Breaking News

‘ নীলধ্বজের প্রতি জনা ’ কবিতায় জনা অর্জুনের কাপুরুষতার কী কী দৃষ্টান্ত তুলে ধরেছেন ?

একাদশ শ্রেণী বাংলা প্রশ্নোত্তর xi class 11 eleventh bengali questions answers নীলধ্বজের প্রতি জনা কবিতায় জনা অর্জুনের কাপুরুষতার কী কী দৃষ্টান্ত তুলে ধরেছেন nildhojer proti jona kobitai jona arjuner kapurushotar ki ki drishtanto tule dhorechen


উত্তর : মাহেশ্বরী রানি জনার দৃঢ় উপস্থাপনা বিশ্বাস তৃতীয় পাণ্ডব অর্জুন (পার্থ নামেও পরিচিত ) অন্যায় যুদ্ধে জনার প্রিয়পুত্র প্রবীরকে হত্যা করেছেন । পুত্রহস্তা অর্জুনকে তিনি নরনারায়ণ বলে মনে করেন না । তাঁর স্বামী তাঁকে নরনারায়ণরূপে পূজা করছেন শুনে তিনি প্রশ্ন রেখেছেন, এ কি তাঁর প্রান্তি ?অর্জুনের প্রতি তাঁর বিরূপ ধারণার স্বপক্ষে যুক্তি ও  দৃষ্টান্তও খাড়া করেছেন ।

এই প্রসঙ্গে অর্জুনের অবৈধ জন্ম নিয়ে প্রশ্ন তুলেছেন জনা । তিনি অর্জুনের মাতা কুন্তীকে স্বৈরিণী আখ্যা দিয়েছেন । তাঁর যুক্তি হল কুলটা বশ্যা মায়ের গর্ভে নরনারায়ণরুপী হৃষীকেশের জন্ম হতে পারে না । শাস্ত্রে বা পুরাণে এরকম কাহিনির উল্লেখ নেই । মহাভারত রচয়িতা বেদব্যাস , যিনি পাণ্ডবদের গুণগান করেছেন , তিনি নিজেও জন্মসূত্রে শুচিশুদ্ধ ছিলেন না, জনার অভিমত । অর্জুন নররূপী নারায়ণ হলে তাঁর স্ত্রী দ্রৌপদী, যার পঞ্চ স্বামী , সেই ভ্রষ্টা রমণী লােকমাতা লক্ষ্মী হন কীভাবে ? তা ছাড়া জীবনভর যেসব অন্যায় কাজ করেছেন , সেগুলি একদিকে যেমন রথীকুলপ্রথা বিরােধী , আর একদিকে তেমনি নরনারায়ণ হওয়ার অনুপযােগী কাজ । যেমন - —ব্রাক্ষ্মণের ছদ্মবেশে স্বয়ংবরসভায় হাজির হয়ে ক্ষত্রিয় যােদ্ধাদের ধোঁকা দিয়ে বিজয়ী হওয়া ; কৃষ্ণের সাহায্য নিয়ে খাণ্ডব দাহন করা , কুরুক্ষেত্রের যুদ্ধে শিখণ্ডীকে দাঁড় করিয়ে বৃদ্ধ পিতামহ ভীষ্মকে নিধন করা , অস্ত্রগুরু দ্রোণাচার্যকে অন্যায়ভাবে হত্যা করা , কুরুক্ষেত্রের যুদ্ধে কর্ণের রথের চাকা মাটিতে পুঁতে গেলে অসহায় কর্ণকে বর্বরের মতাে হত্যা করা ।


কোন মন্তব্য নেই