বৌদ্ধ দর্শন MCQ প্রশ্নোত্তর
১। বৌদ্ধ সম্প্রদায় হল ?
ক) একটি
খ) তিনটি
গ) ছয়টি
ঘ) চারটি
উত্তর : ঘ) চারটি
২। ‘প্রতিত্যসনুৎপাদ’ – এই ধারণাটি আছে কোন আর্যসত্য ?
ক) প্রথম
খ) দ্বিতীয়
গ) তৃতীয়
ঘ) চতুর্থ
উত্তর : খ) দ্বিতীয়
৩। নির্বানের পথ কয়টি ?
ক) একটি
খ) আটটি
গ) ছয়টি
ঘ) নয়টি
উত্তর : খ) আটটি
৪। ‘যা সৎ , তাই ক্ষণিক’ – এ কথা কে বলেছেন ?
ক) বৌদ্ধদর্শন
খ) মীমাংসাদর্শন
গ) বেদান্তদর্শন
ঘ) জৈনদর্শন
উত্তর : ক) বৌদ্ধদর্শন
৫। বৌদ্ধ দর্শনে আত্মা সম্পর্কিত মতবাদটি কি নামে পরিচিত ?
ক) নৈরাত্মববাদ
খ) ক্ষণিকত্ববাদ
গ) দেহাত্ম্যবাদ
ঘ) অনিত্যবাদ
উত্তর : ক) নৈরাত্মববাদ
৬। বৌদ্ধ ক্ষণিকত্ত্ববাদের অর্থ কী ?
ক) সব কিছুই অনিত্য
খ) সব কিছুই সত্য
গ) সব কিছুই শাশ্বত
ঘ) কোনোটিই নয়
উত্তর : ক) সব কিছুই অনিত্য
৭। বুদ্ধদেবের বাল্যনাম কি ছিল ?
ক) বুদ্ধ
খ) গৌতম
গ) সিদ্ধার্থ
ঘ) কপিলানন্দ
উত্তর : গ) সিদ্ধার্থ
৮। মাধ্যমিক সম্প্রদায়ের মুখ্য প্রবক্তা কে ?
ক) নাগার্জুন
খ) আর্যদেব
গ) বুদ্ধপালিত
ঘ) ধর্মকীর্তি
উত্তর : ক) নাগার্জুন
৯। সম্যক আজীব কি ?
ক) সৎচিন্তা
খ) সৎভাবে জীবনযাপন
গ) সৎ উদ্দেশ্য
ঘ) সৎসঙ্গ
উত্তর : খ) সৎভাবে জীবনযাপন
১০। বৌদ্ধদের কার্যকারণ তত্ত্বটি কি নামে পরিচিত ?
ক) প্রতিত্যসনুৎপাদ
খ) অর্থক্রিয়াকারিত্ত্ববাদ
গ) কর্মবাদ
ঘ) ক্ষণিকত্ত্ববাদ
উত্তর : ক) প্রতিত্যসনুৎপাদ
১১। বৌদ্ধ মতে , সদবস্তু মাত্র ?
ক) নিত্য
খ) ক্ষণিক
গ) দ্বিক্ষণস্থায়ী
ঘ) অনেকক্ষণ স্থায়ী
উত্তর : খ) ক্ষণিক
১২। বৌদ্ধদের আত্মা সম্পর্কিত মতের নাম______।
ক) দেহাত্মবাদ
খ) মনাত্মবাদ
গ) অনাত্মবাদ
ঘ) অদ্বৈতবাদ
উত্তর : গ) অনাত্মবাদ
১৩। কোন দর্শনে ত্রিপিটক হল আকর গ্রন্থ ?
ক) বৌদ্ধদর্শনে
খ) চার্বাকদর্শনে
গ) ন্যায়দর্শনে
ঘ) যোগদর্শনে
উত্তর : ক) বৌদ্ধদর্শনে
১৪। বৌদ্ধ মতে দুঃখের কারণ কী ?
ক) বেদনা
খ) অবিদ্যা
গ) স্পর্শ
ঘ) সংস্কার
উত্তর : খ) অবিদ্যা
১৫। বৌদ্ধ দর্শনে ‘ভব’ শব্দের অর্থ হল ?
ক) জন্মের ইচ্ছা
খ) জন্মের বিতৃষ্ণা
গ) জন্মের সময়
ঘ) জন্মের পরিণতি
উত্তর : ক) জন্মের ইচ্ছা
১৬। বুদ্ধচরিত গ্রন্থের রচয়িতা হলেন ?
ক) নাগাজুন
খ) অশ্বঘোষ
গ) বসুবন্ধু
ঘ) কমলশীল
উত্তর : খ) অশ্বঘোষ
১৭। বৌদ্ধ দর্শনে মোক্ষকে বলা হয় ?
ক) কৈবল্য
খ) অপবর্গ
গ) যুক্তি
ঘ) নির্বাণ
উত্তর : ঘ) নির্বাণ
১৮। ‘রূপ’ এবং ‘নাম’ নিয়ে গঠিত হয় ?
