ন্যায় দর্শন MCQ প্রশ্নোত্তর
১। প্রমাণের মাধ্যমে কি পাওয়া যায় ?
ক) প্রমা
খ) সংশয়
গ) বিপর্যয়
ঘ) তর্ক
উত্তর : ক) প্রমা
২। ন্যায়দর্শনের প্রবক্তা হলেন ?
ক) গৌতম বুদ্ধ
খ) কনাদ
গ) গৌতম
ঘ) শংকর
উত্তর : গ) গৌতম
৩। ন্যায়মতে প্রমাণ ?
ক) পাঁচটি
খ) ছয়টি
গ) তিনটি
ঘ) চারটি
উত্তর : ঘ) চারটি
৪। অলৌকিক সন্নিকর্ষ কয় প্রকার ?
ক) ছয় প্রকার
খ) দু প্রকার
গ) তিন প্রকার
ঘ) চার প্রকার
উত্তর : গ) তিন প্রকার
৫। কোন দর্শনকে প্রমাণ শাস্ত্র বলা হয় ?
ক) ন্যায়
খ) মীমাংসা
গ) বেদান্ত
ঘ) যোগ
উত্তর : ক) ন্যায়
৬। রূপকে জানা যায় সন্নিকর্ষ ?
ক) সংযোগ দ্বারা
খ) সংযুক্ত সমবায় দ্বারা
গ) সমবায় দ্বারা
ঘ) সমবেত সমবায় দ্বারা
উত্তর : খ) সংযুক্ত সমবায় দ্বারা
৭। ন্যায়দর্শনের প্রতিষ্ঠাতা হলেন ?
ক) মহর্ষি গৌতম
খ) মহর্ষি জৈমিনি
গ) মহর্ষি কপিল
ঘ) আচার্য শংকর
উত্তর : ক) মহর্ষি গৌতম
৮। ন্যায়দর্শন কয়টি শাখায় বিভক্ত ?
ক) দুটি
খ) তিনটি
গ) চারটি
ঘ) বহু
উত্তর : ঘ) বহু
৯। প্রত্যক্ষের লক্ষণে কয়টি পদ আছে ?
ক) দুটি
খ) তিনটি
গ) চারটি
ঘ) পাঁচটি
উত্তর : ঘ) পাঁচটি
১০। ন্যায়মতে সন্নিকর্ষ কয় প্রকার ?
ক) দুই
খ) তিন
গ) চার
ঘ) ছয়
উত্তর : ক) দুই
১১। তর্কসংগ্রহ গ্রন্থের লেখক কে ?
ক) বিশ্বনাথ
খ) বাৎস্যায়ন
গ) অন্নমভট্ট
ঘ) শংকরাচার্য
উত্তর : গ) অন্নমভট্ট
১২। তত্ত্বচিন্তামনি গ্রন্থটি কে রচনা করেন ?
ক) মহর্ষি গৌতম
খ) মহর্ষি কপিল
গ) গঞ্জেশ উপাধ্যায়
ঘ) কুমারিলভট্ট
উত্তর : গ) গঞ্জেশ উপাধ্যায়
১৩। ন্যায়সূত্র গ্রন্থের রচয়িতা হলেন ?
ক) মহর্ষি গৌতম
খ) মহর্ষি বাৎস্যায়ন
গ) মহর্ষি গঞ্জেশ
ঘ) মহর্ষি কপিল
উত্তর : ক) মহর্ষি গৌতম
১৪। ন্যায়মঞ্জরী গ্রন্থের রচয়িতা কে ?
ক) গঞ্জেশ উপাধ্যায়
খ) জয়ন্ত ভট্ট
গ) উদয়ন
ঘ) গৌতম
উত্তর : খ) জয়ন্ত ভট্ট
১৫। ভাষাপরিচ্ছেদ গ্রন্থটির রচয়িতা হলেন ?
ক) আচার্য রামানুজ
খ) আচার্য শংকর
গ) আচার্য প্রশস্তপাদ
ঘ) আচার্য বিশ্বনাথ
উত্তর : ঘ) আচার্য বিশ্বনাথ
১৬। পদার্থ ধর্মসংগ্রহ গ্রন্থটির রচয়িতা হলেন ?
ক) আচার্য বিশ্বনাথ
খ) আচার্য প্রশস্তপাদ
গ) আচার্য উদয়ন
ঘ) আচার্য মাধব
উত্তর : খ) আচার্য প্রশস্তপাদ
১৭। পদার্থ ধর্মসংগ্রহ গ্রন্থের অপর নাম হল ?
ক) ন্যায়ভাষ্য
খ) প্রশস্তপাদভাষ্য
গ) শ্রীভাষ্য
ঘ) পূর্ণভাষ্য
উত্তর : খ) প্রশস্তপাদভাষ্য
১৮। আচার্য উদয়নের রচনা হল ?
ক) ন্যায় কুসুমাঞ্জলী
খ) রাবণভাষ্য
গ) ন্যায় কন্দলী
ঘ) ন্যায় লীলাবতী
উত্তর : খ) রাবণভাষ্য
১৯। ন্যায়দর্শনে ‘পট’ শব্দের অর্থ হল ?
ক) অস্ত্র
খ) শস্ত্র
গ) বস্ত্র
ঘ) তন্ত্র
উত্তর : গ) বস্ত্র
২০। রূপের প্রত্যক্ষ কোন সন্নিকর্ষ স্বীকৃত হয় ?
ক) সংযোগ
খ) সংযুক্ত সমবায়
গ) সমবায়
ঘ) সমবেত সমবায়
উত্তর : খ) সংযুক্ত সমবায়
২১। মোট ছয় প্রকারের সন্নিকর্ষ দেখা যায় ?
ক) লৌকিক প্রত্যক্ষ
খ) অলৌকিক প্রত্যক্ষ
গ) দ্রব্য প্রত্যক্ষ
ঘ) গুণ প্রত্যক্ষ
উত্তর : ক) লৌকিক প্রত্যক্ষ
২২। ন্যায়মতে লৌকিক সন্নিকর্ষ হল ?
ক) পাঁচটি
খ) তিনটি
গ) দুটি
ঘ) ছয়টি
উত্তর : খ) তিনটি
২৩। আচার্য বিশ্বনাথ হলেন ?
ক) বৈশেষিক দার্শনিক
খ) বেদান্ত দার্শনিক
গ) ন্যায় দার্শনিক
ঘ) সাংখ্য দার্শনিক
উত্তর : গ) ন্যায় দার্শনিক
২৪। আচার্য গঞ্জেশ কি ধরনের দার্শনিক ?
ক) বৈশেষিক
খ) বেদান্ত
গ) ন্যায়
ঘ) সাংখ্য
উত্তর : গ) ন্যায়
২৫। ‘গন্ধ’ এর প্রত্যক্ষ হয় ?
ক) সংযোগ সন্নিকর্ষের মাধ্যমে
খ) সংযুক্ত সমবায় সন্নিকর্ষের মাধ্যমে
গ) সমবায় সন্নিকর্ষের মাধ্যমে
ঘ) সমবেত সমবায় সন্নিকর্ষের মাধ্যমে
উত্তর : খ) সংযুক্ত সমবায় সন্নিকর্ষের মাধ্যমে
২৬। ‘রূপ’ এর প্রত্যক্ষে যে সন্নিকর্ষ স্বীকৃত হয় তা হল ?
ক) সংযোগ
খ) সংযুক্ত সমবায়
গ) সমবায়
ঘ) সমবেত সমবায়
উত্তর : খ) সংযুক্ত সমবায়
২৭। ন্যায় দর্শনে শব্দ প্রত্যক্ষে _____সন্নিকর্ষ স্বীকৃত হয় ।
ক) সংযোগ
খ) সংযুক্ত সমবায়
গ) সমবায়
ঘ) সমবেত সমবায়
উত্তর : গ) সমবায়
২৮। হেতুর অপর নাম কী ?
ক) কারণ
খ) করণ
গ) লিঙ্গ
ঘ) প্রমাণ
উত্তর : গ) লিঙ্গ
২৯। পঞ্চাবয়বী ন্যায় কাকে বলে ?
ক) পাঁচটি অবয়যুক্ত ন্যায়কে
খ) পাঁচটি অবস্থাযুক্ত ন্যায়কে
গ) পাঁচটি শর্তযুক্ত ন্যায়কে
ঘ) পাঁচটি প্রকারযুক্ত ন্যায়কে
উত্তর : ক) পাঁচটি অবয়যুক্ত ন্যায়কে
৩০। ব্যাপ্তিজ্ঞান কয় প্রকারের ?
ক) তিন প্রকারের
খ) দু প্রকারের
গ) এক প্রকারের
ঘ) চার প্রকারের
উত্তর : খ) দু প্রকারের
৩১। ন্যায় অনুমানে কয়টি ও কী কী পদ থাকে ?
ক) দুটি পদ - সাধ্য ও পক্ষ
খ) একটি পদ - সাধ্য
গ) একটি পদ - পক্ষ
ঘ) তিনটি পদ - সাধ্য , পক্ষ ও হেতু
উত্তর : ঘ) তিনটি পদ - সাধ্য , পক্ষ ও হেতু
৩২। ন্যায়মতে অনুমান কয় প্রকারের ?
ক) দুই
খ) ছয়
গ) তিন
ঘ) এক
উত্তর : ক) দুই
৩৩। সাধ্যের অধিকরণই হল ?
ক) সাধ্য
খ) পক্ষ
গ) হেতু
ঘ) ন্যায়
উত্তর : খ) পক্ষ
৩৪। ন্যায়মতে মোক্ষকে বলা হয় ?
ক) মুক্তি
খ) অপবর্গ
গ) নি:শ্রেয়স
ঘ) নির্বাণ
উত্তর : খ) অপবর্গ
৩৫। ন্যায়মতে অপবর্গ হল ?
ক) মুক্তির ইচ্ছা
খ) মুক্তির প্রাথনা
গ) দুঃখের বন্ধন
ঘ) দুঃখের আত্যন্তিক মুক্তি
উত্তর : ঘ) দুঃখের আত্যন্তিক মুক্তি
৩৬। ন্যায়মতে জীবের পুরুষার্থ হল ?
ক) মোক্ষ
খ) মুক্তি
গ) নির্বাণ
ঘ) অপবর্গ
উত্তর : ঘ) অপবর্গ
৩৭। ন্যায়মতে অপবর্গ লাভের প্রক্রিয়া হল ?
ক) একটি
খ) দুটি
গ) তিনটি
ঘ) চারটি
উত্তর : গ) তিনটি
৩৮। শব্দজ্ঞানের অপর নাম হল ?
ক) উপমান
খ) অনুমান
গ) আগম
ঘ) নিগম
উত্তর : গ) আগম
৩৯। ন্যায়ের মতে ‘অনুমিতি’ হল ?
ক) প্রমা
খ) প্রমেয়
গ) প্রমাণ
ঘ) প্রমাতা
উত্তর : ক) প্রমা
৪০। প্রাচীন মতে , অনুমিতির ভিত্তি হল ?
ক) ব্যাপ্তি
খ) পক্ষতা
গ) পরামর্শ
ঘ) ভুয়োদর্শন
উত্তর : গ) পরামর্শ
কোন মন্তব্য নেই