বুধবার, ৬ জুলাই, ২০২২

ভারতীয় দর্শনের ধারণা MCQ প্রশ্নোত্তর

 

একাদশ শ্রেণী দর্শন class xi 11 eleven philosophy ভারতীয় দর্শনের ধারণা MCQ প্রশ্নোত্তর bharotiyo dorshoner dharona MCQ question answer

১। ভারতীয় দর্শন কাকে বলে ? 


ক) ভারতে বসবাসকারী ভারতীয়দের দর্শন 


খ) হিন্দুদর্শন 


গ) আর্যদর্শন 


ঘ) ভারতে প্রচলিত দর্শন 



উত্তর : ক) ভারতে বসবাসকারী ভারতীয়দের দর্শন


২। ‘দর্শন’ শব্দটির অর্থ কী ? 


ক) দেখা 


খ) সত্য উপলব্ধি 


গ) সত্যের প্রতি অনুরাগ 


ঘ) জ্ঞানের প্রতি ভালোবাসা 



উত্তর : খ) সত্য উপলব্ধি


৩। ‘ফিলজফি’ শব্দটির অর্থ কী ? 


ক) সত্যের প্রতি অনুরাগ


খ) সত্যদর্শন 


গ) তত্ত্বদর্শন 


ঘ) জীবনের উপলব্ধি 



উত্তর : ক) সত্যের প্রতি অনুরাগ


৪। বেদ কয়টি ?


ক) একটি 


খ) তিনটি 


গ) চারটি 


ঘ) দুইটি 



উত্তর : গ) চারটি


৫। বেদের মন্ত্র ও ব্রাহ্মণ অংশকে কী বলা হয় ? 


ক) জ্ঞানকান্ড


খ) কর্মকান্ড


গ) ধর্মকান্ড


ঘ) যজ্ঞকান্ড



উত্তর : খ) কর্মকান্ড




৬। ভারতীয় দর্শনের সঙ্গে পাশ্চাত্য দর্শনের পার্থক্য কোন দিক থেকে লক্ষিত হয় ? 


ক) তত্ত্বের দিক থেকে 


খ) তত্ত্বের প্রয়োগের দিক থেকে 


গ) তত্ত্বের প্রকৃতির দিক থেকে 


ঘ) সত্যতার দিক থেকে 



উত্তর : খ) তত্ত্বের প্রয়োগের দিক থেকে


৭। ভারতীয় দর্শনের মূল উৎস হল ? 


ক) মহাভারত 


খ) গীতা 


গ) বেদ 


ঘ) রামায়ণ 



উত্তর : গ) বেদ


৮। ‘ভারতীয়রা বেদকে হেয় প্রতিপন্ন করেছেন’ – উক্তি ? 


ক) সত্য 


খ) মিথ্যা 


গ) সন্দেহাতীত


ঘ) সংশয়পূর্ণ



উত্তর : খ) মিথ্যা


৯। বৈদিক শব্দটির অর্থ হল ? 


ক) বেদ বিরুদ্ধ 


খ) বেদ স্বতন্ত্র 


গ) বেদসম্মত 


ঘ) বেদ বহিভূত



উত্তর : গ) বেদসম্মত


১০। অবৈদিক শব্দটির অর্থ হল ? 


ক) বেদ বিরুদ্ধে 


খ) বেদসম্মত 


গ) বেদ অন্তভূক্ত 


ঘ) বেদ নিঃসৃত



উত্তর : ক) বেদ বিরুদ্ধে




১১। একটি বৈদিক দার্শনিক সম্প্রদায়ের উদাহরণ হল ? 


ক) চার্বাক 


খ) বৌদ্ধ 


গ) জৈন 


ঘ) মীমাংসা 



উত্তর : ঘ) মীমাংসা


১২। একটি অবৈদিক দার্শনিক সম্প্রদায়ের উদাহরণ হল ? 


ক) চার্বাক 


খ) ন্যায় 


গ) বৈশেষিক 


ঘ) বেদান্ত 



উত্তর : ক) চার্বাক 


১৩। ভারতীয় দর্শনে ‘জ্ঞান’ পদটির পরিবর্তে আর যে শব্দটি ব্যাবহৃত হয় , তা হল ? 


ক) বিজ্ঞান 


খ) অজ্ঞান 


গ) বুদ্ধি 


ঘ) সংস্কার 



উত্তর : গ) বুদ্ধি 


১৪। ‘মন্ত্র’ হল বেদের ? 


ক) প্রথম অংশ 


খ) দ্বিতীয় অংশ


গ) তৃতীয় অংশ


ঘ) চতুর্থ অংশ



উত্তর : ক) প্রথম অংশ


১৫। বেদের ‘মন্ত্র’ অংশের অপর নাম হল ? 


ক) যন্ত্র 


খ) সংহিতা 


গ) মধুমিতা 


ঘ) সহিষ্ণুতা 



উত্তর : খ) সংহিতা




১৬। বেদের ‘ব্রাহ্মণ’ অংশটি হল ? 


ক) প্রথম অংশ


খ) দ্বিতীয় অংশ 


গ) তৃতীয় অংশ


ঘ) চতুর্থ অংশ



উত্তর : খ) দ্বিতীয় অংশ 


১৭। বেদের ‘আরণ্যক’ অংশটি হল ? 


