদশ শ্রেণী বাংলা প্রশ্নোত্তর xi class 11 eleventh bengali questions answers রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত কর্তার ভূত রূপক কাহিনির রূপকাৰ্থ বিশ্লেষণ করাে robindronath thakurer rochito kortar bhut rupok kahinir rupkartho bishleshon koro



উত্তর : রূপকের অংশ : রূপকের দুটি অংশ থাকে । উপমান ও উপমেয় । উপমান হল বাইরের অর্থ । আর উপমেয় হল ভিতরের অর্থ । এটি বলবার জন্যই লেখক কায়দা করে উপমানের মােড়কটি দিয়ে ঢেকে ঢুকে সুন্দর একটি শিল্পশৈলী তৈরি করে পাঠককে রস উপভােগের জন্য পরিবেশন করেন । 
উপমান অংশর অর্থ : কাজেই রূপক রচনার    রূপকাথ বিশ্লেষণ করতে হলে  উপমান ও উপমেয়     অংশের অর্থ বিশ্লেষণ করা একান্ত দরকার হয়ে   পড়ে ।  প্রথমে উপমান অংশের অর্থ অতি সংক্ষেপে   দেখে নেওয়া যাক । বুড়াে কর্তা মরে দেশবাসীর ঘাড়ে    ভূত হয়ে ভর করে আছে । ভূতগ্রস্ত অবস্থায় দেশবাসী কাজে নিরুদ্যম ,অলস , ঘুমে অচেতন ও নিশ্চেষ্ট, কোনােরকম হুঁশ নেই । শাসিত ও শােষিত হয়েও , অন্ন-বস্ত্র স্বাস্থ্য - শিক্ষা থেকে বঞ্চিত হয়েও   নির্বিকার নিস্পৃহ । দু-চারজন প্রতিবাদে বিক্ষোতে সােচ্চার হলে ভূত শাসনের জেলখানার ঘানিতে নিষ্পিষ্ট হয় । ঘুমপাড়ানি গান শুনিয়ে দেশবাসীকে ঘুম পাড়িয়ে দেওয়া হয় । বর্গি আর বুলবুলিতে সর্বস্ব গ্রাস করে । ভূতের শাসন চলতেই থাকে । আসলে ভীতিই হল ভূত । ভীতি জয় করলে তবে ভূতের হাত থেকে রেহাই ।
                                                                 
উপমেয় অংশের অর্থ : উপমেয় অংশের অর্থ হল ব্রিটিশ শাসনে এদেশ দীর্ঘদিন পরাধীন । ফলে এদেশবাসী প্রাচীন ঐতিহ্যবিমুখ , প্রগতিবিরােধী  ,  নানা বাধানিষেধ ও সংস্কারের দাস । চিরাচরিত আনুগত্যে অভ্যস্ত । আত্মচেতনাহীন , নিশ্চেষ্ট ও   নিষ্কর্মা । বিদেশি শাসকের শাসনে , শােষণে , লুণ্ঠনে নিষ্পিষ্ট হয়েও শাসকশক্তির প্রভুত্বের প্রতি তাদের সীমাহীন আনুগত্য । ভূতভীতির আনুগত্য থেকে মুক্ত হতে না পারলে পরাধীনতার নাগপাশ থেকে  মুক্তি লাভের আশা নেই ।


কোন মন্তব্য নেই