জ্ঞানের স্বরূপ এবং জ্ঞান সংক্রান্ত মতবাদ MCQ প্রশ্নোত্তর
১। ‘জ্ঞান’ শব্দটির সমার্থক শব্দ ?
ক) চেনা
খ) জানা
গ) মনে করা
ঘ) প্রত্যক্ষ করা
উত্তর : খ) জানা
২। জ্ঞানের উৎসকে কি বলা হয় ?
ক) প্রমা
খ) প্রমাণ
গ) প্রমেয়
ঘ) প্রমাতা
উত্তর : খ) প্রমাণ
৩। যথার্থ জ্ঞান কে ভারতীয় দর্শনে বলা হয় ?
ক) প্রমা
খ) প্রমাণ
গ) প্রমেয়
ঘ) প্রমাতা
উত্তর : ক) প্রমা
৪। জ্ঞানের স্বরূপ কী ?
ক) প্রকাশধর্মী
খ) অপ্রকাশধর্মী
গ) প্রমাণধর্মী
ঘ) এদের কোনোটিই নয়
উত্তর : ক) প্রকাশধর্মী
৫। যা জ্ঞানরুপে গণ্য , তা সবসময় ?
ক) সত্য হবে
খ) মিথ্যা হবে
গ) সত্য মিথ্যা উভয়ই হবে
ঘ) এদের কোনোটিই নয়
উত্তর : ক) সত্য হবে
৬। ‘জানা’ ক্রিয়াপদের অর্থ হল ?
ক) তিনটি
খ) চারটি
গ) পাঁচটি
ঘ) ছয়টি
উত্তর : ক) তিনটি
৭। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি কর্মকৌশল অর্থে ব্যবহৃত হয়েছে ?
ক) আমি রামকে জানি
খ) আমি সাঁতার কাটতে জানি
গ) আমি জানি যে, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে
ঘ) রহিম জানে যে ৭ + ৫ = ১২
উত্তর : খ) আমি সাঁতার কাটতে জানি
৮। ‘জানা’ শব্দের সরল অর্থ কী ?
ক) যে জ্ঞানকে পুনরায় পরীক্ষা করার প্রবণতা থাকে
খ) যে জ্ঞানকে পুনরায় পরীক্ষার প্রবণতা থাকে না
গ) যে জ্ঞান তৈরী হওয়া মাত্রই ভুলে যায়
ঘ) যে জ্ঞান আদৌ সম্ভব নয়
উত্তর : খ) যে জ্ঞানকে পুনরায় পরীক্ষার প্রবণতা থাকে না
৯। বচনে পদের সংখ্যা হল ?
ক) একটি
খ) দুইটি
গ) তিনটি
ঘ) চারটি
উত্তর : খ) দুইটি
১০। জ্ঞানের কি কোনো বিষয় থাকে ?
ক) থাকে
খ) থাকে না
গ) বলা যায় না
ঘ) এদের কোনোটিই নয়
উত্তর : ক) থাকে
১১। ‘জানা’ শব্দটি কোন শব্দের পরিপূরক ?
ক) জ্ঞান
খ) বিশ্বাস
গ) যুক্তি
ঘ) অনুমান
উত্তর : ক) জ্ঞান
১২। ‘আমি জানি যে , রাম সাইকেল চালাতে জানে’ – এখানে ‘জানা’ ক্রিয়াপদটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে ?
ক) পরিচিতি অর্থে
খ) কর্মদক্ষতা অর্থে
গ) বাচনিক অর্থে
ঘ) সবকয়টি
উত্তর : গ) বাচনিক অর্থে
১৩। ‘সে সাইকেল চালাতে জানে’ এখানে ‘জানা’ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে ?
ক) পরিচিতি
খ) বাচনিক
গ) কর্মদক্ষতা
ঘ) কোনোটিই নয়
উত্তর : গ) কর্মদক্ষতা
১৪। জ্ঞানের শর্ত কয়টি ?
ক) একটি
খ) দুটি
গ) তিনটি
ঘ) চারটি
উত্তর : গ) তিনটি
১৫। জ্ঞানের প্রথম শর্তটি হল ?
ক) বিশ্বাস
খ) বিশ্বাসের সপক্ষে যুক্তি
গ) সত্যতা
ঘ) এদের কোনোটিই নয়
উত্তর : গ) সত্যতা
১৬। জ্ঞানের দ্বিতীয় শর্তটি হল ?
ক) বিশ্বাস
খ) বিশ্বাসের সপক্ষে যুক্তি
গ) সত্যতা
ঘ) এদের কোনোটিই নয়
উত্তর : ক) বিশ্বাস
১৭। জ্ঞানের তৃতীয় শর্তটি হল ?
ক) বিশ্বাস
খ) বিশ্বাসের সপক্ষে যুক্তি
গ) সত্যতা
ঘ) এদের কোনোটিই নয়
উত্তর : খ) বিশ্বাসের সপক্ষে যুক্তি
১৮। বিশ্বাস কেন জ্ঞান নয় ?
ক) সর্বজনীনতা নেই
খ) সত্যতা নেই
গ) মিথ্যাত্ব নেই
ঘ) কোনো সত্যমূল্য নেই
উত্তর : ক) সর্বজনীনতা নেই
১৯। বাচনিক জ্ঞানের _________ আবশ্যিক শর্ত আছে ।
ক) দুটি
খ) তিনটি
গ) চারটি
ঘ) পাঁচটি
উত্তর : খ) তিনটি
২০। ‘সত্যবিশ্বাস ও জ্ঞানের মধ্যে কোনো তফাত নেই ।’ একথা হল ?
