Breaking News

‘আমি বাঞ্চা করি দেখব তারি / আমি কেমনে সে গাঁয় যাই রে ।’ — উদ্ধৃতির প্রসঙ্গ আলােচনা করে অন্তর্নিহিত অর্থ বিশ্লেষণ করো ।

একাদশ শ্রেণী বাংলা প্রশ্নোত্তর xi class 11 eleventh bengali questions answers আমি বাঞ্চা করি দেখব তারি আমি কেমনে সে গাঁয় যাই রে উদ্ধৃতির প্রসঙ্গ আলােচনা করে অন্তর্নিহিত অর্থ বিশ্লেষণ করো ami bancha kori dekhbo tari ami kemone se gay jai re udhrotir prosongo alochona kore antonihito ortho bishleshon koro


উত্তর : বিখ্যাত বাউল সাধক লালন ফকিরের ও লেখা একটি জনপ্রিয় ও বহুল প্রচলিত গান হল ‘বাড়ির কাছে আরশিনগর ।’ উদ্ধৃতাংশটি উক্ত গানের ষষ্ঠ ও সপ্তম চরণ ।  
লালন তখন বাউল সাধনার প্রস্তুতিস্তরে ভাবতন্ময় । তাঁর আরাধ্য হলেন ‘মনের মানুষ’ । তাঁরই খোঁজে তিনি তখন ব্যাকুল । তাঁর মনের খেদ হল তিনি তাঁকে একদিনও দেখতে পান না । অথচ তিনি থাকেন তাঁর বাড়ির কাছে আরশিনগরে । কাজেই তিনি তাঁর নিকটতম প্রতিবেশী । তাঁর মনের মানুষের সঙ্গে সাক্ষাতের বাধা হল কূলকিনারাহীন জলরাশি যা গ্রামখানিকে ঘিরে আছে । জলরাশি পার হওয়ার কোনাে নৌকাও নেই । সাধকের মনােবাঞ্ছ তাই পূর্ণ হচ্ছে না । 


সাধনার প্রস্তুতিস্তরে লালন দেখছেন আরাধ্য মনের মানুষের সঙ্গ লাভের পথে বিশাল বাধা । বাধার প্রতীক হল কূলকিনারাহীন বিশাল জলরাশি । এ বাধা সাধকের সাধনপথের বাধা । জলরাশি পার হওয়ার উপকরণ হল জলযান নৌকা । কিন্তু নৌকা নেই । তার অর্থ, সাধকের সিদ্ধিলাভের উপযােগী একনিষ্ঠ সাধনার প্রস্তুতি এখনও পুরােপুরি সারা হয়নি । প্রকৃতপক্ষে পদটি ভক্ত বাউল সাধকের ‘প্রবর্তের প্রবর্ত’ অর্থাৎ আরাধ্য ‘ মনের মানুষ অনুসন্ধান ’ বা প্রস্তুতি পর্যায়ের পদ । 
 


কোন মন্তব্য নেই