পাশ্চাত্য দর্শনের ধারণা MCQ প্রশ্নোত্তর
১। নিচের কোনটি দর্শনের শাখা হিসেবে গণ্য হতে পারে না ?
ক) ভৌতবিজ্ঞান
খ) নীতিবিজ্ঞান
গ) অধিবিদ্যা
ঘ) কলাবিদ্যা
উত্তর : ক) ভৌতবিজ্ঞান
২। ‘Metaphysics’ শব্দটি প্রথম ব্যাবহার করেন ?
ক) লক
খ) বার্কলে
গ) হিউম
ঘ) অ্যারিস্টটল
উত্তর : ঘ) অ্যারিস্টটল
৩। ‘Ethics’ শব্দটি কী শব্দ ?
ক) গ্রিক শব্দ
খ) লাতিন শব্দ
গ) ফরাসী শব্দ
ঘ) জার্মান শব্দ
উত্তর : ক) গ্রিক শব্দ
৪। কার মতে যুক্তিবিজ্ঞান ও দর্শন অভিন্ন ?
ক) হোয়াইটহেড
খ) লাইবনিজ
গ) কান্ট
ঘ) রাসেল
উত্তর : ঘ) রাসেল
৫। কার মতে , দর্শন হল জ্ঞান সম্পর্কিত বিজ্ঞান ?
ক) ফিকটে
খ) পলসন
গ) পেরি
ঘ) স্পেনসার
উত্তর : ক) ফিকটে
৬। সত্য , শিব ও সুন্দর এই তিনটি হল মানব জীবনের ?
ক) আপেক্ষিক মূল্য
খ) অনিত্য মূল্য
গ) চরম মূল্য
ঘ) ব্যাবহারিক মূল্য
উত্তর : গ) চরম মূল্য
৭। অধিবিদ্যাকে ‘First Philosophy’ বলেছেন ?
ক) প্লেটো
খ) অ্যারিস্টটল
গ) সক্রেটিস
ঘ) থেলস
উত্তর : গ) সক্রেটিস
৮। দর্শনের যে শাখা জ্ঞানের স্বরূপ , সম্ভবনা , প্রকৃতি নিয়ে আলোচনা করে , তাহল ?
ক) জ্ঞানবিদ্যা
খ) অধিবিদ্যা
গ) নীতিবিদ্যা
ঘ) তর্কবিদ্যা
উত্তর : ক) জ্ঞানবিদ্যা
৯। ‘অধিবিদ্যা সম্ভব নয়’ এ কথা বলেছেন ?
ক) দেকার্ত
খ) স্পিনোজা
গ) হিউম
ঘ) এয়ার
উত্তর : গ) হিউম
১০। অধিবিদ্যার জ্ঞান হল ?
ক) ধারণার সম্বন্ধ বিষয়ক জ্ঞান
খ) তথ্য সংক্রান্ত জ্ঞান
গ) অতীন্দ্রিয় সত্তার জ্ঞান
ঘ) এদের কোনোটিই নয়
উত্তর : গ) অতীন্দ্রিয় সত্তার জ্ঞান
১১। ‘আমি কে’ – এরূপ প্রশ্নটি হল ?
ক) জ্ঞানবিদ্যার
খ) অধিবিদ্যার
গ) তর্কবিদ্যার
ঘ) নীতিবিদ্যার
উত্তর : খ) অধিবিদ্যার
১২। Metaphysics গ্রন্থটির রচয়িতা হলেন ?
ক) সক্রেটিস
খ) প্লেটো
গ) অ্যারিস্টটল
ঘ) জেনো
উত্তর : গ) অ্যারিস্টটল
১৩। The Republic গ্রন্থটির রচয়িতা হলেন ?
ক) সক্রেটিস
খ) প্লেটো
গ) অ্যারিস্টটল
ঘ) হেরাক্লিটাস
উত্তর : খ) প্লেটো
১৪। Theaetetus গ্রন্থটির রচয়িতা হলেন ?
ক) অ্যারিস্টটল
খ) সক্রেটিস
গ) প্লেটো
ঘ) পারমিনাইডিস
উত্তর : গ) প্লেটো
১৫। প্লেটো হলেন একজন ?
ক) গ্রিক দার্শনিক
খ) ইংরেজ দার্শনিক
গ) ফরাসী দার্শনিক
ঘ) জার্মান দার্শনিক
উত্তর : ক) গ্রিক দার্শনিক
১৬। ভারতীয় দার্শনিক হলেন ?
ক) রামানুজ
খ) এয়ার
গ) বার্গসো
ঘ) থেলস
উত্তর : ক) রামানুজ
১৭। সমাজ হল ?
ক) অচেতন জনগোষ্ঠী
খ) জনগোষ্ঠী
গ) সচেতন জনগোষ্ঠী
ঘ) ধর্মীয় জনগোষ্ঠী
উত্তর : গ) সচেতন জনগোষ্ঠী
১৮। ‘দর্শনের কাজ হল ভাষার বিশ্লেষন’ – এ কথা বলেছেন ?
ক) দেকার্ত
খ) হিউম
গ) ভিতগেনস্টাইন
ঘ) কান্ট
উত্তর : গ) ভিটগেনস্টাইন
১৯। ‘দর্শন ও জ্ঞানবিদ্যা অভিন্ন’ – এ কথা বলেছেন ?
ক) হিউম
খ) বার্কলে
গ) দেকার্ত
ঘ) কান্ট
উত্তর : ঘ) কান্ট
২০। ‘দর্শন = অধিবিদ্যা’ – অভিমতটি হল ?
ক) কান্টের
খ) হিউমের
গ) দেকার্তের
ঘ) প্লেটোর
উত্তর : ঘ) প্লেটোর
২১। ‘দর্শন ও জ্ঞানবিদ্যা অভিন্ন নয়’ – এ কথা বলেছেন ?
ক) পেরি
খ) লক
গ) এয়ার
ঘ) সাত্রে
উত্তর : ক) পেরি
২২। ‘Metaphysics’ শব্দটির অর্থ কী ?
ক) অধিবিদ্যা
খ) জ্ঞানবিদ্যা
গ) নীতিবিদ্যা
ঘ) সমাজবিদ্যা
উত্তর : ক) অধিবিদ্যা
২৩। কার মতে দর্শন ও অধিবিদ্যা অভিন্ন ?
ক) দেকার্ত
খ) প্লেটো
গ) হুসাল
ঘ) হিউম
উত্তর : খ) প্লেটো
২৪। অধিবিদ্যার আলোচ্য বিষয় হল ?
ক) জ্ঞান
খ) রাজনীতি
গ) সমাজ
ঘ) পরমতত্ত্ব
উত্তর : ঘ) পরমতত্ত্ব
২৫। অধিবিদ্যাকে প্রথম দর্শন আখ্যা দিয়েছিলেন ?
ক) প্লেটো
খ) অ্যারিস্টটল
গ) কান্ট
ঘ) দেকার্ত
উত্তর : ঘ) দেকার্ত
২৬। দর্শনের যে শাখা যুক্তির বৈধতা নিয়ে আলোচনা করে তা হল ?
ক) অধিবিদ্যা
খ) তর্কবিদ্যা
গ) জ্ঞানবিদ্যা
ঘ) ধর্মদর্শন
উত্তর : খ) তর্কবিদ্যা
২৭। Critique of Pure Reason গ্রন্থটি কার লেখা ?
ক) হিউম
খ) লক
গ) প্লেটো
ঘ) কান্ট
উত্তর : ঘ) কান্ট
২৮। দর্শন ছাড়া বিজ্ঞান ?
ক) স্বপ্নহীন
খ) আত্মাহীন
গ) দেহহীন
ঘ) অলীক
উত্তর : খ) আত্মাহীন
২৯। ‘দর্শনের পদ্ধতি হল গাণিতিক পদ্ধতি’ – এ কথা মনে করেন ?
ক) অভিজ্ঞতাবাদীরা
খ) বুদ্ধিবাদীরা
গ) ভাববাদীরা
ঘ) বস্তুবাদীরা
উত্তর : খ) বুদ্ধিবাদীরা
৩০। ‘ধারণার উৎস হল মুদ্রণ’ বলেছেন ?
ক) দেকার্ত
খ) হিউম
গ) বার্কলে
ঘ) লাইবনিজ
উত্তর : খ) হিউম
৩১। দর্শন ও বিজ্ঞান হল পারস্পরিকভাবে ?
ক) বিরুদ্ধে
খ) সমগোত্রীয়
গ) পরিপূরক
ঘ) সংশয়াত্মক
উত্তর : গ) পরিপূরক
৩২। গুরুশিষ্যর পরম্পরা হল ?
ক) সক্রেটিস → প্লেটো →অ্যারিস্টটল
খ) প্লেটো → সক্রেটিস → অ্যারিস্টটল
গ) অ্যারিস্টটল → প্লেটো → সক্রেটিস
ঘ) সক্রেটিস → অ্যারিস্টটল → প্লেটো
উত্তর : ক) সক্রেটিস → প্লেটো →অ্যারিস্টটল
৩৩। ‘সামান্যের ধারণা আগে , পরে আসে বিশেষের ধারণা’ এ কথা বলেছেন ?
ক) কান্ট
খ) হিউম
গ) প্লেটো
ঘ) অ্যারিস্টটল
উত্তর : গ) প্লেটো
৩৪। ‘বিশেষের ধারণা আগে আসে , পরে আসে সামান্যের ধারণা’ – এ কথা বলেছেন ?
ক) প্লেটো
খ) অ্যারিস্টটল
গ) মারভিন
ঘ) হেগেল
উত্তর : খ) অ্যারিস্টটল
৩৫। দর্শনকে বিজ্ঞানের ঐক্যবদ্ধ জ্ঞান বলেছেন ?
ক) মারভিন
খ) পেরি
গ) স্পেনসার
ঘ) ওয়েবার
উত্তর : গ) স্পেনসার
৩৬। বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি হল ?
ক) সামগ্রিক
খ) আংশিক
গ) কাল্পনিক
ঘ) আনুমানিক
উত্তর : খ) আংশিক
৩৭। দর্শনের দৃষ্টিভঙ্গি হল ?
ক) সামগ্রিক
খ) আংশিক
গ) কাল্পনিক
ঘ) আনুমানিক
উত্তর : ক) সামগ্রিক
৩৮। ‘ধারণার জগৎ হল পরমতত্ত্বের জগৎ’ – এ কথা বলেছেন ?
ক) সক্রেটিস
খ) প্লেটো
গ) হিউম
ঘ) লক
উত্তর : খ) প্লেটো
৩৯। সাধারণ জ্ঞান , বিজ্ঞান ও দর্শনের পার্থক্য হল ?
ক) প্রত্যক্ষগত
খ) অনুমানগত
গ) প্রকৃতিগত
ঘ) মাত্রাগত
উত্তর : ঘ) মাত্রাগত
৪০। ‘দর্শন হল বিশ্ব সম্বন্ধে সম্পূর্ন ঐক্যবদ্ধ জ্ঞান’ – এটি কার মত ?
ক) কান্ট
খ) দেকার্ত
গ) স্পেন
ঘ) প্লেটো
উত্তর : গ) স্পেনসার
কোন মন্তব্য নেই