ক) সত্য
খ) মিথ্যা
গ) সংশয়াত্মক
ঘ) আপতিক
উত্তর : খ) মিথ্যা
২১। বিশ্বাসের মধ্যে যার অভাব থাকে , তাহলো ?
ক) সরলতা
খ) জটিলতা
গ) নিশ্চয়তা
ঘ) সংশয়তা
উত্তর : গ) নিশ্চয়তা
২২। একটি আবশ্যিক বচন হল ?
ক) স্ববিরোধী
খ) স্ববিরোধীহীন
গ) স্বত:মিথ্যা
ঘ) আপতিক
উত্তর : খ) স্ববিরোধীহীন
২৩। বুদ্ধিবাদের মৌল উৎস ?
ক) বুদ্ধি
খ) অভিজ্ঞতা
গ) স্বজ্ঞা
ঘ) ইন্দ্রিয় সংবেদন
উত্তর : ক) বুদ্ধি
২৪। বুদ্ধিবাদ ও অভিজ্ঞতাবাদ জ্ঞানের কোন ধরনের মতবাদ ?
ক) উৎস সম্পর্কিত
খ) প্রকৃতি সম্পর্কিত
গ) সত্যতা সম্পর্কিত
ঘ) প্রমাণ সম্পর্কিত
উত্তর : ক) উৎস সম্পর্কিত
২৫। পারমিনাইডিস কোন ধরনের দার্শনিক ?
ক) চরম বুদ্ধিবাদী
খ) চরম অভিজ্ঞতাবাদী
গ) স্বজ্ঞাবাদী
ঘ) বিচারবাদী
উত্তর : ক) চরম বুদ্ধিবাদী
২৬। ‘ধারণা বস্তুর ওপর প্রতিফলিত হয় ।’ এ কথা কে বলেছেন ?
ক) প্লেটো
খ) জেনো
গ) সোফিস্ট
ঘ) প্রোটাগোরাস
উত্তর : গ) সোফিস্ট
২৭। ‘আমাদের সকল ধারনাই সহজাত’ – কার অভিমত ?
ক) দেকার্ত
খ) স্পিনোজা
গ) লাইবনিজ
ঘ) কান্ট
উত্তর : গ) লাইবনিজ
২৮। ‘আমাদের কোনো কোনো ধারণা সহজাত’ – কার অভিমত ?
ক) দেকার্ত
খ) কান্ট
গ) লাইবনিজ
ঘ) হেগেল
উত্তর : ক) দেকার্ত
২৯। চরমপন্থী অভিজ্ঞতাবাদী দার্শনিক হলেন ?
ক) প্লেটো
খ) দেকার্ত
গ) লক
ঘ) মিল
উত্তর : ক) প্লেটো
৩০। লকের মতে ধারণা কয় প্রকারের ?
ক) দুই
খ) তিন
গ) চার
ঘ) ছয়
উত্তর : ক) দুই
৩১। জ্ঞানের ক্ষেত্রে নতুনত্ব আসে ?
ক) বুদ্ধি থেকে
খ) অভিজ্ঞতা থেকে
গ) স্বজ্ঞান থেকে
ঘ) বিচার থেকে
উত্তর : খ) অভিজ্ঞতা থেকে
৩২। জন লক হলেন একজন ?
ক) ব্রিটিশ অভিজ্ঞতাবাদী
খ) ফরাসি অভিজ্ঞতাবাদী
গ) গ্রিক বুদ্ধিবাদী
ঘ) জার্মান বুদ্ধিবাদী
উত্তর : ক) ব্রিটিশ অভিজ্ঞতাবাদী
৩৩। বার্কলে হলেন একজন ?
ক) অভিজ্ঞতাবাদী
খ) বুদ্ধিবাদী
গ) স্বজ্ঞাবাদী
ঘ) মন: সমীক্ষাবাদী
উত্তর : ক) অভিজ্ঞতাবাদী
৩৪। হিউম হলেন একজন ?
ক) স্বজ্ঞাবাদী
খ) বুদ্ধিবাদী
গ) সংশয়বাদী
ঘ) প্রতিভাবাদী
উত্তর : গ) সংশয়বাদী
৩৫। সংশয়বাদী বলা হয় ?
ক) কান্টকে
খ) বার্কলেকে
গ) লককে
ঘ) হিউমকে
উত্তর : ঘ) হিউমকে
৩৬। লকের মতে জটিল ধারণা গঠনের প্রক্রিয়া হল ?
ক) একটি
খ) দুইটি
গ) তিনটি
ঘ) চারটি
উত্তর : গ) তিনটি
৩৭। আধুনিক অভিজ্ঞতাবাদের জনক হলেন ?
ক) লক
খ) হিউম
গ) অ্যারিস্টটল
ঘ) দেকার্ত
উত্তর : ক) লক
৩৯। ‘বুদ্ধিতে এমন কিছুই নেই যা আগে ইন্দ্রিয়ের মধ্যে ছিল না’ – এ কথা বলেছেন ?
ক) লাইবনিজ
খ) লক
গ) হিউম
ঘ) দেকার্ত
উত্তর : খ) লক
৪০। পাশ্চাত্য দর্শনে অভিজ্ঞতাবাদের পুরোহিত হলেন ?
ক) হিউম
খ) বার্কলে
গ) লক
ঘ) মিল
উত্তর : গ) লক
কোন মন্তব্য নেই