চার্বাক দর্শন MCQ প্রশ্নোত্তর
১। ‘চার্বাক’ শব্দটির উৎপত্তি কোথা থেকে হয়েছে ?
ক) চারু বাক থেকে
খ) চর্ব করা থেকে
গ) চার্বাক মুনির নাম থেকে
ঘ) ভোগবাদ থেকে
উত্তর : ক) চারু বাক থেকে
২। লোকায়ত দর্শন কাদের বলা হয় ?
ক) জৈন দর্শনকে
খ) চার্বাক দর্শনকে
গ) বৌদ্ধ দর্শনকে
ঘ) বেদান্ত দর্শনকে
উত্তর : খ) চার্বাক দর্শনকে
৩। চার্বাকদের নীতিতত্ত্বটি কি ?
ক) আত্মসুখবাদী
খ) পরাথবাদী
গ) নীতিকর্মবাদী
ঘ) কর্তব্যবাদী
উত্তর : ক) আত্মসুখবাদী
৪। ‘নাস্তিক শিরোমণি’ কাদের বলা হয় ?
ক) জৈনদের
খ) চার্বাকদের
গ) বৌদ্ধদের
ঘ) বৈশেষিকদের
উত্তর : খ) চার্বাকদের
৫। চার্বাক মতে মুক্তি কি ?
ক) দেহের বিনাশ
খ) দুঃখের বিনাশ
গ) কামনার বিনাশ
ঘ) বাসনার বিনাশ
উত্তর : ক) দেহের বিনাশ
৬। কর্মবাদের অর্থ হল ?
ক) কর্মকে বাদ দেওয়া
খ) কর্মকে সংযুক্ত করা
গ) কর্মের ফলকে সূচিত করা
ঘ) কর্মফলকে বাদ দেওয়া
উত্তর : গ) কর্মের ফলকে সূচিত করা
৭। চার্বাকরা হলেন ?
ক) আত্মসুখবাদী
খ) সুখবাদী
গ) নৈরাশ্যবাদী
ঘ) পারলৌকিকবাদী
উত্তর : খ) সুখবাদী
৮। চার্বাক মতে , জীবনের মুখ্য পুরুষার্থ হল ?
ক) ধর্ম
খ) অর্থ
গ) মোক্ষ
ঘ) কাম
উত্তর : ঘ) কাম
৯। ‘চার্বাক’ কথাটির অর্থ হল ?
ক) সুন্দর কথা
খ) ধর্মের কথা
গ) দর্শনের কথা
ঘ) আইনের কথা
উত্তর : ক) সুন্দর কথা
১০। চার্বাক মতে প্রমাণ কয়টি ?
ক) একটি
খ) দুটি
গ) তিনটি
ঘ) চারটি
উত্তর : ক) একটি
১১। চার্বাক মতে প্রমাণ কোনটি ?
ক) অনুমান
খ) প্রত্যক্ষ
গ) উপমান
ঘ) শব্দ
উত্তর : খ) প্রত্যক্ষ
১২। চার্বাক মতে চৈতন্য কি ?
ক) দেহের গুণ
খ) মনের গুণ
গ) নিত্য গুণ
ঘ) অতীন্দ্রিয় গুণ
উত্তর : ক) দেহের গুণ
১৩। ‘প্রত্যক্ষই একমাত্র প্রমাণ’ – ভারতীয় দর্শনে এই কথা বলেছেন ?
ক) বৌদ্ধ দার্শনিকরা
খ) চার্বাক দার্শনিকরা
গ) ন্যায় দার্শনিকরা
ঘ) সাংখ্য দার্শনিকরা
উত্তর : খ) চার্বাক দার্শনিকরা
১৪। চার্বাক মতে প্রত্যক্ষ কি ?
ক) ইন্দ্রিয়াথ সন্নিকর্ষ
খ) চক্ষুর সন্নিকর্ষ
গ) বাহ্যরূপের প্রত্যক্ষ
ঘ) আন্তর প্রত্যক্ষ
উত্তর : ক) ইন্দ্রিয়াথ সন্নিকর্ষ
১৫। চার্বাক মতে অনুমান প্রমাণ নয় কেন ?
ক) প্রত্যক্ষযোগ্য নয় বলে
খ) ব্যাপ্তিনির্ভর বলে
গ) শব্দনির্ভর বলে
ঘ) উপমাননির্ভর বলে
উত্তর : খ) ব্যাপ্তিনির্ভর বলে
১৬। ‘অনুমান প্রমাণ নয়’ – এ কথা বলেছেন ?
ক) বৌদ্ধ
খ) সাংখ্য
গ) চার্বাক
ঘ) ন্যায়
উত্তর : গ) চার্বাক
১৭। ‘ব্যাপ্তিজ্ঞান সম্ভব নয়’ – এ কথা বলেছেন ?
ক) ন্যায়
খ) অদ্বৈত বেদান্ত
গ) চার্বাক
ঘ) বৌদ্ধ
উত্তর : গ) চার্বাক
১৮। ব্যাপ্তিজ্ঞান হল কীসের মূলভিত্তি ?
ক) প্রতক্ষের
খ) অনুমানের
গ) উপমানের
ঘ) শব্দজ্ঞানের
উত্তর : খ) অনুমানের
১৯। চার্বাক মতে , শব্দ এবং উপমান কি নয় ?
ক) প্রমা
খ) প্রমাণ
গ) যথার্থ অনুভব
ঘ) প্রমেয়
উত্তর : খ) প্রমাণ
২০। চার্বাক মতবাদে কয়টি প্রমাণ স্বীকার করা হয় না ?
ক) একটি
খ) দুটি
গ) পাঁচটি
ঘ) একাধিক
উত্তর : ঘ) একাধিক
২১। ক্ষিতি , অপ, তেজ: এবং মরুৎ – এই চারটিকে এক সঙ্গে কি বলা হয় ?
ক) জড়ভূত
খ) অজড়ভূত
গ) চতুভূত
ঘ) ত্রিভুজ
উত্তর : গ) চতুভূত
২২। চার্বাক কার্যকারণবাদের অপর নাম হল ?
ক) সুখবাদ
খ) স্বভাববাদ
গ) জড়বাদ
ঘ) দেহাম্মবাদ
উত্তর : খ) স্বভাববাদ
২৩। চার্বাক জড়বাদের অপর নাম কী ?
ক) ভাববাদ
খ) অদৃষ্টবাদ
গ) ভোগবাদ
ঘ) মোক্ষবাদ
উত্তর : গ) ভোগবাদ
২৪। কারা চতুর্ভূজ স্বীকার করেন ?
ক) চার্বাকরা
খ) বৌদ্ধরা
গ) জৈনরা
ঘ) ন্যায়রা
উত্তর : ক) চার্বাকরা
২৫। যাঁরা চৈতন্যকে জড়ের উপবস্তু বলেন , তাঁরা হলেন ?
ক) বৌদ্ধ
খ) জৈন
গ) চার্বাক
ঘ) মীমাংসক
উত্তর : গ) চার্বাক
২৬। ‘স্বর্গ নেই , পরলোক নেই , আত্মাও নেই’ – অভিমতটি হল ?
ক) বৌদ্ধদের
খ) চার্বাকদের
গ) জৈনদের
ঘ) যোগদের
উত্তর : খ) চার্বাকদের
২৭। চার্বাক দর্শন হল ?
ক) অধ্যাত্মবাদী দর্শন
খ) ভাববাদী দর্শন
গ) জড়বাদী দর্শন
ঘ) বস্তুবাদী দর্শন
উত্তর : গ) জড়বাদী দর্শন
২৮। চার্বাক মতে , কীরূপ দেহ হল আত্মা ?
ক) জড়বিশিষ্ট
খ) চৈতন্যবিশিষ্ট
গ) দেহবিশিষ্ট
ঘ) অচৈতন্যবিশিষ্ট
উত্তর : খ) চৈতন্যবিশিষ্ট
২৯। চার্বাক মতে , পরমতত্ত্ব হল ?
ক) জ্ঞান
খ) চৈতন্য
গ) জড়
ঘ) ব্রহ্ম
উত্তর : গ) জড়
৩০। ভূত চতুষ্টয়বাদ মেনেছেন ?
ক) অদ্বৈতবাদ দার্শনিকরা
খ) চার্বাক দার্শনিকরা
গ) বৌদ্ধ দার্শনিকরা
ঘ) ন্যায় দার্শনিকরা
উত্তর : খ) চার্বাক দার্শনিকরা
কোন মন্তব্য নেই