‘আমি বাঞ্চা করি দেখব তারি / আমি কেমনে সে গাঁয় যাই রে ।’ — উদ্ধৃতির প্রসঙ্গ আলােচনা করে অন্তর্নিহিত অর্থ বিশ্লেষণ করো ।
উত্তর : বিখ্যাত বাউল সাধক লালন ফকিরের ও লেখা একটি জনপ্রিয় ও বহুল প্রচলিত গান হল ‘বাড়ির কাছে আরশিনগর ।’ উদ্ধৃতাংশটি উক্ত গানের ষষ্ঠ ও সপ্তম চরণ ।
লালন তখন বাউল সাধনার প্রস্তুতিস্তরে ভাবতন্ময় । তাঁর আরাধ্য হলেন ‘মনের মানুষ’ । তাঁরই খোঁজে তিনি তখন ব্যাকুল । তাঁর মনের খেদ হল তিনি তাঁকে একদিনও দেখতে পান না । অথচ তিনি থাকেন তাঁর বাড়ির কাছে আরশিনগরে । কাজেই তিনি তাঁর নিকটতম প্রতিবেশী । তাঁর মনের মানুষের সঙ্গে সাক্ষাতের বাধা হল কূলকিনারাহীন জলরাশি যা গ্রামখানিকে ঘিরে আছে । জলরাশি পার হওয়ার কোনাে নৌকাও নেই । সাধকের মনােবাঞ্ছ তাই পূর্ণ হচ্ছে না ।
সাধনার প্রস্তুতিস্তরে লালন দেখছেন আরাধ্য মনের মানুষের সঙ্গ লাভের পথে বিশাল বাধা । বাধার প্রতীক হল কূলকিনারাহীন বিশাল জলরাশি । এ বাধা সাধকের সাধনপথের বাধা । জলরাশি পার হওয়ার উপকরণ হল জলযান নৌকা । কিন্তু নৌকা নেই । তার অর্থ, সাধকের সিদ্ধিলাভের উপযােগী একনিষ্ঠ সাধনার প্রস্তুতি এখনও পুরােপুরি সারা হয়নি । প্রকৃতপক্ষে পদটি ভক্ত বাউল সাধকের ‘প্রবর্তের প্রবর্ত’ অর্থাৎ আরাধ্য ‘ মনের মানুষ অনুসন্ধান ’ বা প্রস্তুতি পর্যায়ের পদ ।
কোন মন্তব্য নেই