Breaking News

‘গীতিকবিতা’ কাকে বলে ? ‘বাড়ির কাছে আরশিনগর’ সার্থক গীতিকবিতা কিনা বিচার করাে ।

একাদশ শ্রেণী বাংলা প্রশ্নোত্তর xi class 11 eleventh bengali questions answers গীতিকবিতা কাকে বলে বাড়ির কাছে আরশিনগর সার্থক গীতিকবিতা কিনা বিচার করাে gitikobita kake bole barir kache arshinogor sarthok gitikobita kina bichar koro


উত্তর : ইংরেজি লিরিক হল বাংলায় গীতিকবিতা । গীতিকবিতা হল শুধু গান নয়, কবির ব্যক্তিক ধ্যানধারণার স্বতঃস্ফূর্ত ছন্দময় প্রকাশ । বঙ্কিমচন্দ্রের মতে , ‘বক্তার ভাবােচ্ছ্বাসের পরিস্ফুটন যাহার উদ্দেশ্য , সেই কাব্যই গীতিকাব্য ।’

  গীতিকবিতার বৈশিষ্ট্য হল —এক, কবির ব্যক্তিগত অনুভূতি ; দুই ,কবির কল্পনা, সৌন্দর্য ও সংগীতে  ভর করে ব্যক্তিগত অনুভূতির রসমূর্তি ধারণ ; তিন, সেই রসমূর্তির সংগীতময় কাব্যমূর্তি হল গীতিকবিতা ।

বাউল সাধক লালনের ‘ বাড়ির কাছে আরশিনগর ' কবিতায় কবি তাঁর সাধনা ও সাধক জীবনের ব্যক্তিগত অনুভূতিকে বাউলের পারিভাষিক রূপক প্রতীক সংকেতের মাধ্যমে প্রকাশ করেছেন । বাউলরা সহজিয়া সাধনপথের দেহতত্ত্ববাদী সাধক । দেহ তাঁদের ঘর বা খাঁচা ( খাঁচার ভেতর অচিন পাখি ক্যামনে আসে যায় )। ঘর বা খাঁচার পাশেই আরশিনগর । দেহ অভ্যন্তরে ‘ চিৎ ’ বা ‘ আত্মা ’ । তা হল  ‘পড়শির বসত’ । ‘মনের মানুষ’ যার খোঁজে বাউল থাকে সাধনমার্গে ভাবতন্ময় , সেই পড়শির অধিষ্ঠান তাে হৃদয়মন্দিরে । এভাবেই তাে লালনের ‘ বাড়ির কাছে আরশিনগর ’ কবিতায় কল্পনা , সৌন্দর্য ও সংগীতের ওপর ভর করে কবির ব্যক্তিক অনুভূতির অপূর্ব রসমূর্তি ধারণ । সেই রসমূর্তি লালনের গানের সুরমাধুর্যে হয়েছে সার্থক গীতিকবিতা ।



কোন মন্তব্য নেই