ক্যাথলিক খ্রিস্টান যাজকদের সঙ্গে গ্যালিলিওর বিরােধের কারণ কী ? গ্যালিলিওর জীবনের শেষ ন -বছর যে অবস্থায় কেটেছিল তার বিবরণ দাও ।
উত্তর : দূরবিনের সাহায্যে পর্যবেক্ষণের মাধ্যমে গালিলিও নিশ্চিত ছিলেন যে, কোপারনিকাসের মতবাদ অভ্রান্ত । তা নিয়েই সনাতনপন্থী খ্রিস্টান ধর্মর্যাজকদের সঙ্গে গালিলিওর সংঘাত । গালিলিওর এই মতবাদের বিরুদ্ধতা করেন সনাতনীরা ।
‘সনাতনী’ বলতে যাঁরা চিরাচরিত ধর্মাদর্শে বিশ্বাসী ধার্মিক । তারা ফ্লোরেন্সের ডােমিনিকান সম্প্রদায়ের সন্ন্যাসী । তাঁদের বিরুদ্ধতার কারণ ছিল যে , তাঁরা মনে করতেন গালিলিওর অধ্যাপনা ধর্মবিশ্বাসের পরিপন্থী । বাইবেলের অনেক বক্তব্যের সরাসরি বিরুদ্ধে ।বাইবেলের ওপর মানুষের যে বিশ্বাস তিনি তা নষ্ট করতে চাইছেন ।
জীবনের শেষ ন -বছর গালিলিওর খুবই দুঃখেকষ্টে কাটল । অন্ধ হয়ে গেলেন । অন্য দেশে তাঁর বই ছাপা হল । খ্রিস্টীয় মহলে , যারা রােমান ক্যাথলিকপন্থী ছিলেন না , তাঁদের সহানুভূতি ছিল তার প্রতি । ১৬৪২ খ্রিস্টাব্দের ৮ জানুয়ারি তিনি দেহত্যাগ করেন । ইটালি তাঁর প্রতি অবিচার করায় পিছিয়ে পড়ল , আর গালিলিওর সাধনার সুফল পেয়ে ফ্রান্স , ইংল্যান্ড ও অন্যান্য দেশ উপকৃত হল । গালিলিও কুসংস্কার ও ধর্মান্ধতার যাতায় গুঁড়ো হয়ে গেলেন , কিন্তু মানুষের অগ্রগতি স্তন্ধ হল না । শেষাবধি তার প্রচারিত সত্যই জয়ী হল ।
কোন মন্তব্য নেই