Breaking News

‘Venice- এ কর্তৃপক্ষের কাছে তাঁর কদর বেড়ে গেল ।’ — কার কদর বাড়ে ? এই কদর বাড়ার কারণ ও পরিণাম ও উল্লেখ করাে ।

একাদশ শ্রেণী বাংলা প্রশ্নোত্তর xi class 11 eleventh bengali questions answers Venice এ কর্তৃপক্ষের কাছে তাঁর কদর বেড়ে গেল কার কদর বাড়ে এই কদর বাড়ার কারণ ও পরিণাম ও উল্লেখ করাে venice a kotripokkher kache tar kodor bere gelo kar kodor bare ai kodor barar karon o porinam o ullekh koro


উত্তর : মাতৃভাষার মাধ্যমে বিজ্ঞান প্রচারে যে কয়েকজন বাঙালি বিজ্ঞানী অগ্রণী ভূমিকা পালন করেছিলেন তাঁদের মধ্যে অন্যতম বিদগ্ধ পণ্ডিত সত্যেন্দ্রনাথ বসু । লেখকের ‘সত্যেন্দ্রনাথ বসু রচনা সংকলন ' গ্রন্থের ‘ জীবনকথা ' শিরােনামের অন্যতম প্রবন্ধ ‘ গালিলিও' । আর এই প্রবন্ধে কদর বেড়ে গিয়েছিল মুক্তবুদ্ধি, ধর্মনিরপেক্ষ বিজ্ঞান সাধক ও দূরবিন যন্ত্রের উদ্ভাবক গালিলিওর ।  

প্রবন্ধ অনুসারে ১৬০৯ খ্রিস্টাব্দে হল্যান্ডবাসী এক ভদ্রলোেক কাচের লেন্স নিয়ে নাড়াচাড়া করতে করতে হঠাৎ একটি নলের দু-পাশে চোখ রেখে দেখলেন , দূরের জিনিস এভাবে বড়াে দেখায় — মনে হয় কাছে এগিয়ে এসেছে । গালিলিও এই খবর পেয়ে কাগজে প্ল্যান এঁকে আলাের রেখাপথের বিষয় বিচার করতে লাগলেন । শীঘ্রই সমস্যার সমাধান হল আর তৈরি হল দূরবিন । সমুদ্রপথে Venice- এর নৌবাহিনী তখন ঘুরে বেড়ায় , নানা দেশ থেকে পণ্য সংগ্রহ করে এনে ইউরােপের নানা স্থানে বেচাকেনা করে । রূপকথার স্বপ্নপুরীর মতাে তখন Venice শহরের সম্পদ । সমুদ্রপথে নৌবহরকে সুরক্ষা দিতে শত্রুপক্ষের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য সরকার দূরবিনের সাহায্য নিতে শুরু করল । Venice সরকার গালিলিওকে দূরবিনের জোগান দিতে অনুরােধ করলেন । গালিলিও রাজি হলেন — বাড়ি হয়ে উঠল ফ্যাক্টরি কারুশালা । দেশ রক্ষার যন্ত্র পেয়ে Venice কর্তৃপক্ষের কাছে গালিলিওর কদর বেড়ে গেল ।  


 গালিলিও পেলেন হাতের মধ্যে বিশ্বসমীক্ষার এক প্রধান যন্ত্র । দূরবিনে ধরা পড়ল চাঁদের পাহাড়, ছায়াপথের মধ্যে লক্ষ লক্ষ তারার সমাবেশ চোখে ধরা পড়ল , আবার এল নতুন নতুন উপগ্রহের খবর । কোপারনিকাসের সমীক্ষাকে প্রতিষ্ঠা দিতে চেষ্টা করলেন । তখনকার দিনে ধার্মিক পণ্ডিতেরা এসব  বিশ্বাস করতে চাইলেন না । তারা ভাবলেন , যা চোখে দেখা যায় না তা যন্ত্রে প্রতিপন্ন হলে সেটা যন্ত্রেরই কারসাজি । গালিলিও এই কুসংস্কারাচ্ছন্ন মানুষ ও কোনাে কথাকে গ্রাহ্য না করে নিজের  আবিষ্কারে মগ্ন থাকলেন । আর এর ফলেই গালিলিওর জীবনে । নেমে আসে চরম বিপর্যয় । ধর্মযাজকদের কুসংস্কারের বলি হলেন গালিলিও । লেখক মন্তব্য করেন— “ তিনি কুসংস্কার ও ধর্মান্ধতার যাতায় গুঁড়াে হয়ে গেলেন ।”

 

কোন মন্তব্য নেই