ক) কামরূপ
খ) নামরূপ
গ) ধামরূপ
ঘ) বাসনারূপ
উত্তর : খ) নামরূপ
১৯। দুঃখের কারণ আছে মতটি হল ______দার্শনিকের ।
ক) চার্বাক
খ) ন্যায়
গ) বৌদ্ধ
ঘ) বেদান্ত
উত্তর : গ) বৌদ্ধ
২০। ‘ক্ষণিকত্ত্বই সৎ এর লক্ষণ’ – এ কথা বলেন ?
ক) চার্বাক
খ) বৌদ্ধ
গ) ন্যায়
ঘ) অদ্বৈত বেদান্ত
উত্তর : খ) বৌদ্ধ
২১। বৌদ্ধ কার্যকারণ তত্ত্ব হল ?
ক) দেহাত্মবাদ
খ) ক্ষণিকবাদ
গ) প্রতিত্যসনুৎপাদ
ঘ) মায়াবাদ
উত্তর : গ) প্রতিত্যসনুৎপাদ
২২। বৌদ্ধরা কোন আত্মা স্বীকার করেন না ?
ক) নিত্য
খ) অনিত্য
গ) ক্ষণিক
ঘ) চেতনাপ্রবাহের
উত্তর : ক) নিত্য
২৩। আর্যসত্য চতুষ্টয় মেনেছেন ?
ক) চার্বাক
খ) ন্যায়
গ) বৌদ্ধ
ঘ) বেদান্ত
উত্তর : গ) বৌদ্ধ
২৪। বৌদ্ধ দর্শন অনুসারে দুঃখের কারণ হল ?
ক) অবিদ্যা
খ) বিজ্ঞান
গ) জাতি
ঘ) জন্ম
উত্তর : ক) অবিদ্যা
২৫। বৌদ্ধদর্শনে পঞ্চস্কন্দের সমষ্টিকে কি বলা হয় ?
ক) মন
খ) দেহ
গ) আত্মা
ঘ) জড়
উত্তর : গ) আত্মা
২৬। বৌদ্ধদর্শনে আর্যসত্যের সংখ্যা হল ?
ক) দুটি
খ) তিনটি
গ) চারটি
ঘ) পাঁচটি
উত্তর : গ) চারটি
২৭। ক্ষনিকত্ত্ববাদ স্বীকৃত হয়েছে ?
ক) চার্বাকদর্শনে
খ) ন্যায়দর্শনে
গ) বৌদ্ধদর্শনে
ঘ) বেদান্তদর্শনে
উত্তর : গ) বৌদ্ধদর্শনে
২৮। হীনযানিরা যে সম্প্রদায়ভুক্ত তার নাম কী ?
ক) ভাববাদী
খ) শূন্যবাদী
গ) বস্তুবাদী
ঘ) বিজ্ঞানবাদী
উত্তর : গ) বস্তুবাদী
২৯। ‘বাহ্যবস্তুর অস্তিত্ব প্রত্যক্ষলব্ধ নয় , অনুমানলব্ধ’ এই মত হল ?
ক) বৈজ্ঞানিকদের
খ) সৌত্রান্তিকদের
গ) মাধ্যমিকদের
ঘ) যোগাচারবাদীদের
উত্তর : খ) সৌত্রান্তিকদের
৩০। বৌদ্ধরা মোট কয়টি সম্প্রদায়ের বিভক্ত ?
ক) তিনটি
খ) দুটি
গ) চারটি
ঘ) ছয়টি
উত্তর : গ) চারটি
৩১। ‘হীনযান’ সম্প্রদায়ের অপর নাম হল ?
ক) থেরবাদ
খ) হেরবাদ
গ) গেরবাদ
ঘ) সংবাদ
উত্তর : ক) থেরবাদ
৩২। ‘বাহ্যবস্তুর অস্তিত্ব প্রত্যক্ষলব্ধ নয় অনুমানলব্ধ’ – এই মতটি হল ?
ক) মাধ্যমিকদের
খ) বৈভাষিকদের
গ) সৌত্রান্তিকদের
ঘ) যোগাচারদের
উত্তর : গ) সৌত্রান্তিকদের
৩৩। সৌত্রান্তিক মতবাদ হল ?
ক) বাহ্যপ্রত্যক্ষবাদ
খ) বাহ্য অনুমেয়বাদ
গ) ভাববাদ
ঘ) মায়াবাদ
উত্তর : খ) বাহ্য অনুমেয়বাদ
৩৪। সৌত্রান্তিক দর্শনের প্রতিষ্ঠাতা হলেন ?
ক) মৈত্রেয়নাথ
খ) কুমারিলভট্ট
গ) কুমারলব্ধ
ঘ) বসুমিত্র
উত্তর : গ) কুমারলব্ধ
৩৫। বস্তুবাদী বৌদ্ধদর্শনের সংখ্যা হল ?
ক) এক
খ) দুই
গ) তিন
ঘ) চার
উত্তর : খ) দুই
কোন মন্তব্য নেই