আইন , স্বাধীনতা , সাম্য ও ন্যায় বিচার MCQ প্রশ্নোত্তর
১। " আইন হল সাবভৌমের আদেশ " উক্তিটি করেন ?
ক) হল
খ) অষ্ঠীন
গ) হল্যান্ড
ঘ) সাভিনী
উত্তর:-খ) অষ্ঠীন
২। আন্তর্জাতিক আইন কে প্রকৃত অর্থে আইন বলার বিরোধী বলেছেন ?
ক) হল্যান্ড
খ) ওপেন হাইম
গ) হল
ঘ) পোলক
উত্তর:-ক) হল্যান্ড
৩। " স্বাধীনতাকে অধিকারের ফল " বলেছেন ?
ক) বেন্থাম
খ) হবস
গ) বার্কার
ঘ) লসকি
উত্তর:-ঘ) লসকি
৪। " সাম্য হল বিশেষ সুযোগ সুবিধার অনুপস্থিত " বলেছেন ?
ক) লসকি
খ) বার্কার
গ) টকভিল
ঘ) স্পেনসার
উত্তর:-ক) লসকি
৫। Lecture on Liberty গ্রন্থটির প্রণেতা ?
ক) স্পেনসার
খ) বেজহট
গ) লর্ড অ্যাক্টন
ঘ) লেকি
উত্তর:-গ) লর্ড অ্যাক্টন
৬। " সাম্যের জন্য আবেগ স্বাধীনতার আশাকে ব্যর্থ করে " বলেছেন ?
ক) বার্কার
খ) লসকি
গ) স্পেনসার
ঘ) লর্ড অ্যাক্টন
উত্তর:-ঘ) লর্ড অ্যাক্টন
৭। Principle of Social and Political Theory গ্রন্থটির প্রণেতা ?
ক) স্পেনসার
খ) রুশো
গ) বার্কার
ঘ) লেকি
উত্তর:-গ) বার্কার
৮। The Quest of Justice গ্রন্থটির প্রণেতা ?
ক) লসকি
খ) স্পেনসার
গ) রুশো
ঘ) হ্যারল্ড পটার
উত্তর:-ঘ) হ্যারল্ড পটার
৯। Justice শব্দটি এসেছে যে শব্দ থেকে সেটি হল ?
ক) Just
খ) Justa
গ) Jus
ঘ) Justica
উত্তর:-গ) Jus
১০। A Theory of Justice গ্রন্থটির লেখক ?
ক) বার্কার
খ) জন রলস
গ) প্লেটো
ঘ) লেসলি
উত্তর:-খ) জন রলস
১১। A Grammar Of Politics গ্রন্থটির প্রণেতা ?
ক) লেসলি
খ) বার্কার
গ) গার্নার
ঘ) গেটেল
উত্তর:-ক) লেসলি
১২। একজন আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞের নাম
ক) বার্কার
খ) লেসকি
গ) ওপেন হাইম
ঘ) হবস
উত্তর:-গ) ওপেন হাইম
১৩। পরিবার গঠনের স্বাধীনতা একটি
ক) পৌর স্বাধীনতা
খ) রাজনৈতিক স্বাধীনতা
গ) অর্থনৈতিক স্বাধীনতা
ঘ) ব্যাক্তিগত স্বাধীনতা
উত্তর:-ক) পৌর স্বাধীনতা
১৪। অবজ্ঞার অবগুণ্ঠন শব্দটি ব্যবহার করেন ?
ক) রলস
খ) নোজিক
গ) হায়েক
ঘ) রেফেল
উত্তর:-ক) রলস
১৫। Problem of Political Philosophy গ্রন্থটির প্রণেতা ?
ক) বেন্থাম
খ) জে . এস . মিল
গ) লেকি
ঘ) ডি . ডি . রেফেল
উত্তর:-ঘ) ডি . ডি . রেফেল
১৬। আন্তর্জাতিক আইনকে " সৌজন্যমূলক আইন " বলে অভিহিত করেছেন ?
ক) হল্যান্ড
খ) অষ্ঠীন
গ) সভিনি
ঘ) স্টার্ক
উত্তর:-খ) অষ্ঠীন
১৭। আন্তর্জাতিক আইন শব্দ দুটি প্রথম প্রয়োগ করেন ?
ক) অ্যারিস্টটল
খ) ম্যাকিয়াভেলি
গ) চাণক্য
ঘ) জেরেমি বেন্থম
উত্তর:-ঘ) জেরেমি বেন্থম
১৮। ন্যায় কে একটি " সন্মদয়ী শব্দ " বলেছেন ?
ক) লেসলি
খ) বার্কার
গ) রলস
ঘ) নোজিক
উত্তর:-খ) বার্কার
কোন মন্তব্য নেই