বুধবার, ৬ জুলাই, ২০২২

দ্রব্য MCQ প্রশ্নোত্তর

 

একাদশ শ্রেণী দর্শন class xi 11 eleven philosophy দ্রব্য MCQ প্রশ্নোত্তর drobo MCQ question answer

১। ‘বিমূর্ত জড়দ্রব্যের অস্তিত্ব নেই ।’ উক্তিটি কার ?


ক) লক 


খ) বার্কলে 


গ) দেকার্ত


ঘ) কান্ট 



উত্তর : খ) বার্কলে


২। ‘দ্রব্য = ঈশ্বর = প্রকৃতি’ বলেছেন ? 


ক) দেকার্ত


খ) স্পিনোজা


গ) লাইবনিজ 


ঘ) লক 



উত্তর : খ) স্পিনোজা


৩। ‘ঈশ্বরই একমাত্র দ্রব্য’ বলেছেন ? 


ক) দেকার্ত


খ) স্পিনোজা


গ) হিউম 


ঘ) কান্ট 



উত্তর : খ) স্পিনোজা


৪। ‘দ্রব্য হল সামান্য ও বিশেষের সম্বন্ধয় ।’ বলেছেন ? 


ক) প্লেটো 


খ) অ্যারিস্টটল 


গ) কান্ট 


ঘ) দেকার্ত



উত্তর : খ) অ্যারিস্টটল


৫। জড়দ্রব্যর অস্তিত্ব অস্বীকার করেন ? 


ক) দেকার্ত


খ) লক


গ) অ্যারিস্টটল 


ঘ) বার্কলে 



উত্তর : ঘ) বার্কলে




৬। দ্রব্য হল ? 


ক) গুণের আশ্রয় 


খ) অভিজ্ঞতার আশ্রয়


গ) ধারণার আশ্রয়


ঘ) নিজের আশ্রয়



উত্তর : ক) গুণের আশ্রয়


৭। দ্রব্য নিজে কি ক্রিয়াশীল ? 


ক) দ্রব্য নিজে ক্রিয়াশীল 


খ) দ্রব্য নিজে ক্রিয়াশীল নয়


গ) দ্রব্য নিজে ক্রিয়াশীল এবং অক্রিয়াশীল উভয়ই


ঘ) সবসময়ই ক্রিয়াশীল



উত্তর : ক) দ্রব্য নিজে ক্রিয়াশীল


৮। ‘দ্রব্য হল কতকগুলি গুণের সমষ্টি’ – কে বলেছেন ? 


ক) অ্যারিস্টটল 


খ) হিউম 


গ) লক 


ঘ) বার্কলে 



উত্তর : খ) হিউম 


৯। গুণ ও ক্রিয়ার আশ্রয়রূপে দ্রব্যকে উল্লেখ করেছেন ? 


ক) প্লেটো 


খ) লক 


গ) কান্ট 


ঘ) হিউম 



উত্তর : খ) লক 


১০। ‘জড়দ্রব্য বলে কিছু নাই’ – বলেছেন ? 


ক) বার্কলে 


খ) হিউম


গ) লক 


ঘ) প্লেটো 



উত্তর : ক) বার্কলে 




১১। সমস্ত প্রকার দ্রব্যকে অস্বীকার করেছেন ? 


ক) লক 


খ) বার্কলে 


গ) হিউম 


ঘ) কান্ট 



উত্তর : খ) বার্কলে


১২। কে তাঁর Metaphysics নামক গ্রন্থে দ্রব্যর আলোচনা করেছেন ? 


ক) প্লেটো 


খ) অ্যারিস্টটল 


গ) কান্ট  


ঘ) বার্কলে



উত্তর : খ) অ্যারিস্টটল


১৩। অ্যারিস্টটল তাঁর Metaphysics গ্রন্থে কয় প্রকার দ্রব্যর উল্লেখ করেছেন ? 


ক) দুই 


খ) চার 


গ) পাঁচ 


ঘ) তিন 



উত্তর : খ) চার


১৪। Meditation গ্রন্থের রচয়িতা হলেন ? 


ক) লক 


খ) কান্ট 


গ) দেকার্ত 


ঘ) বার্কলে



উত্তর : গ) দেকার্ত 


১৫। একজন বহুত্ববাদী দার্শনিক হলেন ? 


ক) স্পিনোজা


খ) লাইবনিজ 


গ) প্লেটো 


ঘ) দেকার্ত 



উত্তর : খ) লাইবনিজ 




১৬। ‘বিশেষ বিশেষ বস্তু বা ব্যাক্তি আকার ও উপাদানের মিলিত ফল’ এ কথা বলেছেন ? 


ক) প্লেটো 


খ) অ্যারিস্টটল 


গ) দেকার্ত 


ঘ) হিউম



উত্তর : খ) অ্যারিস্টটল 


১৭। আত্মার অস্তিত্ব অস্বীকার করেছেন ? 


ক) প্লেটো 


খ) দেকার্ত 


গ) লাইবনিজ 


ঘ) হিউম



উত্তর : ঘ) হিউম


১৮। ‘দ্রব্য সর্বদা বিশেষ্য পদ হয় ।’ এ কথা বলেছেন ? 


ক) প্লেটো 


খ) অ্যারিস্টটল 


গ) লক 


ঘ) কান্ট 



উত্তর : খ) অ্যারিস্টটল


১৯। বিমূর্ত সামান্য ধারণা খন্ডন করেছেন ? 


ক) প্লেটো 


খ) হেসেল 


গ) বার্কলে 


ঘ) হিউম



উত্তর : গ) বার্কলে


২০। ‘দ্রব্য হল অবিভাজ্য , স্বয়ংক্রিয় এবং চেতন’ – এ কথা বলেছেন ? 


ক) লক 


খ) দেকার্ত


গ) লাইবনিজ 


ঘ) স্পিনোজা



উত্তর : গ) লাইবনিজ




২১। ‘যা স্বনির্ভর তা - ই দ্রব্য’ – কে বলেছেন ? 


ক) লক 


খ) বার্কলে 


গ) দেকার্ত


ঘ) হিউম



উত্তর : গ) দেকার্ত


২২। ‘দ্রব্য হল গুণের অজ্ঞাত আধার’ – কে বলেছেন ? 


ক) স্পিনোজা 


খ) লক 


গ) দেকার্ত


ঘ) হিউম



উত্তর : খ) লক


২৩। কোন দার্শনিক স্থায়ী আত্মার অস্তিত্বকে অস্বীকার করেছেন ? 


ক) হিউম


খ) প্লেটো 


গ) বার্কলে 


ঘ) ফিকটে



উত্তর : ক) হিউম


২৪। লকের মতে দ্রব্য মোট কয়টি ? 


ক) তিনটি 


খ) দুটি 


গ) চারটি 


ঘ) ছয়টি 



উত্তর : ক) তিনটি


২৫। দ্রব্য = মনাদ – লাইবনিজের অনুসরণে এ কথাটি হল ? 


ক) যথার্থ 


খ) অযথার্থ


গ) অসম্ভব 


ঘ) অযৌক্তিক



উত্তর : ক) যথার্থ




২৬। হিউমের মতে ধারণা হল ইন্দ্রিয়জের ? 


ক) পূর্বগামী


খ) অনুগামী


গ) মধ্যগামী


ঘ) এদের কোনোটিই নয়



উত্তর : খ) অনুগামী


২৭। মুখ্য ও গৌণ গুণের পার্থক্য অস্বীকার করেছেন ? 


ক) লক 


খ) বার্কলে 


গ) হিউম


ঘ) কান্ট 



উত্তর : খ) বার্কলে


২৮। কার মতে দ্রব্য হল জগৎ ও প্রজাতি ? 


ক) হিউমের 


খ) কান্টের 


গ) প্লেটোর 


ঘ) অ্যারিস্টটলের 



উত্তর : ঘ) অ্যারিস্টটলের


২৯। ‘আত্মসক্রিয়তাই দ্রব্যর লক্ষণ’ – বলেছেন ? 


ক) দেকার্ত 


খ) স্পিনোজা 


গ) লাইবনিজ 


ঘ) কান্ট 



উত্তর : গ) লাইবনিজ 







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন