কার্যকারণ সম্বন্ধ MCQ প্রশ্নোত্তর
১। ‘কারণ ও কার্যের মধ্যে অনিবার্য সম্বন্ধ বিদ্যমান ।’ এই বক্তব্যটি কাদের ?
ক) বুদ্ধিবাদীদের
খ) অভিজ্ঞতাবাদীদের
গ) স্বজ্ঞাবাদীদের
ঘ) বিচারবাদীদের
উত্তর : ক) বুদ্ধিবাদীদের
২। কার মতে কারণের মধ্যে কার্য উৎপাদনের শক্তি আছে ?
ক) হিউমের
খ) কান্টের
গ) লকের
ঘ) ইউয়িং – এর
উত্তর : গ) লকের
৩। দিন ও রাত্রি কীরূপ সম্পর্কে আবদ্ধ ?
ক) কার্যকারণ সম্পর্কে
খ) সহকার্যের সম্পর্কে
গ) কারণ ও শর্তের সম্পর্কে
ঘ) শর্তের সঙ্গে শর্তের সম্পর্কে
উত্তর : খ) সহকার্যের সম্পর্কে
৪। ‘কারণ হল কার্যের নিয়ত পূর্ববর্তী ঘটনা ।’ কে বলেন ?
ক) হিউম
খ) লক
গ) মিল
ঘ) কান্ট
উত্তর : ক) হিউম
৫। লৌকিক মতে , কার্যকারণের মধ্যে কীরূপ সম্বন্ধ বর্তমান ?
ক) আকস্মিক
খ) অবশ্যম্ভব
গ) নিয়ত সংযোগ
ঘ) সবকটি
উত্তর : ঘ) সবকটি
৬। কার মতে , কারণ ও কার্যের মধ্যে বস্তুগত অস্তিত্ব আছে ?
ক) হেগেলের
খ) লকের
গ) বার্কলের
ঘ) হিউমের
উত্তর : ক) হেগেলের
৭। কারণ হল শর্তের ?
ক) সমষ্টি
খ) পূর্বগামী
গ) অনুগামী
ঘ) সহগামী
উত্তর : ক) সমষ্টি
৮। লৌকিক মতবাদকে বলা হয় ?
ক) প্রশক্তি তত্ত্বের ভিত্তি
খ) অনিবার্য তত্ত্বের ভিত্তি
গ) আকস্মিক তত্ত্বের ভিত্তি
ঘ) এদের কোনোটিই নয়
উত্তর : ক) প্রশক্তি তত্ত্বের ভিত্তি
৯। লৌকিক মতে কার্যকারণের সম্বন্ধ কি প্রকার সম্বন্ধ ?
ক) আবশ্যিক
খ) নিয়ত সংযোগ
গ) আকস্মিক
ঘ) স্বাভাবিক
উত্তর : ক) আবশ্যিক
১০। প্রসক্তিবাদের সমর্থক হলেন ?
ক) কান্ট
খ) হিউম
গ) লক
ঘ) ইউয়িং
উত্তর : ঘ) ইউয়িং
১১। প্রসক্তি সম্পর্ককে বলা হয় ?
ক) যৌক্তিক সম্পর্ক
খ) বস্তুগত সম্পর্ক
গ) মনোগত সম্পর্ক
ঘ) কাল্পনিক সম্পর্ক
উত্তর : ক) যৌক্তিক সম্পর্ক
১২। প্রসক্তি কি ধরনের সম্পর্ক ?
ক) অনিবার্য সম্পর্ক
খ) বস্তুগত সম্পর্ক
গ) নিয়ত সম্পর্ক
ঘ) আকস্মিক সম্পর্ক
উত্তর : ক) অনিবার্য সম্পর্ক
১৩। ‘কারক ও কার্যের মধ্যে প্রসক্তি সম্বন্ধ আছে’ – এ কথা বলেছেন ?
ক) লক
খ) ইউয়িং
গ) হিউম
ঘ) দেকার্ত
উত্তর : খ) ইউয়িং
১৪। কার মতে কারণ একটি শক্তি বিশেষ ?
ক) লক
খ) বার্কলে
গ) হিউম
ঘ) মিল
উত্তর : ক) লক
১৫। ‘কার্যকারণ সম্বন্ধের ধারণাটি পূর্বত: সিদ্ধ জ্ঞানাকার’ – এই কথাটি বলেছেন ?
ক) কান্ট
খ) লক
গ) বার্কলে
ঘ) হিউম
উত্তর : ক) কান্ট
১৬। কার্যকারণ সম্পর্কে প্রসক্তি তত্ত্বের প্রবক্তা হলেন ?
ক) হিউম
খ) লক
গ) ইউয়িং
ঘ) কান্ট
উত্তর : গ) ইউয়িং
১৭। ‘কার্য ও কারণের মধ্যে অনিবার্য সম্পর্ক বিদ্যামান’ কারা বলেছেন ?
ক) বুদ্ধিবাদী
খ) অভিজ্ঞতাবাদী
গ) বিচারবাদী
ঘ) স্বজ্ঞাবাদী
উত্তর : ক) বুদ্ধিবাদী
১৮। ‘কারণ কার্যের অনিবার্যতা হল যৌক্তিক অনিবার্যতা’ মানেন ?
ক) হিউম
খ) রাসেল
গ) ইউয়িং
ঘ) বার্কলে
উত্তর : গ) ইউয়িং
১৯। মিল কার্যকারণের মধ্যে কী সম্পর্ক স্বীকার করেছেন ?
ক) সতত সংযোগ
খ) আবশ্যিক
গ) স্বাভাবিক
ঘ) আকস্মিক
উত্তর : খ) আবশ্যিক
২০। ‘ কার্য ও কারণ হল দুটি বিচ্ছিন্ন ঘটনা’ কে বলেন ?
ক) হিউম
খ) কান্ট
গ) লক
ঘ) পেরি
উত্তর : ক) হিউম
২১। কারণ ও কার্যের মধ্যে সতত সংযোগের সম্পর্ক স্বীকার করেছেন ?
ক) লক
খ) হিউম
গ) ইউয়িং
ঘ) কান্ট
উত্তর : খ) হিউম
২২। ‘ কারণ ও কার্য হল দুটি পৃথক ঘটনা ’ – কে বলেন ?
ক) লক
খ) মিল
গ) হিউম
ঘ) কান্ট
উত্তর : গ) হিউম
২৩। কার্যকারণ সম্পর্কে অভিজ্ঞতাবাদীদের মতবাদটি কি নামে পরিচিত ?
ক) সতত সংযোগ তত্ত্ব
খ) প্রশক্তি তত্ত্ব
গ) আবশ্যিক সম্বন্ধ তত্ত্ব
ঘ) লৌকিক সম্বন্ধ তত্ত্ব
উত্তর : ক) সতত সংযোগ তত্ত্ব
২৪। সতত সংযোগ তত্ত্বের প্রবক্তা হলেন ?
ক) লক
খ) হিউম
গ) বার্কলে
ঘ) দেকার্ত
উত্তর : খ) হিউম
২৫। কার্যকারণ সম্বন্ধকে নিয়ত পৌবাপর্য সম্পর্ক বলেছেন ?
ক) হিউম
খ) বার্কলে
গ) লক
ঘ) মিল
উত্তর : ক) হিউম
২৬। কারণ ও কার্যের মধ্যে সতত সংযোগ সম্পর্ক স্বীকার করেছেন ?
ক) লক
খ) হিউম
গ) ইউয়িং
ঘ) কান্ট
উত্তর : খ) হিউম
কোন মন্তব্য নেই