বস্তুবাদ ও ভাববাদ MCQ প্রশ্নোত্তর
১। প্রতিরূপী বস্তুবাদের প্রবক্তা হলেন ?
ক) হেগেল
খ) লক
গ) বার্কলে
ঘ) হিউম
উত্তর : খ) লক
২। বস্তুর প্রতক্ষ জ্ঞান স্বীকৃত হয় ?
ক) সরল
খ) বৈজ্ঞানিক
গ) কারণিক
ঘ) আঞ্চলিক বস্তুবাদে
উত্তর : ক) সরল
৩। বৈজ্ঞানিক বস্তুবাদের প্রবক্তা হলেন ?
ক) স্পিনোজা
খ) লক
গ) বার্কলে
ঘ) কান্ট
উত্তর : খ) লক
৪। সরল বস্তুবাদের অপর নাম ?
ক) মানসবাদ
খ) প্রতীকবাদ
গ) লৌকিক বস্তুবাদ
ঘ) সবিচারবাদ
উত্তর : গ) লৌকিক বস্তুবাদ
৫। মুখ্য ও গৌণ পার্থক্য করেছেন ?
ক) লক
খ) বার্কলে
গ) হিউম
ঘ) কান্ট
উত্তর : ক) লক
৬। আকার , বিস্তৃত , গতি প্রভৃতি বস্তুর কী ধরনের গুণ ?
ক) মুখ্য গুণ
খ) গৌণ গুণ
গ) মিশ্র গুণ
ঘ) এদের কোনোটিই নয়
উত্তর : ক) মুখ্য গুণ
৭। ‘বস্তু স্বতন্ত্রবাদ’ – কোন মতবাদকে বলা হয় ?
ক) বস্তুবাদকে
খ) সরল বস্তুবাদকে
গ) নব্য বস্তুবাদকে
ঘ) বিচারবাদকে
উত্তর : খ) সরল বস্তুবাদকে
৮। জড় দ্রব্যর অস্তিত্ব স্বীকার করেছেন ?
ক) লক
খ) বার্কলে
গ) হিউম
ঘ) কান্ট
উত্তর : ক) লক
৯। বৈজ্ঞানিক বস্তুবাদের অপর নাম ?
ক) সরল বস্তুবাদ
খ) ভাববাদ
গ) প্রতিনিধিত্ব বস্তুবাদ
ঘ) বিচারবাদ
উত্তর : গ) প্রতিনিধিত্ব বস্তুবাদ
১০। প্রতিরূপী বস্তুবাদের প্রবক্তা কে ?
ক) লক
খ) প্লেটো
গ) বার্কলে
ঘ) হেগেল
উত্তর : ক) লক
১১। ভৌতবস্তুর জ্ঞানকে লক বলেছেন ?
ক) প্রত্যক্ষ জ্ঞান
খ) পরোক্ষ জ্ঞান
গ) অনুভূতিমূলক জ্ঞান
ঘ) কাল্পনিক জ্ঞান
উত্তর : খ) পরোক্ষ জ্ঞান
১২। সবিচার বস্তুবাদের সমর্থক কে ?
ক) কান্ট
খ) হেগেল
গ) বার্কলে
ঘ) লক
উত্তর : ক) কান্ট
১৩। নীচের গুণ গুলির মধ্যে কোন গুণটি ব্যাক্তিগত ?
ক) আকার
খ) আয়তন
গ) রূপ
ঘ) ওজন
উত্তর : গ) রূপ
১৪। বস্তুবাদ এবং ভাববাদ হল দুটি ?
ক) বিরোধী মতবাদ
খ) সহযোগী মতবাদ
গ) সমার্থক মতবাদ
ঘ) পরিপূরক মতবাদ
উত্তর : ক) বিরোধী মতবাদ
১৫। জ্ঞানের বিষয়কে জ্ঞাননিরপেক্ষ বলেছেন ?
ক) ভাববাদীরা
খ) বস্তুবাদীরা
গ) স্বজ্ঞাবাদীরা
ঘ) বিচারবাদীরা
উত্তর : খ) বস্তুবাদীরা
১৬। প্রতিরূপী বস্তুবাদের অপর নাম হল ?
ক) সাধারণ বস্তুবাদ
খ) বিজ্ঞানসম্মত বস্তুবাদ
গ) কাল্পনিক বস্তুবাদ
ঘ) বৌদ্ধিক বস্তুবাদ
উত্তর : খ) বিজ্ঞানসম্মত বস্তুবাদ
১৭। দার্শনিক রাসেল হলেন একজন ?
ক) আমেরিকান দার্শনিক
খ) ব্রিটিশ দার্শনিক
গ) ফরাসী দার্শনিক
ঘ) জার্মান দার্শনিক
উত্তর : খ) ব্রিটিশ দার্শনিক
১৮। লৌকিক বস্তুবাদ অনুসারে আমাদের জানার বিষয় হল ?
ক) মনোজগৎ
খ) বস্তুজগৎ
গ) কল্পনার জগৎ
ঘ) অনুমানের জগৎ
উত্তর : খ) বস্তুজগৎ
১৯। কারা বলেন যে বস্তুর অজ্ঞাতবাস সম্ভব ?
ক) ভাববাদীরা
খ) বস্তুবাদীরা
গ) স্বজ্ঞাবাদীরা
ঘ) বিচারবাদীরা
উত্তর : খ) বস্তুবাদীরা
২০। যে বিষয় সম্পর্কে জ্ঞান লাভ হয় , তাকে বলে ?
