Breaking News

‘জাহাজের পেছনে বড়াে বড়াে হাঙ্গার ভেসে ভেসে বেড়াচ্ছে ।’ – লেখক স্বামী বিবেকানন্দের অনুসরণে সুয়েজের জলে হাঙরের ভেসে বেড়ানাের দৃশ্য বর্ণনা করাে ।

একাদশ শ্রেণী বাংলা প্রশ্নোত্তর xi class 11 eleventh bengali questions answers জাহাজের পেছনে বড়াে বড়াে হাঙ্গার ভেসে ভেসে বেড়াচ্ছে লেখক স্বামী বিবেকানন্দের অনুসরণে সুয়েজের জলে হাঙরের ভেসে বেড়ানাের দৃশ্য বর্ণনা করাে jahajer pechone boro boro hangor vese vese berache lekhok swami vivekanander anusorone suyejer jole hangorer vese beranor drishya bornona koro


উত্তর : সকালে খাবারদাবার আগেই স্বামীবিবেকানন্দ শুনলেন জাহাজের পিছনে বড়াে বড়াে হাঙর ভেসে বেড়াচ্ছে । জাহাজের পাছার ওপর সেকেন্ড ক্লাস । তার ছাদের ওপর বারান্দা ধরে স্ত্রী -পুরুষ , ছেলেমেয়ে কাতারে কাতারে ভিড় করে ঝুঁকে হাঙর দেখছে । স্বামীজিও হাঙর দেখার জন্য এলেন । তিনি আসার আগে হাঙর সরে গেছে । জলে গাঙধাড়ার মতাে মাছ ঝাঁকে ঝাঁকে ভাসছে । একরকম ছােটো মাছ জলে থিকথিক করছে । একটা বড়াে মাছ অনেকটা ইলিশের মতাে , তিরের মতাে দৌড়াচ্ছে এদিক - ওদিক । যেন হাঙরের বাচ্চা । নাম বনিটো । কাচের মতাে স্বচ্ছ জলে তার শরীরের প্রতি অঙ্গপ্রত্যঙ্গ দেখা যাচ্ছে । অপেক্ষা করে সবাই যখন তিতিবিরক্ত তখন শােনা গেল হাঙর আসছে । দূরে একটা প্রকাণ্ড কালাে বস্তু জলের পাঁচ -ছয় ইঞ্চি নীচে ভেসে আসছে । প্রকাণ্ড থ্যাবড়া মাথা । গদাইলস্করি চাল আসার আওয়াজ নেই । একবার ঘাড় ফেরালেই মস্ত চক্কর হল । গম্ভীর চালে আগুয়ান । ছােটো মাছ দু - চারটে তার আগে আসছে , পিঠে -গায়ে পেটে সেঁটে আছে কিছু । ইনিই সসাঙ্গোপাঙ্গা হাঙর । তার আগে আছে আড়কাটি মাছ বা পাইলট ফিস্ । আশপাশে ঘুরছে বা পিঠে চড়ে আছে হাঙর - চোষক ।
 

কোন মন্তব্য নেই