Breaking News

ক্যাথলিক খ্রিস্টান যাজকদের সঙ্গে গ্যালিলিওর বিরােধের কারণ কী ? গ্যালিলিওর জীবনের শেষ ন -বছর যে অবস্থায় কেটেছিল তার বিবরণ দাও ।

একাদশ শ্রেণী বাংলা প্রশ্নোত্তর xi class 11 eleventh bengali questions answers ক্যাথলিক খ্রিস্টান যাজকদের সঙ্গে গ্যালিলিওর বিরােধের কারণ কী গ্যালিলিওর জীবনের শেষ নবছর যে অবস্থায় কেটেছিল তার বিবরণ দাও kathlik cristian jajokder songe gelileor birodher karon ki gelileor jiboner sesh nobochor je abosthai ketechilo tar biboron dao


উত্তর : দূরবিনের সাহায্যে পর্যবেক্ষণের মাধ্যমে গালিলিও নিশ্চিত ছিলেন যে, কোপারনিকাসের মতবাদ অভ্রান্ত । তা নিয়েই সনাতনপন্থী খ্রিস্টান ধর্মর্যাজকদের সঙ্গে গালিলিওর সংঘাত । গালিলিওর এই মতবাদের বিরুদ্ধতা করেন সনাতনীরা । ‘সনাতনী’  বলতে যাঁরা চিরাচরিত ধর্মাদর্শে বিশ্বাসী ধার্মিক । তারা ফ্লোরেন্সের ডােমিনিকান সম্প্রদায়ের সন্ন্যাসী । তাঁদের বিরুদ্ধতার কারণ ছিল যে , তাঁরা মনে করতেন গালিলিওর অধ্যাপনা ধর্মবিশ্বাসের পরিপন্থী । বাইবেলের অনেক বক্তব্যের সরাসরি বিরুদ্ধে ।বাইবেলের ওপর মানুষের যে বিশ্বাস তিনি তা নষ্ট করতে চাইছেন । 


 জীবনের শেষ ন -বছর গালিলিওর খুবই দুঃখেকষ্টে কাটল । অন্ধ হয়ে গেলেন । অন্য দেশে তাঁর বই ছাপা হল । খ্রিস্টীয় মহলে , যারা রােমান ক্যাথলিকপন্থী ছিলেন না , তাঁদের সহানুভূতি ছিল তার প্রতি । ১৬৪২ খ্রিস্টাব্দের ৮ জানুয়ারি তিনি দেহত্যাগ করেন । ইটালি তাঁর প্রতি অবিচার করায় পিছিয়ে পড়ল , আর গালিলিওর সাধনার সুফল পেয়ে ফ্রান্স , ইংল্যান্ড ও অন্যান্য দেশ উপকৃত হল । গালিলিও কুসংস্কার ও ধর্মান্ধতার যাতায় গুঁড়ো হয়ে গেলেন , কিন্তু মানুষের অগ্রগতি স্তন্ধ হল না । শেষাবধি তার প্রচারিত সত্যই জয়ী হল । 


 

কোন মন্তব্য নেই