‘গীতিকবিতা’ কাকে বলে ? ‘বাড়ির কাছে আরশিনগর’ সার্থক গীতিকবিতা কিনা বিচার করাে ।
উত্তর : ইংরেজি লিরিক হল বাংলায় গীতিকবিতা । গীতিকবিতা হল শুধু গান নয়, কবির ব্যক্তিক ধ্যানধারণার স্বতঃস্ফূর্ত ছন্দময় প্রকাশ । বঙ্কিমচন্দ্রের মতে , ‘বক্তার ভাবােচ্ছ্বাসের পরিস্ফুটন যাহার উদ্দেশ্য , সেই কাব্যই গীতিকাব্য ।’
গীতিকবিতার বৈশিষ্ট্য হল —এক, কবির ব্যক্তিগত অনুভূতি ; দুই ,কবির কল্পনা, সৌন্দর্য ও সংগীতে ভর করে ব্যক্তিগত অনুভূতির রসমূর্তি ধারণ ; তিন, সেই রসমূর্তির সংগীতময় কাব্যমূর্তি হল গীতিকবিতা ।
বাউল সাধক লালনের ‘ বাড়ির কাছে আরশিনগর ' কবিতায় কবি তাঁর সাধনা ও সাধক জীবনের ব্যক্তিগত অনুভূতিকে বাউলের পারিভাষিক রূপক প্রতীক সংকেতের মাধ্যমে প্রকাশ করেছেন । বাউলরা সহজিয়া সাধনপথের দেহতত্ত্ববাদী সাধক । দেহ তাঁদের ঘর বা খাঁচা ( খাঁচার ভেতর অচিন পাখি ক্যামনে আসে যায় )। ঘর বা খাঁচার পাশেই আরশিনগর । দেহ অভ্যন্তরে ‘ চিৎ ’ বা ‘ আত্মা ’ । তা হল ‘পড়শির বসত’ । ‘মনের মানুষ’ যার খোঁজে বাউল থাকে সাধনমার্গে ভাবতন্ময় , সেই পড়শির অধিষ্ঠান তাে হৃদয়মন্দিরে । এভাবেই তাে লালনের ‘ বাড়ির কাছে আরশিনগর ’ কবিতায় কল্পনা , সৌন্দর্য ও সংগীতের ওপর ভর করে কবির ব্যক্তিক অনুভূতির অপূর্ব রসমূর্তি ধারণ । সেই রসমূর্তি লালনের গানের সুরমাধুর্যে হয়েছে সার্থক গীতিকবিতা ।
কোন মন্তব্য নেই