শনিবার, ৭ আগস্ট, ২০২১

সংবিধান MCQ প্রশ্নোত্তর

 

একাদশ শ্রেণী সংবিধান mcq প্রশ্নোত্তর class xi 11 eleven songbidhan mcq questions answer


১। রাষ্ট্রের উদ্দেশ্য সাধনের জন্য মৌলিক ও সুনিদিষ্ট নিয়ম কানুন কে বলা হয় 


ক) সংবিধান 


খ) আইন


গ) অধিকার 


ঘ) নৈতিকতা


উত্তর:-ক) সংবিধান 

২। পৃথিবীর সর্ববৃহৎ সংবিধান টি হল 


ক) ব্রিটেনের 


খ) আমেরিকার


গ) ভারতের


ঘ) ফ্রান্সের


উত্তর:-গ) ভারতের


৩। ভারতের সংবিধান রচনা করেছিল ?


ক) আম্বেদকর 


খ) গণপরিষদ


গ) নেহেরু


ঘ) প্যাটেল


উত্তর:-খ) গণপরিষদ


৪। গণপরিষদের মোট সদস্য সংখ্যা ছিল 


ক) ৩৫০


খ) ৩৮৯


গ) ৪০০


ঘ) ৪৫০


উত্তর:-খ) ৩৮৯


৫। গণপরিষদের খসড়া কমিটির সভাপতি ছিলেন 


ক) রাজেন্দ্র প্রসাদ


খ) নেহেরু


গ) গান্ধীজী 


ঘ) আম্বেদকর


উত্তর:-ঘ) আম্বেদকর

৬। সমাজতন্ত্র শব্দটি ভারতীয় সংবিধানে যুক্ত হয় 


ক) ১৯৫০ সালে 


খ) ১৯৬২ সালে


গ) ১৯৭৬ সালে


ঘ) ২০০২


উত্তর:-গ) ১৯৭৬ সালে


৭। ভারত কে আধারাষ্ট্রীয় দেশ বলেছেন


ক) ঠাকুরদাস ভার্গব


খ) পাইলি


গ) কে . সি . হোয়ার 


ঘ) কে . পি . মুখাজী


উত্তর:-গ) কে . সি . হোয়ার


৮। " গণপরিষদ কে আইনজ্ঞ দের স্বর্গ " বলেন 


ক) শেঠ দামোদর স্বরূপ 


খ) কে . পি . মুখাজী


গ) ঠাকুরদাস ভার্গব


ঘ) আইভর জেনিংস


উত্তর:-ঘ) আইভর জেনিংস


৯।" From Raj to Swaraj "  গ্রন্থটির প্রণেতা ? 


ক) আইভর জেনিংস


খ) ধীরেন্দ্রাথ সেন


গ) কে . ভি . রাও 


ঘ) কে . পি . মুখার্জী


উত্তর:-খ) ধীরেন্দ্রাথ সেন


১০। স্বাধীন ভারতের প্রথম গভনর জেনারেল ছিলেন ?


ক) লর্ড কার্জন 


খ) লর্ড মাউন্ট ব্যাটেন


গ) চক্রবর্তী রাজা গোপালচারী 


ঘ) ক্রিপস


উত্তর:-খ) লর্ড মাউন্ট ব্যাটেন

১১। ভারতীয় সংবিধানের জনক বলা হয় ?


ক) নেহেরু কে 


খ) গান্ধীজী কে 


গ) আম্বেদকর কে 


ঘ) রাজেন্দ্রপ্রসাদ কে 


উত্তর:-গ) আম্বেদকর কে 


১২। " গণ পরিষদ হল কংগ্রেস এবং কংগ্রেস হল ভারত " উক্তিটি করেন ?


ক) নেহেরু


খ) কে . ভি . রাও


গ) দামোদর শেঠ 


ঘ)অষ্ঠিন


উত্তর:-ঘ)অষ্ঠিন


১৩। ভারতীয় শাসন ব্যাবস্থা হল ?


ক) এককেন্দ্রিক


খ) যুক্তরাষ্ট্রীয়


গ) আধা এককেন্দ্রিক


ঘ) আধা যুক্তরাষ্ট্রীয়


উত্তর:-ঘ) আধা যুক্তরাষ্ট্রীয়


১৪। গণপরিষদের প্রথম অধিবেশন বসে ?


ক) ১৪ই আগস্ট , ১৯৪৭


খ) ৯ই ডিসেম্বর , ১৯৪৬


গ) ১৪ই আগস্ট , ১৯৪৭ 


ঘ) ১৫ই আগস্ট , ১৯৪৭


উত্তর:-খ) ৯ই ডিসেম্বর , ১৯৪৬


১৫। ভারতের প্রথম সাধারণ তন্ত্র দিবস উদযাপিত হয় ?


ক) ১৫ই আগস্ট , ১৯৪৬


খ) ২৬ই নভেম্বর , ১৯৪৯


গ) ২৬শে জানুয়ারী , ১৯৫০


ঘ) ২৬শে জানুয়ারী , ১৯৫২


উত্তর:-গ) ২৬শে জানুয়ারী , ১৯৫০

১৬। ভারতীয় সংবিধানে মোট কয়টি ভাষাকে সরকারি ভাষা হিসেবে স্বকৃতি দেওয়া হয়েছে ?


ক) ১৬ টি 


খ) ১৮ টি 


গ) ২২ টি 


ঘ) ২৪ টি 


উত্তর:-গ) ২২ টি 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন