Breaking News

‘ধ্বংস হ’ল কি রক্ষ -পুর ?’ – এর রূপকার্থ বিশ্লেষণ করাে । ‘রক্ত সোঁদাল খুব -খারাব ?’ - এর অর্থ বুঝিয়ে দাও । ‘কামান গােলার সিসা স্তূপে’ বলতে কবি কী বুঝিয়েছেন ?

একাদশ শ্রেণী বাংলা প্রশ্নোত্তর xi class 11 eleventh bengali questions answers ধ্বংস হল কি রক্ষ পুর এর রূপকার্থ বিশ্লেষণ করাে রক্ত সোঁদাল খুব খারাব এর অর্থ বুঝিয়ে দাও কামান গােলার সিসা স্তূপে বলতে কবি কী বুঝিয়েছেন dhongsho holo ki rokkhopur ar rupkatho bishleshon koro rokto sodal khub kharab ar ortho ortho bujhiye dao kaman golar sisa stupe bolte kobi ki bujhiyechen


উত্তর : উপমান  ও উপমেয়ের অভেদ কল্পনাই হল রূপক । উপমান হল যার সঙ্গে তুলনা করা হয় , আর উপমেয় হল যা তুলনার বিষয় । কাজেই রূপকে দুটি অর্থ থাকে । এক, উপমানকে ঘিরে বাইরের অর্থ । দুই, উপমেয়কে কেন্দ্র করে ভিতরের অর্থ । আলােচ্য বিষয়ে উপমান অংশে ‘রক্ষপুর’ বা রাক্ষসপুরী । রাক্ষসরাজ রাবণের রাজালয়সহ রাক্ষস নগরী । রাক্ষসরাজ্য । যার অশােককাননে রামচন্দ্রের স্ত্রী সীতাদেবীকে রাবণ হরণ করে নিয়ে বন্দি করে রেখেছিলেন । যার ওপর চেড়ীদের নির্মম পীড়ন - তাড়ন । সীতাকে রাক্ষসপুরী থেকে উদ্ধার করার জন্য রামচন্দ্র ও লক্ষ্মণ বানরসেনার সাহায্যে যুদ্ধ করেছিলেন ।

  যুদ্ধে রাক্ষসপুরী ধ্বংস করে সীতা উদ্ধার করা হয়েছিল । আলােচ্য অংশে কবির প্রশ্ন হল রক্ষ পুর কি ধ্বংস হয়েছে ? সুতরাং উপমান বা বাইরের অর্থের মধ্যে অন্তর্হিত অর্থ যা উপমেয় , তা হল রক্ষ পুর তুল্য আন্দামানের সেলুলার জেলে বন্দি মা সরস্বতী তথা তাঁর স্বাধীনতাকামী বীর সন্তানেরা যে বন্দি, সেই বন্দিশালা কি ধ্বংস হয়েছে ?

 দেশমাতার মুক্তির জন্য বন্দি স্বাধীনতা যােদ্ধাদের শায়েস্তা করার জন্য বিদেশি ইংরেজ সরকার যথেচ্ছ গুলি - গােলা চালিয়ে খুন -খারাবের দ্বারা রক্তের স্রোত বইয়ে দিয়েছে । রক্তের সোঁদা গন্ধ বাতাসকে আবিল করেছে । এই অমানুষিক নৃশংস অত্যাচারের দৃষ্টান্ত জঘন্য পৈশাচিক জিঘাংসার পরিচায়ক ।
 
বিক্ষোভ -আন্দোলনকে বিনাশ করার জন্য তখনকার ইংরেজ শাসক আগ্নেয়াস্ত্রের যথেচ্ছ ব্যবহার করতে থাকে । সেগুলি কামান -বন্দুক ইত্যাদি । সিসা , বারুদ প্রভৃতি দিয়ে কামান -বন্দুকের গুলি -গােলা তৈরি হত । ব্যবহৃত কামান বন্দুক , গুলি- গােলার পরিমাণ এত ছিল যে, তা যেন স্থুপাকার । কবি এখানে ওইসব স্থূপীকৃত আগ্নেয়াস্ত্রের পরিমাণের কথা বােঝাতে চেয়েছেন ।

কোন মন্তব্য নেই