ক) প্রথম অংশ


খ) দ্বিতীয় অংশ 


গ) তৃতীয় অংশ


ঘ) চতুর্থ অংশ



উত্তর : গ) তৃতীয় অংশ


১৮। বেদের অংশ নয় ?


ক) উপনিষদ 


খ) আরণ্যক 


গ) সাম


ঘ) ব্রাহ্মণ 



উত্তর : গ) সাম


১৯। ভারতীয় দর্শনের বিভাগ হল ? 


ক) দুটি 


খ) তিনটি 


গ) চারটি 


ঘ) পাঁচটি 



উত্তর : ক) দুটি


২০। এদের মধ্যে কোনটি বেদ নয় ? 


ক) ঋক 


খ) সাম 


গ) উপনিষদ 


ঘ) অর্থব 



উত্তর : গ) উপনিষদ




২১। ‘আস্তিক’ কাদের বলা হয় ? 


ক) ঈশ্বরে বিশ্বাসীদের 


খ) বেদের প্রামাণ্য বিশ্বাসীদের 


গ) পুরুষার্থ বিশ্বাসীদের 


ঘ) পরলোকে বিশ্বাসীদের 



উত্তর : খ) বেদের প্রামাণ্য বিশ্বাসীদের


২২। ‘নাস্তিক’ কাদের বলা হয় ? 


ক) বেদের প্রামাণ্য অবিশ্বাসীদের


খ) ঈশ্বরে অবিশ্বাসীদের


গ) মোক্ষে অবিশ্বাসীদের 


ঘ) পরলোকে অবিশ্বাসীদের



উত্তর : ক) বেদের প্রামাণ্য অবিশ্বাসীদের


২৩। যোগদর্শনের অপর নাম কি ? 


ক) সেশ্বর সাংখ্য


খ) প্রচ্ছন্ন সাংখ্য


গ) নিরিশ্বর সাংখ্য


ঘ) মুক্ত সাংখ্য



উত্তর : ক) সেশ্বর সাংখ্য


২৪। ভারতীয় দর্শনে নাস্তিক দর্শনের সংখ্যা হল ? 


ক) এক 


খ) তিন 


গ) চার 


ঘ) ছয় 



উত্তর : খ) তিন


২৫। সাংখ্যাদর্শনের প্রণেতা কে ? 


ক) মহর্ষি গৌতম 


খ) মহর্ষি জেমিনি 


গ) মহর্ষি কপিল 


ঘ) আচার্য শংকর 



উত্তর : গ) মহর্ষি কপিল




২৬। যোগদর্শনের প্রতিষ্ঠাতা কে ? 


ক) বুদ্ধদেব 


খ) শংকরাচার্য 


গ) রামানুজ 


ঘ) পতঞ্জলি 



উত্তর : ঘ) পতঞ্জলি


২৭। দর্শনকে লোকায়ত দর্শন বলা হয় ? 


ক) সাংখ্য


খ) যোগ


গ) জৈন


ঘ) চার্বাক 



উত্তর : ঘ) চার্বাক


২৮। মীমাংসা দর্শনের প্রতিষ্ঠাতা কে ? 


ক) মহর্ষি পতঞ্জলি 


খ) মহর্ষি গৌতম


গ) মহর্ষি জৈমিনি 


ঘ) মহর্ষি কপিল



উত্তর : গ) মহর্ষি জৈমিনি


২৯। একটি বেদবিরোধী দর্শন হল ? 


ক) ন্যায় 


খ) অদ্বৈতবেদান্ত 


গ) বৌদ্ধ 


ঘ) বৈশেষিক 



উত্তর : গ) বৌদ্ধ


৩০। ভারতীয় দর্শনে আস্তিক সম্প্রদায়ের সংখ্যা হল ? 


ক) দুটি 


খ) তিনটি 


গ) ছয়টি 


ঘ) আটটি 



উত্তর : গ) ছয়টি




৩১। নাস্তিক দর্শনের সংখ্যা হল ? 


ক) পাঁচটি 


খ) ছয়টি 


গ) চারটি 


ঘ) তিনটি 



উত্তর : ঘ) তিনটি 


৩২। বেদের অপর নাম ? 


ক) বেদান্ত 


খ) স্মৃতি 


গ) উপনিষদ 


ঘ) শ্রুতি 



উত্তর : ঘ) শ্রুতি


৩৩। ভারতীয় দর্শনে পুরুশাথের সংখ্যা হল ? 


ক) তিনটি 


খ) চারটি 


গ) পাঁচটি 


ঘ) ছয়টি 



উত্তর : খ) চারটি


৩৪। ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞান কে কী বলে ? 


ক) প্রমা 


খ) প্রমাণ 


গ) প্রমেয়


ঘ) প্রমাতা 



উত্তর : ক) প্রমা


৩৫। ভারতীয় মতে প্রমাতা হল ? 


ক) কর্ম 


খ) জ্ঞাতা 


গ) জ্ঞান 


ঘ) প্রমেয়



উত্তর : খ) জ্ঞাতা


৩৬। অনুভব কয়প্রকার ও কী কী ? 


ক) দু প্রকার - যথার্থ ও অযথার্থ


খ) দু প্রকার - যথার্থ অনুভব ও স্মৃতি 


গ) তিনপ্রকার - যথার্থ , অযথার্থ ও স্মৃতি 


ঘ) তিন প্রকার - সংশয় , বিপর্যয় ও তর্ক 



উত্তর : ক) দু প্রকার - যথার্থ ও অযথার্থ





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন