অদ্বৈত বেদান্ত MCQ প্রশ্নোত্তর
১। ব্রহ্মসূত্র গ্রন্থটির রচয়িতা ?
ক) মহর্ষি গৌতম
খ) মহর্ষি বাৎস্যায়ন
গ) মহর্ষি কপিল
ঘ) শংকরাচার্য
উত্তর : খ) মহর্ষি বাৎস্যায়ন
২। শ্রীভাষ্য গ্রন্থটি কার রচনা ?
ক) মাধবাচার্য
খ) রামানুজ
গ) শংকর
ঘ) গোবিন্দাচার্য
উত্তর : খ) রামানুজ
৩। অদ্বৈতবাদের প্রথম প্রবক্তা কে ?
ক) বল্লভাচার্য
খ) গৌড়পাদ
গ) নিম্বার্ক
ঘ) মধব
উত্তর : খ) গৌড়পাদ
৪। পদ্মপাদাচার্যের গুরু কে ?
ক) শংকর
খ) গৌড়পাদ
গ) রামানুজ
ঘ) বল্লভাচার্য
উত্তর : ক) শংকর
৫। আচার্য শংকরের গুরু কে ?
ক) গৌড়পাদ
খ) গোবিন্দ
গ) বদরায়ন
ঘ) বল্লভাচার্য
উত্তর : খ) গোবিন্দ
৬। আচার্য গোবিন্দের গুরু কে ?
ক) বদরায়ন
খ) বল্লভাচার্য
গ) গৌড়পাদ
ঘ) নিম্বার্ক
উত্তর : গ) গৌড়পাদ
৭। অদ্বৈত মতে প্রমাণ কয় প্রকার ?
ক) পাঁচ প্রকার
খ) ছয় প্রকার
গ) চার প্রকার
ঘ) তিন প্রকার
উত্তর : খ) ছয় প্রকার
৮। ব্রহ্মসূত্র এর শ্লোক সংখ্যা কয়টি ?
ক) ৫৫৫ টি
খ) ৬৫৫ টি
গ) ৩৩৩ টি
ঘ) ৭৭৭ টি
উত্তর : ক) ৫৫৫ টি
৯। ‘পঞ্চমবেদ’ কাকে বলা হয় ?
ক) ইতিহাস পুরানকে
খ) গণিতশাস্ত্রকে
গ) দেববিদ্যাকে
ঘ) ব্রহ্মসূত্রকে
উত্তর : ক) ইতিহাস পুরানকে
১০। সমস্ত বেদের বেদ কি ?
ক) দেববিদ্যা
খ) ব্যাকরণ
গ) ইতিহাস পুরাণ
ঘ) গীতা
উত্তর : খ) ব্যাকরণ
১১। বেদের অপর নাম কী ?
ক) শ্রুতি
খ) সংহিতা
গ) বেদান্ত
ঘ) মন্ত্র
উত্তর : ক) শ্রুতি
১২। ‘বেদান্ত’ শব্দের অর্থ কী ?
ক) বেদের আগে
খ) বেদের অন্তে বা শেষে
গ) বেদের মধ্যে
ঘ) সমগ্র বেদের মধ্যে
উত্তর : খ) বেদের অন্তে বা শেষে
১৩। আচার্য শংকরের ভাষ্য গ্রন্থটি কি ?
ক) শ্রীভাষ্য
খ) শারীরিকভাষ্য
গ) পূর্ণভাষ্য
ঘ) দ্বৈতাদ্বৈতভাষ্য
উত্তর : খ) শারীরিকভাষ্য
১৪। বেদের কয়টি অংশ ও কী কী ?
ক) দুটি অংশ - ব্রহ্ম ও মন্ত্র
খ) দুটি অংশ - মন্ত্র বা সংহিতা ও আরন্যক
গ) তিনটি অংশ - মন্ত্র , ব্রাহ্মণ ও আরন্যক
ঘ) চারটি অংশ - মন্ত্র না সংহিতা , ব্রাহ্মণ , আরন্যক ও উপনিষদ
উত্তর : ঘ) চারটি অংশ - মন্ত্র না সংহিতা , ব্রাহ্মণ , আরন্যক ও উপনিষদ
১৫। শংকরাচার্যের মতবাদ কি নামে পরিচিত ?
ক) বিশিষ্টদ্বৈতবাদ
খ) দ্বৈতবাদ
গ) শূন্যবাদ
ঘ) অদ্বৈতবাদ
উত্তর : ঘ) অদ্বৈতবাদ
১৬। সর্বদর্শনসংগ্রহ গ্রন্থের রচয়িতা কে ?
ক) উদয়ন
খ) বল্লভাচার্য
গ) মাধবাচার্য
ঘ) রামানুজ
উত্তর : গ) মাধবাচার্য
১৭। উপনিষদকে বলা হয় ?
ক) বেদ
খ) বেদাঙ্গ
গ) বেদান্ত
ঘ) বিদ্যা
উত্তর : গ) বেদান্ত
১৮। পূর্ণভাষ্য রচনা করেছেন ?
ক) শংকরাচার্য
খ) রামানুজাচার্য
গ) মাধবাচার্য
ঘ) শ্রীজীবাচার্য
উত্তর : গ) মাধবাচার্য
১৯। ‘ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা’ – বলেছেন ?
ক) শংকরাচার্য
খ) রামানুজ
গ) গৌতম বুদ্ধ
ঘ) মহর্ষি গৌতম
উত্তর : ক) শংকরাচার্য
২০। আবরণ ও বিক্ষেপ এই দুটি কাজ হল ?
ক) ব্রহ্মের
খ) জীবের
গ) জগতের
ঘ) মায়ার
উত্তর : ঘ) মায়ার
২১। অদ্বৈত বেদান্ত মতে মায়া ?
ক) সৎ
খ) অসৎ
গ) সদসৎ
ঘ) অনিবচনীয়
উত্তর : ঘ) অনিবচনীয়
২২। ব্রহ্মসূত্র গ্রন্থটির রচয়িতা হলেন ?
ক) মহর্ষি গৌতম
খ) মহর্ষি কপিল
গ) শংকরাচার্য
ঘ) মহর্ষি বাদরায়ন
উত্তর : ঘ) মহর্ষি বাদরায়ন
২৩। শংকরাচার্যের বেদান্ত দর্শন কি নামে পরিচিত ?
ক) অদ্বৈতবাদ
খ) দ্বৈতবাদ
গ) বিশিষ্টদ্বৈতবাদ
ঘ) দ্বৈতাদ্বৈতবাদ
উত্তর : ক) অদ্বৈতবাদ
২৪। আচার্য শংকর হলেন _______দার্শনিক ।
ক) বৈশেষিক
খ) বেদান্ত
গ) ন্যায়
ঘ) সাংখ্য
উত্তর : খ) বেদান্ত
২৫। কার মতে – ‘জগৎ হল মায়ার সৃষ্টি’ ?
ক) শংকর
খ) রামানুজ
গ) গোবিন্দপাদ
ঘ) মধব
উত্তর : ক) শংকর
২৬। ‘জীব ও ব্রহ্ম অভিন্ন’ – এ কথা বলেছেন ?
ক) বৌদ্ধদর্শন সম্প্রদায়
খ) অদ্বৈত বেদান্তদর্শন সম্প্রদায়
গ) ন্যায়দর্শন সম্প্রদায়
ঘ) যোগদর্শন সম্প্রদায়
উত্তর : খ) অদ্বৈত বেদান্তদর্শন সম্প্রদায়
কোন মন্তব্য নেই