Breaking News

‘ দ্বীপান্তরের ঘানিতে লেগেছে / যুগান্তরের ঘুর্নিপাক ।’ - প্রসঙ্গ উল্লেখ করে উদ্ধৃতিটির তাৎপর্য বুঝিয়ে দাও ।

একাদশ শ্রেণী বাংলা প্রশ্নোত্তর xi class 11 eleventh bengali questions answers দ্বীপান্তরের ঘানিতে লেগেছে যুগান্তরের ঘুর্নিপাক প্রসঙ্গ উল্লেখ করে উদ্ধৃতিটির তাৎপর্য বুঝিয়ে দাও dipantorer ghanite legeche jugantorer ghurnipak prosongo ullekh kore udhritir tatporjo bujhiye dao


উত্তর :  ভারতে ভারতী নেই । তিনি দ্বীপান্তরের বন্দিনী । পূজারির পুজোর আয়ােজন , শঙ্খরাব , অঞ্জলি দানের প্রয়াস ব্যর্থ, পরিহাসতুল্য । পুরুষসিংহ স্বাধীনতা যােদ্ধারা কারাগারে বন্দি , যেহেতু তাঁদের নির্ভীক সংগ্রামের ভয়ে ব্রিটিশ রাজশক্তি ভীত ও সন্ত্রস্ত । ব্যাঘ্রবিক্রমী দেশপ্রেমিকদের উদ্দেশে হানা হচ্ছে অগ্নি-শেল । বাকদেবীর বীণা গুলিবিদ্ধ । বাণীর কমল জেল খাটছে ।

  এভাবে যখন নির্মম অত্যাচার ও পীড়ন - তাড়নের স্টিম রােলার চলেছে , তখন বীণাপাণির বীণার তারে ধ্বনিত হয়েছে বিধাতার দৈববাণীর মতাে এক আশার বার্তা । তা হল মায়ের পদ্মাসনে যুগান্তরের ধর্মরাজ রেখেছেন তাঁর চরণ - পদ্ম । ‘পদ্মে রেখেছে চরণ - পদ্ম/যুগান্তরের ধর্মরাজ ।’

কবি কাজী নজরুল ইসলাম ‘দ্বীপান্তরের বন্দিনী ’ কবিতাটি ১৯২৪ খ্রিস্টাব্দে রচনা করেন । আন্দামানের সেলুলার জেলে বন্দিদের মুক্তির জন্য ১৯২৪ খ্রিস্টাব্দের আগে থেকে আন্দোলন চলছিল । সেলুলার জেলে কয়েদিদের ওপর নিষ্ঠুর অত্যাচারের নানা ঘটনা সংবাদ মাধ্যমে প্রকাশিত হচ্ছিল । কবি দ্বীপান্তরের বন্দিনী বাকভারতীর রূপকে বন্দি  স্বাধীনতা যোদ্ধাদের অত্যাচারিত জীবনের ছবি তুলে ধরেছেন । বিদেশি সরকারের খুনখারাপি , শােষণ -শাসন , নিপীড়ন , অন্যায় - অবিচারের চিত্রাঙ্কনের মধ্যে হতাশা নিরাশা থাকলেও কবি ছিলেন প্রকৃতপক্ষে আশাবাদী । নতুন যুগের স্বপ্ন ছিল তাঁর দু - চোখে । অনেক রচনাতেই কবি নতুন যুগ ও যুগচেতনার কথা শুনিয়েছেন । এই কবিতার শেষেও শােনালেন নতুন যুগস্রষ্টা ধর্মরাজের উপস্থিতির কথা । আন্দামানের সেলুলার জেলের । যে - ঘানি কয়েদিদের টানতে হচ্ছে , তাতে লেগেছে যুগান্তরের ঘূর্ণিপাক । তাতে আশা করা যাচ্ছে দ্বীপান্তরের অবসান ঘটিয়ে বন্দিদশা ও নিষ্ঠুর শ্রম থেকে মুক্ত  হবে বন্দিরা ।
 

কোন মন্তব্য নেই