ক) জ্ঞেয়
খ) জ্ঞাতা
গ) প্রমাণ
ঘ) প্রমাতা
উত্তর : ক) জ্ঞেয়
২১। কোন দার্শনিকগণ বহুত্ববাদীরূপে গণ্য ?
ক) ভাববাদী
খ) বস্তুবাদী
গ) স্বজ্ঞাবাদী
ঘ) বিচারবাদী
উত্তর : খ) বস্তুবাদী
২২। বৈজ্ঞানিক বস্তুবাদের প্রবর্তক ?
ক) কান্ট
খ) লক
খ) মিল
ঘ) লাইবনিজ
উত্তর : খ) লক
২৩। কি অনুযায়ী সরাসরি আমরা বস্তুকে জানতে পারি ?
ক) প্রতিরূপী বস্তুবাদ
খ) বিচারমূলক বস্তুবাদ
গ) লৌকিক বস্তুবাদ
ঘ) সরল বস্তুবাদ
উত্তর : ঘ) সরল বস্তুবাদ
২৪। বস্তুর ওজন কীরূপ গুণ ?
ক) মুখ্য গুণ
খ) গৌণ গুণ
গ) পরম গুণ
ঘ) এদের কোনোটিই নয়
উত্তর : ক) মুখ্য গুণ
২৫। ‘লৌহ যবনিকা’ তত্ত্ব বলতে বোঝায় ?
ক) সরল বস্তুবাদ
খ) প্রতিরূপী বস্তুবাদ
গ) আত্মগত বস্তুবাদ
ঘ) বস্তুগত ভাববাদ
উত্তর : খ) প্রতিরূপী বস্তুবাদ
২৬। বস্তুগত ভাববাদী কাকে বলা হয় ?
ক) সক্রেটিস
খ) হেগেল
গ) কান্ট
ঘ) ফিখটে
উত্তর : খ) হেগেল
২৭। অবভাসমূলক ভাববাদী হলেন ?
ক) সক্রেটিস
খ) দেকার্ত
গ) বার্কলে
ঘ) কান্ট
উত্তর : ঘ) কান্ট
২৮। ‘আমি চিন্তা করি , অতএব আমি আছি’ এই উক্তিটি করেছেন ?
ক) হিউম
খ) দেকার্ত
গ) স্পিনোজা
ঘ) লক
উত্তর : গ) স্পিনোজা
৩০। জড়দ্রব্যের অস্তিত্ব অস্বীকার করেন ?
ক) দেকার্ত
খ) লক
গ) অ্যারিস্টটল
ঘ) বার্কলে
উত্তর : ঘ) বার্কলে
৩১। বার্কলের ভাববাদী মতবাদের নাম কি ?
ক) অবভাসমূলক ভাববাদ
খ) আত্মগত ভাববাদ
গ) বস্তুগত ভাববাদ
ঘ) গ্রিক ভাববাদ
উত্তর : খ) আত্মগত ভাববাদ
৩২। মুখ্য ও গৌণ গুণের পার্থক্য অস্বীকার করেন ?
ক) লক
খ) বার্কলে
গ) হিউম
ঘ) কান্ট
উত্তর : খ) বার্কলে
৩৩। ‘বস্তুকে সরাসরি জানা যায় না ।’ এ কথা বলেছেন ?
ক) লক
খ) হিউম
গ) মিল
ঘ) দেকার্ত
উত্তর : ক) লক
৩৪। বস্তুগত ভাববাদের প্রবক্তা কে ?
ক) কান্ট
খ) হেগেল
গ) হিউম
ঘ) ব্র্যাডলি
উত্তর : খ) হেগেল
৩৫। ‘অস্তিত্ব প্রত্যক্ষনির্ভর’ – এ কথা বলেছেন ?
ক) লক
খ) হিউম
গ) বার্কলে
ঘ) দেকার্ত
উত্তর : গ) বার্কলে
৩৬। আত্মগত ভাববাদের প্রধান প্রবর্তক কে ?
ক) মিল
খ) পেরি
গ) মুর
ঘ) বার্কলে
উত্তর : ঘ) বার্কলে
৩৭। বস্তু ও বস্তুধর্মকে জ্ঞানসাপেক্ষ বলেছেন ?
ক) লক
খ) বার্কলে
গ) হিউম
ঘ) কান্ট
উত্তর : খ) বার্কলে
৩৮। ‘ধারণার জগৎই হল একমাত্র সত্য’ – এ কথা বলেছেন ?
ক) দেকার্ত
খ) স্পিনোজা
গ) মিল
ঘ) প্লেটো
উত্তর : ঘ) প্লেটো
৩৯। ‘সমস্ত জগতই ঈশ্বরের প্রত্যক্ষর বিষয়’ – এ কথা বলেছেন ?
ক) কান্ট
খ) লাইবনিজ
গ) লক
ঘ) বার্কলে
উত্তর : ঘ) বার্কলে
৪০। কোন মতে বস্তুর স্বাধীন ও নিরপেক্ষ অস্তিত্ব স্বীকৃত নয় ?
ক) বস্তুবাদে
খ) ভাববাদে
গ) স্বজ্ঞাবাদে
ঘ) প্রতীকবাদে
উত্তর : খ) ভাববাদে
কোন মন্তব্য নেই